মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৭:৫৮ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

হামজার অভিষেকের দিনে জামাল নেই, ভারতের বিপক্ষে দারুণ শুরু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগেই সবচেয়ে বড় চমক—একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া! তার জায়গায় মিডফিল্ড সামলাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী, যিনি আজই প্রথম বাংলাদেশের জার্সিতে মাঠে নামলেন। আর অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে তপু বর্মনের হাতে।

এদিকে ম্যাচের শুরু থেকেই দারুণ আগ্রাসী বাংলাদেশ। মাত্র ১ মিনিটের মাথায় গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মজিবুর রহমান জনি। ভারতের গোলরক্ষক বিশাল কাইথের ভুলে বল পেয়ে যান তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত তার শট চলে যায় পোস্টের বাইরের দিকে।

এরপরও একের পর এক সুযোগ তৈরি করছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১১ মিনিটে শাহরিয়ার ইমন এক দুর্দান্ত সুযোগ পেলেও বল ঠিকমতো সংযোগ করতে পারেননি। ১৭ মিনিটে আবারও গোলের সুযোগ পায় বাংলাদেশ। মোরসালিনের দুর্দান্ত ক্রসে ইমন দারুণভাবে বলের নাগাল পেলেও, তা তার কাঁধে লেগে বাইরে চলে যায়। ভাগ্য সহায় না থাকলে যা হয়!

বাংলাদেশের রক্ষণভাগে আজ তপু বর্মন, তারিক কাজী ও শাকিল তপুর সমন্বয় দুর্দান্ত। ভারতের আক্রমণভাগকে একপ্রকার স্তব্ধ করে রেখেছেন তারা। অন্যদিকে, হামজা চৌধুরী তার অভিষেক ম্যাচেই দেখিয়ে দিচ্ছেন কেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার। ৪ মিনিটেই ভারতের আয়ুশ দেবকে সহজেই পেছনে ফেলে দেন তিনি, আর ৬ মিনিটে দুর্দান্ত এক পাস বাড়ান জনির উদ্দেশে।

ভারতও পাল্টা চাপ তৈরি করছে, কিন্তু রক্ষণভাগের দৃঢ়তায় এগিয়ে বাংলাদেশ! ভারতও থেমে নেই। ৫ মিনিটে সেট-পিস থেকে প্রথম ভালো সুযোগ তৈরি করেছিল তারা, কিন্তু বলের নাগাল পায়নি কেউ। ১৩ মিনিটে ভারতের ফরোয়ার্ড লিস্টন কোলাসোকে ফাউল করেন শাকিল তপু, তবে রেফারি ইয়েলো কার্ড দেননি।

এই ম্যাচের সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল একাদশে জামাল ভূঁইয়ার না থাকা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জামালের পরিবর্তে মিডফিল্ডে হৃদয় ও হামজার জুটি সাজিয়েছেন, যেখানে আক্রমণভাগে আছেন রাকিব-মোরসালিন-ইমন ত্রয়ী। এই পরিবর্তনের কারণ কি জামালের সাম্প্রতিক পারফরম্যান্স নাকি নতুন কৌশল? সেটিই এখন বড় প্রশ্ন!

প্রথম ২০ মিনিটের পারফরম্যান্স বলছে, বাংলাদেশ আজ জয়ের লক্ষ্যেই খেলছে। রক্ষণে শক্ত অবস্থান আর আক্রমণে ধারাবাহিক চাপ—সবকিছুই বলছে, বাংলাদেশের দরকার কেবল একটিমাত্র গোল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

ফরিদপুর-৩ আসন পুনরুদ্ধারে লড়বেন বিএনপির নায়াব ইউসুফ

সহকর্মীকে আপত্তিকর মন্তব্যের দায়ে নিউরোসার্জনকে অব্যাহতি

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপির ভরসা মমিনুল হক

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বহালসহ ৮ দাবিতে আলটিমেটাম

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ‘সুখবর’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির প্রার্থী ঘোষণা শিগগিরই, যেসব আসনে লড়তে পারেন শীর্ষ নেতারা

যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

সেই প্রিয়াঙ্কাতেই আস্থা বিএনপির

১০

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাকের’ তুলি

১১

কুমিল্লার ৯ আসনে যাদের পেল বিএনপি

১২

সৌদিতে বসে সুখবর পেলেন বিএনপির যে নেতা

১৩

যেসব আসন ফাঁকা রেখেছে বিএনপি

১৪

নতুন-পুরাতন মিলিয়ে রাজশাহীর আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা

১৫

চমক দিয়ে বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১৬

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন ডা. জাহিদ

১৭

জোট-সঙ্গীদের জন্য যেসব আসন রাখল বিএনপি

১৮

কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১৯

জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

২০
X