স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৭:৫৮ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

হামজার অভিষেকের দিনে জামাল নেই, ভারতের বিপক্ষে দারুণ শুরু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগেই সবচেয়ে বড় চমক—একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া! তার জায়গায় মিডফিল্ড সামলাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী, যিনি আজই প্রথম বাংলাদেশের জার্সিতে মাঠে নামলেন। আর অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে তপু বর্মনের হাতে।

এদিকে ম্যাচের শুরু থেকেই দারুণ আগ্রাসী বাংলাদেশ। মাত্র ১ মিনিটের মাথায় গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মজিবুর রহমান জনি। ভারতের গোলরক্ষক বিশাল কাইথের ভুলে বল পেয়ে যান তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত তার শট চলে যায় পোস্টের বাইরের দিকে।

এরপরও একের পর এক সুযোগ তৈরি করছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১১ মিনিটে শাহরিয়ার ইমন এক দুর্দান্ত সুযোগ পেলেও বল ঠিকমতো সংযোগ করতে পারেননি। ১৭ মিনিটে আবারও গোলের সুযোগ পায় বাংলাদেশ। মোরসালিনের দুর্দান্ত ক্রসে ইমন দারুণভাবে বলের নাগাল পেলেও, তা তার কাঁধে লেগে বাইরে চলে যায়। ভাগ্য সহায় না থাকলে যা হয়!

বাংলাদেশের রক্ষণভাগে আজ তপু বর্মন, তারিক কাজী ও শাকিল তপুর সমন্বয় দুর্দান্ত। ভারতের আক্রমণভাগকে একপ্রকার স্তব্ধ করে রেখেছেন তারা। অন্যদিকে, হামজা চৌধুরী তার অভিষেক ম্যাচেই দেখিয়ে দিচ্ছেন কেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার। ৪ মিনিটেই ভারতের আয়ুশ দেবকে সহজেই পেছনে ফেলে দেন তিনি, আর ৬ মিনিটে দুর্দান্ত এক পাস বাড়ান জনির উদ্দেশে।

ভারতও পাল্টা চাপ তৈরি করছে, কিন্তু রক্ষণভাগের দৃঢ়তায় এগিয়ে বাংলাদেশ! ভারতও থেমে নেই। ৫ মিনিটে সেট-পিস থেকে প্রথম ভালো সুযোগ তৈরি করেছিল তারা, কিন্তু বলের নাগাল পায়নি কেউ। ১৩ মিনিটে ভারতের ফরোয়ার্ড লিস্টন কোলাসোকে ফাউল করেন শাকিল তপু, তবে রেফারি ইয়েলো কার্ড দেননি।

এই ম্যাচের সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল একাদশে জামাল ভূঁইয়ার না থাকা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জামালের পরিবর্তে মিডফিল্ডে হৃদয় ও হামজার জুটি সাজিয়েছেন, যেখানে আক্রমণভাগে আছেন রাকিব-মোরসালিন-ইমন ত্রয়ী। এই পরিবর্তনের কারণ কি জামালের সাম্প্রতিক পারফরম্যান্স নাকি নতুন কৌশল? সেটিই এখন বড় প্রশ্ন!

প্রথম ২০ মিনিটের পারফরম্যান্স বলছে, বাংলাদেশ আজ জয়ের লক্ষ্যেই খেলছে। রক্ষণে শক্ত অবস্থান আর আক্রমণে ধারাবাহিক চাপ—সবকিছুই বলছে, বাংলাদেশের দরকার কেবল একটিমাত্র গোল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

চাঁদাবাজকে ধরলে দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাদের ছাড়াচ্ছে : নুর

পিস টিভি চালু করতে সরকারকে আইনি নোটিশ

জয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন চন্দন

হোয়াটসঅ্যাপ চ্যাটে নতুন চমক

এবার ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের ডাক

অচল মহাখালী-এয়ারপোর্ট রোড

যুবদলের কর্মসূচি ঘোষণা

১০

ঐকমত্য কমিশনে একটা ঐকমত্য পার্টি তৈরি হয়েছে : এনডিএম মহাসচিব

১১

এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল

১২

ডিজেলবাহী ট্রেনে ভয়াবহ আগুন

১৩

শাকিবের বিপরীতে প্রিয়াঙ্কা, গুঞ্জন নাকি সত্যি?

১৪

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দায়বদ্ধতা আছে : মাওলানা ইউসুফী

১৫

ছাত্রদলের হামলা, শিক্ষক সমিতি বলল ‘ধস্তাধস্তি’

১৬

১৮তম জন্মদিনে রাজকীয় উদযাপন! ২০০ অতিথি নিয়ে ইয়ামালের পার্টি

১৭

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

১৮

ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা, হতে পারে ভারি বৃষ্টি

১৯

জাল সনদে প্রধান শিক্ষক হওয়ার অভিযোগে অপসারণ দাবি

২০
X