স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সামনে কঠিন চ্যালেঞ্জ, তবুও আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ

দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত
দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল জাতীয় দল। আগামী বৃহস্পতিবার কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হওয়ার পর, তারা লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। এই দুই হাইভোল্টেজ ম্যাচ সামনে রেখে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দারুণ উচ্ছ্বসিত। তিনি বিশ্বাস করেন, ভিনি-রাফিনিয়ারা উন্নতির পথে রয়েছে এবং এই দুটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ১৩ ও ১৪ নম্বর রাউন্ডে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করবে ব্রাজিল। ম্যাচগুলোর আগে এক সংবাদ সম্মেলনে দোরিভাল জুনিয়র বলেন, ‘আমি আশা করি, আমরা উন্নতি অব্যাহত রাখব। জাতীয় দল এখন শক্তি সঞ্চয় করছে, কারণ এমন প্রতিযোগিতায় বিশেষ যত্ন নিতে হয়। দুইটি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে, তাই নির্দ্বিধায় বলছি—এগুলো হবে দুর্দান্ত ম্যাচ।’

ব্রাজিলের কোচ প্রতিপক্ষ বিশ্লেষণ করতে গিয়ে প্রথমে কলম্বিয়ার বিষয়টি সামনে আনেন। তিনি উল্লেখ করেন, ‘কলম্বিয়া ঐতিহ্যবাহী দলগুলোর একটি এবং তারা বেশ ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে। তাদের স্কোয়াডে এমন কিছু খেলোয়াড় আছে, যারা ব্রাজিলিয়ান লিগ ও ইউরোপীয় ফুটবলে দুর্দান্ত খেলছে।’

বৃহস্পতিবার ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। দরিভাল এই ম্যাচকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন এবং সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন, ‘আমাদের দর্শকদের সমর্থন চাই। তারা মাঠে উপস্থিত থাকলে ম্যাচের পরিবেশ আরও দুর্দান্ত হবে। আমি নিশ্চিত, আমরা দুর্দান্ত এক ম্যাচ খেলতে যাচ্ছি এবং ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীরা এক মুহূর্তও হতাশ হবে না।’

বর্তমানে ব্রাজিল ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে, যা সরাসরি বিশ্বকাপে খেলার জন্য যথেষ্ট হলেও প্রতিদ্বন্দ্বী দলগুলো খুব কাছাকাছি রয়েছে। উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া ও প্যারাগুয়ের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে ব্রাজিলের। তাই এই দুটি ম্যাচ ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: আলিসন

ডিফেন্ডার: ভ্যান্ডারসন, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালhãস, গিলহের্মে আরানা

মিডফিল্ড: ব্রুনো গুইমারায়েস, জারসন

আক্রমণ: রাফিনিয়া, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়ুস জুনিয়র

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পরেই ব্রাজিল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। দুই দলের লড়াই মানেই ফুটবল বিশ্বজুড়ে তুমুল উত্তেজনা। বিশেষ করে এই ম্যাচে লিওনেল মেসি খেলবেন না তবুও ব্রাজিল তাদের সেরা দল নিয়েই মাঠে নামতে প্রস্তুত।

দরিভাল জুনিয়রের অধীনে নতুনভাবে পথচলা শুরু করা ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষার মুহূর্ত। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে এই দুই ম্যাচই তাদের বিশ্বকাপের পথে অনেক কিছু নির্ধারণ করে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না : মান্না

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

জালে আটকা গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের নেই : ফিফা

ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

মোবাইল চুরির পর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

১০

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

১১

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডা. বিটু

১২

মাছ শিকারে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান, পথে মৃত্যু

১৩

কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১৪

গোপালগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ৩১ দফার প্রচারণা 

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন একাধিক সুবিধা

১৬

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মূল কেন্দ্র পতেঙ্গা, সুযোগ থাকবে অন্য স্থানেও

১৭

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৮

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

১৯

কাকে সতর্ক করলেন জিৎ

২০
X