স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসি থামলেই থামবেন রোনালদো?

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলকে বিদায় বলবেন কখন? এই প্রশ্নের উত্তর খুঁজছে তার ভক্ত থেকে শুরু করে সমালোচক সবাই। তবে সাবেক ডাচ স্ট্রাইকার জিমি ফ্লয়েড হাসেলবাঙ্কের দাবি তিনি জানেন সেই প্রশ্নের উত্তর। তিনি মনে করেন, রোনালদো অবসর নেবেন তখনই যখন তার প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বুটজোড়া তুলে রাখবেন। তবে ৪০ বছর বয়সেও খেলা চালিয়ে যাওয়ায় পর্তুগিজ মহাতারকাকে সতর্ক করে তিনি বলেছেন, এভাবে খেলে নিজের ‘লিগ্যাসি’ ক্ষুণ্ন করছেন রোনালদো।

সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে গোলের ধারা অব্যাহত রাখলেও রোনালদো এখন ৪০-এ পা রেখেছেন। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলে যাচ্ছেন তিনি। পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জেতার মিশনে রয়েছেন এই ফরোয়ার্ড।

অনেকের মতে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা আছে রোনালদোর। তার লক্ষ্য ১,০০০ ক্যারিয়ার গোলের মাইলফলক স্পর্শ করা। তবে তাকে নিয়ে চলছে তর্ক—এখনও তিনি আগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় আছেন কি না।

চেলসির সাবেক তারকা জিমি ফ্লয়েড হাসেলবাঙ্ক মনে করেন, রোনালদোর এখন সরে দাঁড়ানো উচিত। গ্যাম্বলিং জোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফুটবল আর রোনালদোকে ২০২৬ বিশ্বকাপে দরকার নেই। সে দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তবে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়া এখন তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।’

তিনি আরও বলেন, ‘রোনালদোকে আমি সবসময়ই মেসির চেয়ে এগিয়ে রাখব, কারণ তার অবস্থানে পৌঁছাতে এবং টিকে থাকতে যে লড়াই করতে হয়েছে, সেটা অনন্য। তবে একজন ফুটবলার হিসেবে বুঝতে হবে কখন বিদায় নিতে হবে। আমার মতে, তার সেই সময়টা অনেক আগেই চলে এসেছে।’

হাসেলবাঙ্কের মতে, পর্তুগালের তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত, কারণ ‘রোনালদো এখন আর দলের অন্য অপশনগুলোর চেয়ে ভালো নন। কিছু ম্যাচে প্রেস করতে হয়, কিছু ম্যাচে অন্যভাবে খেলতে হয়—এগুলো সে এখন আগের মতো করতে পারছে না।’

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২১৮ ম্যাচে ১৩৫ গোল করা এই তারকা এখনও নিজের সামর্থ্যে অটল বিশ্বাস রাখেন। তবে হাসেলবাঙ্কের মতে, ‘রোনালদো অবসর নেবেন তখনই, যখন মেসিও খেলা থামানোর সিদ্ধান্ত নেবেন।’

এখন প্রশ্ন হচ্ছে, মেসি কি শিগগিরই বুটজোড়া তুলে রাখবেন? আর সত্যিই যদি মেসির বিদায়ের পর রোনালদোও সরে দাঁড়ান, তবে দুই মহাতারকার দীর্ঘ যুগলশাসনের অবসান হবে একসঙ্গে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের বড় সুখবর দিল সরকার

‘পিপিপি ডিভিশনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

চিন্ময় দাসের জামিন 

জেলে থেকেও অস্ত্র মামলায় আসামি স্বেচ্ছাসেবক দল নেতা

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা

সাকিবকে টপকে টেস্টে অনন্য কীর্তি মিরাজের

আদালত অবমাননার অভিযোগে হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ

ভারতে চিকিৎসা না পেয়ে দেশে ফেরা শিশুদের পাশে পাকিস্তান সরকার

১০

কর্ণফুলী নদী থেকে ক্ষুদে ক্রিকেটারের মরদেহ উদ্ধার

১১

গাজীপুরে দুই কারখানা বন্ধ ঘোষণা

১২

মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২

১৩

পাকিস্তানের ধাওয়া খেয়ে পালাল ভারতের যুদ্ধবিমান

১৪

বাজারে কবে আসবে সাতক্ষীরার আম

১৫

ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়ছেন শত শত পাকিস্তানি

১৬

সাদমানের পর মিরাজের শতকে বাংলাদেশের ২১৭ রানের লিড

১৭

আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে পালানো সেই ইকবাল গ্রেপ্তার

১৮

কর্মবিরতি ও উচ্ছৃঙ্খলতার অভিযোগে দুই কারখানা বন্ধ

১৯

হঠাৎ আকাশে উঠল পদ্মার পানি, ভিডিও ভাইরাল

২০
X