স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসি থামলেই থামবেন রোনালদো?

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলকে বিদায় বলবেন কখন? এই প্রশ্নের উত্তর খুঁজছে তার ভক্ত থেকে শুরু করে সমালোচক সবাই। তবে সাবেক ডাচ স্ট্রাইকার জিমি ফ্লয়েড হাসেলবাঙ্কের দাবি তিনি জানেন সেই প্রশ্নের উত্তর। তিনি মনে করেন, রোনালদো অবসর নেবেন তখনই যখন তার প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বুটজোড়া তুলে রাখবেন। তবে ৪০ বছর বয়সেও খেলা চালিয়ে যাওয়ায় পর্তুগিজ মহাতারকাকে সতর্ক করে তিনি বলেছেন, এভাবে খেলে নিজের ‘লিগ্যাসি’ ক্ষুণ্ন করছেন রোনালদো।

সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে গোলের ধারা অব্যাহত রাখলেও রোনালদো এখন ৪০-এ পা রেখেছেন। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলে যাচ্ছেন তিনি। পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জেতার মিশনে রয়েছেন এই ফরোয়ার্ড।

অনেকের মতে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা আছে রোনালদোর। তার লক্ষ্য ১,০০০ ক্যারিয়ার গোলের মাইলফলক স্পর্শ করা। তবে তাকে নিয়ে চলছে তর্ক—এখনও তিনি আগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় আছেন কি না।

চেলসির সাবেক তারকা জিমি ফ্লয়েড হাসেলবাঙ্ক মনে করেন, রোনালদোর এখন সরে দাঁড়ানো উচিত। গ্যাম্বলিং জোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফুটবল আর রোনালদোকে ২০২৬ বিশ্বকাপে দরকার নেই। সে দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তবে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়া এখন তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।’

তিনি আরও বলেন, ‘রোনালদোকে আমি সবসময়ই মেসির চেয়ে এগিয়ে রাখব, কারণ তার অবস্থানে পৌঁছাতে এবং টিকে থাকতে যে লড়াই করতে হয়েছে, সেটা অনন্য। তবে একজন ফুটবলার হিসেবে বুঝতে হবে কখন বিদায় নিতে হবে। আমার মতে, তার সেই সময়টা অনেক আগেই চলে এসেছে।’

হাসেলবাঙ্কের মতে, পর্তুগালের তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত, কারণ ‘রোনালদো এখন আর দলের অন্য অপশনগুলোর চেয়ে ভালো নন। কিছু ম্যাচে প্রেস করতে হয়, কিছু ম্যাচে অন্যভাবে খেলতে হয়—এগুলো সে এখন আগের মতো করতে পারছে না।’

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২১৮ ম্যাচে ১৩৫ গোল করা এই তারকা এখনও নিজের সামর্থ্যে অটল বিশ্বাস রাখেন। তবে হাসেলবাঙ্কের মতে, ‘রোনালদো অবসর নেবেন তখনই, যখন মেসিও খেলা থামানোর সিদ্ধান্ত নেবেন।’

এখন প্রশ্ন হচ্ছে, মেসি কি শিগগিরই বুটজোড়া তুলে রাখবেন? আর সত্যিই যদি মেসির বিদায়ের পর রোনালদোও সরে দাঁড়ান, তবে দুই মহাতারকার দীর্ঘ যুগলশাসনের অবসান হবে একসঙ্গে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

প্রতিদ্বন্ধী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১০

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১১

বাস উল্টে নিহত ২

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৩

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১৪

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

১৫

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

১৬

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১৭

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১৮

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১৯

জামায়াতের প্রার্থীকে শোকজ

২০
X