স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স কাপে হারের মুখ দেখল মেসির মায়ামি

ম্যাচে গোল দিতে পারেননি মেসি। ছবি : সংগৃহীত
ম্যাচে গোল দিতে পারেননি মেসি। ছবি : সংগৃহীত

মেসি-সুয়ারেজের তারকাখচিত ইন্টার মায়ামি দলের অপরাজেয় যাত্রা থামাল লস অ্যাঞ্জেলস এফসি! কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বিতর্কিত নাথান অর্ডাজের জয়সূচক গোলে ১-০ ব্যবধানে হারল মায়ামিকে। কিন্তু এই পরাজয় কি ন্যায়সঙ্গত? বিতর্কিত লাল কার্ড এড়িয়ে ম্যাচের নায়ক হলেন অর্ডাজ!

ম্যাচ শুরুর আগেই তারকা আর সেলিব্রিটিদের ছড়াছড়ি ছিল বিএমও স্টেডিয়ামে। লিওনেল মেসি থেকে স্টিফেন কারি, জিমি বাটলার, ডেভিড বেকহ্যাম, লায়োনেল রিচি—সবাই উপস্থিত ছিলেন। কিন্তু সকলকে স্তব্ধ করে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন অপ্রত্যাশিত নায়ক নাথান অর্ডাজ! তার অসাধারণ গোলে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মায়ামিকে ১-০ গোলে হারিয়ে দিল লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি)।

ম্যাচের শুরু থেকেই ইন্টার মায়ামি দাপট দেখালেও এলএএফসির দৃঢ় রক্ষণভাগ তাদের সহজ সুযোগ নিতে দেয়নি। প্রথমার্ধে ৫৮ শতাংশ বল দখল রেখেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ মেসিরা। যখনই সুযোগ তৈরি হলো, তখন ফরাসি গোলরক্ষক হুগো লরিস দুর্দান্ত সেভ করে মায়ামিকে হতাশ করলেন।

তবে প্রথমার্ধেই ঘটে যায় বড় বিতর্ক। এলএএফসির তরুণ স্ট্রাইকার নাথান অর্ডাজের কনুইয়ের আঘাতে মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন মাটিতে লুটিয়ে পড়েন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পরও অর্ডাজ শুধুমাত্র হলুদ কার্ড পান। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের আঘাতের জন্য লাল কার্ড দেখানো হয়। মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো এই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

দ্বিতীয়ার্ধে এলএএফসি আক্রমণাত্মক হয়ে ওঠে। বিতর্কিত সিদ্ধান্তে টিকে যাওয়া অর্ডাজ নিজেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। ধীরগতির সার্জিও বুসকেটসকে কাটিয়ে ২১ বছর বয়সী এই তরুণ দুর্দান্ত এক শটে গোলরক্ষক অস্কার উস্তারিকে পরাস্ত করেন।

শেষ মুহূর্তে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজের সমন্বয়ে একাধিক আক্রমণ হলেও এলএএফসির রক্ষণ ও লরিসের অসাধারণ পারফরম্যান্স মায়ামিকে গোলবঞ্চিত রাখে।

মাশ্চেরানোর দলের জন্য এটি যেন প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টার কাছে হারের পুনরাবৃত্তি। তবে সামনে এখনো সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয় লেগে চেজ স্টেডিয়ামে নিজেদের মাটিতে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে মেসির ইন্টার মায়ামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী থেকে ঢাকায় যাবেন বিএনপির ৩৭ হাজার নেতাকর্মী

যশোর-৩ আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ

মাগুরা-১ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান

রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

ভক্তদের জন্য বিশেষ পরিকল্পনা করছেন ‘কানতারা’ অভিনেতা 

সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

ড. ইউনূসকে মার্কিন ৫ আইনপ্রণেতার চিঠি, যেসব বিষয়ে আহ্বান

তারেক রহমানের ফেরা নিয়ে গুরুত্বপূর্ণ ১০ প্রশ্নের উত্তর জানালেন মাহদী

‘দৃশ্যম-৩’ থেকে নিজেকে সরিয়ে নিলেন অক্ষয় খান্না

রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বৃহস্পতিবার, থাকবেন রেলপথসচিব

১০

তিনশবার কুপিয়ে হত্যা, সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

১১

নায়ক রিয়াজের মৃত্যুর গুজব, যা জানা গেল

১২

সিনেমার কায়দায় যাত্রীর প্রাণ বাঁচালেন স্টেশন মাস্টার

১৩

কোরআন ছুঁয়ে শপথ নিয়ে মার্কিন বিচারপতি হলেন বাংলাদেশি

১৪

স্কুটি চালিয়ে শপিংমলে, অতঃপর...

১৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঈশ্বরদী থেকে ঢাকায় যাচ্ছে স্পেশাল ট্রেন

১৬

যে কারণে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী

১৭

ওড়ার পরপরই শক্তিশালী রকেটের বিস্ফোরণ

১৮

প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০২৫ নিয়ে অংশীজনদের পরামর্শ গ্রহণের আহ্বান

১৯

রাতের ১১ কুসংস্কার, আপনিও বিশ্বাস করেন?

২০
X