স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসি থামলেই থামবেন রোনালদো?

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলকে বিদায় বলবেন কখন? এই প্রশ্নের উত্তর খুঁজছে তার ভক্ত থেকে শুরু করে সমালোচক সবাই। তবে সাবেক ডাচ স্ট্রাইকার জিমি ফ্লয়েড হাসেলবাঙ্কের দাবি তিনি জানেন সেই প্রশ্নের উত্তর। তিনি মনে করেন, রোনালদো অবসর নেবেন তখনই যখন তার প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বুটজোড়া তুলে রাখবেন। তবে ৪০ বছর বয়সেও খেলা চালিয়ে যাওয়ায় পর্তুগিজ মহাতারকাকে সতর্ক করে তিনি বলেছেন, এভাবে খেলে নিজের ‘লিগ্যাসি’ ক্ষুণ্ন করছেন রোনালদো।

সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে গোলের ধারা অব্যাহত রাখলেও রোনালদো এখন ৪০-এ পা রেখেছেন। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলে যাচ্ছেন তিনি। পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জেতার মিশনে রয়েছেন এই ফরোয়ার্ড।

অনেকের মতে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা আছে রোনালদোর। তার লক্ষ্য ১,০০০ ক্যারিয়ার গোলের মাইলফলক স্পর্শ করা। তবে তাকে নিয়ে চলছে তর্ক—এখনও তিনি আগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় আছেন কি না।

চেলসির সাবেক তারকা জিমি ফ্লয়েড হাসেলবাঙ্ক মনে করেন, রোনালদোর এখন সরে দাঁড়ানো উচিত। গ্যাম্বলিং জোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফুটবল আর রোনালদোকে ২০২৬ বিশ্বকাপে দরকার নেই। সে দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তবে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়া এখন তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।’

তিনি আরও বলেন, ‘রোনালদোকে আমি সবসময়ই মেসির চেয়ে এগিয়ে রাখব, কারণ তার অবস্থানে পৌঁছাতে এবং টিকে থাকতে যে লড়াই করতে হয়েছে, সেটা অনন্য। তবে একজন ফুটবলার হিসেবে বুঝতে হবে কখন বিদায় নিতে হবে। আমার মতে, তার সেই সময়টা অনেক আগেই চলে এসেছে।’

হাসেলবাঙ্কের মতে, পর্তুগালের তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত, কারণ ‘রোনালদো এখন আর দলের অন্য অপশনগুলোর চেয়ে ভালো নন। কিছু ম্যাচে প্রেস করতে হয়, কিছু ম্যাচে অন্যভাবে খেলতে হয়—এগুলো সে এখন আগের মতো করতে পারছে না।’

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২১৮ ম্যাচে ১৩৫ গোল করা এই তারকা এখনও নিজের সামর্থ্যে অটল বিশ্বাস রাখেন। তবে হাসেলবাঙ্কের মতে, ‘রোনালদো অবসর নেবেন তখনই, যখন মেসিও খেলা থামানোর সিদ্ধান্ত নেবেন।’

এখন প্রশ্ন হচ্ছে, মেসি কি শিগগিরই বুটজোড়া তুলে রাখবেন? আর সত্যিই যদি মেসির বিদায়ের পর রোনালদোও সরে দাঁড়ান, তবে দুই মহাতারকার দীর্ঘ যুগলশাসনের অবসান হবে একসঙ্গে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেকটি এক-এগারো ছাড়া বাংলাদেশে আ.লীগের ফেরার সুযোগ নেই : রাশেদ

আগুনের ঘটনা পূর্বপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র : এনসিপি নেতা

খোলা মাঠে বিমানের জরুরি অবতরণ

মাহির রোষানলে রাকিব

ইসির রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই : হাসনাত

দুপুরে না খেলে যা হয়

ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে শরীরের যেসব ক্ষতি হয়

সহজ ৩ টিপসে আইফোনের চার্জ থাকবে দীর্ঘসময়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবকের দেহ

১০

রেকর্ড গড়ে গোল্ডেন বুট জিতলেন মেসি

১১

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

১২

নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য : কবি আবদুল হাই

১৩

দরকষাকষি করে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

১৪

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল

১৫

৭ ধরনের মানুষের জন্য ওরস্যালাইন হতে পারে বিপদ

১৬

হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান 

১৭

ত্রিদেশীয় সিরিজের জন্য নতুন প্রতিপক্ষ খুঁজে পেল পাকিস্তান

১৮

ইসি সচিবের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

১৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

২০
X