স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৪:২৬ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে স্কোয়াড থেকে বাদ পড়লেন ফাহমিদুল

ফাহমিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
ফাহমিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য বাংলাদেশ দলে হামজা চৌধুরির ডাক পাওয়াটা প্রত্যাশিতই ছিল। তবে এবার প্রাথমিক স্কোয়াডে সবচেয়ে বড় চমক ছিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সরাসরি আগ্রহেই তিনি জায়গা পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ক্যাবরেরাই তাকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দিলেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে সৌদি আরব থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে ঢাকায় ফেরেননি ফাহমিদুল। তার না ফেরার প্রসঙ্গে কোচ ক্যাবরেরা বলেন, ‘সে সৌদিতে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। প্রতিভাবান খেলোয়াড়, তবে জাতীয় দলে জায়গা পেতে আরও সময় দরকার।’

মাত্র ১৮ বছর বয়সী ফাহমিদুলের সম্ভাবনা দেখে তাকে দলে ডেকেছিলেন কোচ। এক সপ্তাহের অনুশীলনে তিনি ভালো করলেও জাতীয় দলে খেলার জন্য যথেষ্ট প্রস্তুত নন বলে মনে করেন ক্যাবরেরা। ‘সৌদির অনুশীলন তার জন্য গুরুত্বপূর্ণ ছিল, সে ভালোও করেছে। তবে এই মুহূর্তে অন্যরা বেশি প্রস্তুত। ওকে আরও সময় দিতে হবে,’ বললেন বাংলাদেশ কোচ।

জাতীয় দলের স্কোয়াড নির্বাচন নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে, এবারও তার ব্যতিক্রম হয়নি। ৩৮ জনের প্রাথমিক তালিকায় ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে রেখে বিস্ময় সৃষ্টি করেছিলেন ক্যাবরেরা, এখন তাকে বাদ দিয়েও উঠেছে প্রশ্ন। ক্যাম্প শুরু হওয়ার আগেই ৮ জনকে ছেঁটে ফেলা, সৌদিতে তিনটি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেও কেবল একটি ম্যাচ খেলা—এইসব সিদ্ধান্ত ঘিরেও সমালোচনা হচ্ছে কোচের।

সব বিতর্কের মাঝেও দলের জন্য বড় স্বস্তির খবর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর আগমন। বাংলাদেশ দলে যোগ দিতে এসে তিনি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ক্যাবরেরা বলেন, ‘দলের সবাই তার সঙ্গে অনুশীলনের জন্য মুখিয়ে আছে। প্রতি সপ্তাহে তার সঙ্গে আমার আলোচনা হয়েছে, এবার আমরা একসঙ্গে ভারতকে হারানোর পরিকল্পনা করব।’

বাংলাদেশ-ভারত ফুটবল দ্বৈরথ দক্ষিণ এশিয়ায় বরাবরই উপভোগ্য। তবে ২০০৩ সালের পর থেকে বাংলাদেশ ভারতের বিপক্ষে জয় পায়নি। এবার হামজার অন্তর্ভুক্তি সেই অপেক্ষার অবসান ঘটাতে পারে বলে মনে করছেন ক্যাবরেরা। ‘আমরা আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। হামজার আগমনে দলের স্পিরিট আরও বেড়েছে,’ বলেন বাংলাদেশ কোচ।

হামজা চৌধুরী গতকাল সকালে সিলেটে পৌঁছান। এরপর তার গ্রামের বাড়ি হবিগঞ্জে যান। আজ রাতে ঢাকায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রাম বন্দরের সব প্রবেশমুখে অবরোধের ডাক

মঞ্চ থেকে পড়ে আইসিইউতে ‘মিস জ্যামাইকা’

বাইপাইল নয়, আজকের ভূমিকম্পও নরসিংদীতে

প্রশাসনের অনেকে বিশেষ দলের পক্ষে কাজ করছে : এটিএম আজহার

জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি

বিয়ে করলেন অভিনেত্রী মম

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্টের উদ্বোধন

অসহায়দের জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করলেন সেই রায়হান

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১০

সেদিন রাতে ডিবি কার্যালয়ে খাবার মেন্যু কী ছিল, জানালেন সাংবাদিক সোহেল

১১

বরিশালে ডেঙ্গুতে শিশুসহ দুজনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২০ হাজারে

১২

বিএনপির রাজনীতিতে হোন্ডা র‍্যালি নাই-গুন্ডা র‍্যালি নাই : এ্যানি

১৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে অদম্য কালবেলা

১৪

রাজধানীর বিজয় সরণিতে মিনিস্টার গ্যালারির যাত্রা শুরু

১৫

মার্কিন চাপে নতি স্বীকার ভারতের

১৬

শীতে ফ্যাশনের নতুন ধরন নিয়ে এলো ভারগো

১৭

অ্যান্টিবায়োটিক বিক্রি নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসনের নতুন নির্দেশনা

১৮

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় : ঢাকা মহানগর দায়রা জজ  

১৯

নায়ক সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ আর নেই

২০
X