সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসি থামলেই থামবেন রোনালদো?

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলকে বিদায় বলবেন কখন? এই প্রশ্নের উত্তর খুঁজছে তার ভক্ত থেকে শুরু করে সমালোচক সবাই। তবে সাবেক ডাচ স্ট্রাইকার জিমি ফ্লয়েড হাসেলবাঙ্কের দাবি তিনি জানেন সেই প্রশ্নের উত্তর। তিনি মনে করেন, রোনালদো অবসর নেবেন তখনই যখন তার প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বুটজোড়া তুলে রাখবেন। তবে ৪০ বছর বয়সেও খেলা চালিয়ে যাওয়ায় পর্তুগিজ মহাতারকাকে সতর্ক করে তিনি বলেছেন, এভাবে খেলে নিজের ‘লিগ্যাসি’ ক্ষুণ্ন করছেন রোনালদো।

সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে গোলের ধারা অব্যাহত রাখলেও রোনালদো এখন ৪০-এ পা রেখেছেন। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলে যাচ্ছেন তিনি। পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জেতার মিশনে রয়েছেন এই ফরোয়ার্ড।

অনেকের মতে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা আছে রোনালদোর। তার লক্ষ্য ১,০০০ ক্যারিয়ার গোলের মাইলফলক স্পর্শ করা। তবে তাকে নিয়ে চলছে তর্ক—এখনও তিনি আগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় আছেন কি না।

চেলসির সাবেক তারকা জিমি ফ্লয়েড হাসেলবাঙ্ক মনে করেন, রোনালদোর এখন সরে দাঁড়ানো উচিত। গ্যাম্বলিং জোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফুটবল আর রোনালদোকে ২০২৬ বিশ্বকাপে দরকার নেই। সে দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তবে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়া এখন তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।’

তিনি আরও বলেন, ‘রোনালদোকে আমি সবসময়ই মেসির চেয়ে এগিয়ে রাখব, কারণ তার অবস্থানে পৌঁছাতে এবং টিকে থাকতে যে লড়াই করতে হয়েছে, সেটা অনন্য। তবে একজন ফুটবলার হিসেবে বুঝতে হবে কখন বিদায় নিতে হবে। আমার মতে, তার সেই সময়টা অনেক আগেই চলে এসেছে।’

হাসেলবাঙ্কের মতে, পর্তুগালের তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত, কারণ ‘রোনালদো এখন আর দলের অন্য অপশনগুলোর চেয়ে ভালো নন। কিছু ম্যাচে প্রেস করতে হয়, কিছু ম্যাচে অন্যভাবে খেলতে হয়—এগুলো সে এখন আগের মতো করতে পারছে না।’

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২১৮ ম্যাচে ১৩৫ গোল করা এই তারকা এখনও নিজের সামর্থ্যে অটল বিশ্বাস রাখেন। তবে হাসেলবাঙ্কের মতে, ‘রোনালদো অবসর নেবেন তখনই, যখন মেসিও খেলা থামানোর সিদ্ধান্ত নেবেন।’

এখন প্রশ্ন হচ্ছে, মেসি কি শিগগিরই বুটজোড়া তুলে রাখবেন? আর সত্যিই যদি মেসির বিদায়ের পর রোনালদোও সরে দাঁড়ান, তবে দুই মহাতারকার দীর্ঘ যুগলশাসনের অবসান হবে একসঙ্গে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ‘গেট আউট’ স্লোগান

রাষ্ট্রপতির ছবি‌ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে

রাষ্ট্রপতির ছবি‌ সরানো প্রসঙ্গে উপপ্রেস সচিবের ব্যাখ্যা

আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নেপাল গেলেন আমির খসরু

গোলকিপারের ভুলে ইউনাইটেডকে হারাল আর্সেনাল

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় : টুকু

দেশে প্রথম মঞ্চায়িত হচ্ছে গ্রিক নাটক ‘তর্পন বাহকেরা’

দুই ঘণ্টার হাটে বিক্রি হয় কোটি টাকার পান

‘অসাধু জেলেদের কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য’

সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসারদের আবেদন পর্যালোচনায় নতুন উদ্যোগ

১০

সংসদীয় সীমানা নিয়ে ৮৩ আসন থেকে ১৭৬০ আপত্তির আবেদন

১১

গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয় হচ্ছে : লায়ন ফারুক

১২

খালেদা জিয়ার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১৩

আ.লীগ নেতা লিটনের ভাইসহ তিনজন ৫ দিনের রিমান্ডে 

১৪

ডাকসুতে শিবিরের ভিপি-জিএস প্রার্থী হচ্ছেন যারা

১৫

৩ দাবিতে প্রকৌশলী অধিকার আন্দোলনের মানববন্ধন

১৬

রিকশা চালালেও হৃদয়ে শিল্প লালন করেন জাহাঙ্গীর

১৭

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন জোরদার করার তাগিদ

১৮

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই জব্দ, ৫৫ জনের নামে মামলা

১৯

ফারুকীর অস্ত্রোপচারসহ সার্বিক পরিস্থিতি জানালেন তিশা

২০
X