গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছেন পর্তুগিজ মিডফিল্ডার বেনার্দো সিলভা। নতুন মৌসুমেও ছিলেন সিটির দুইটি ম্যাচের শুরুর একাদশে। তবে এরই মধ্যে গুঞ্জন ছিল ম্যানসিটি ছাড়ছেন এই মিডফিল্ডার। তবে সেই গুঞ্জন মিথ্যা প্রমাণ করে ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন বেনার্দো সিলভা।
ম্যানসিটি ছেড়ে বার্সেলোনা ও পিএসজিতে যাওয়ার গুঞ্জন ছিল সিলভার। তবে দলবদলের গুঞ্জনের মাঝেই বুধবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে সিলভার সঙ্গে নতুন চুক্তির কথা জানিয়েছে সিটিজেনরা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সিটিতে থাকবেন সিলভা।
২০১৭ সালের মে মাসে ফরাসি ক্লাব এফসি মোনাকো থেকে ম্যানসিটিতে যোগ দেন সিলভা। পেপ গার্দিওলার দলের মধ্যমাঠের অন্যতম সেরা তারকা এই পর্তুগিজ। ম্যানসিটির হয়ে ২০১ ম্যাচ খেলে ৩৩টি গোল করেছেন সিলভা। সিটিজেনদের হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি প্রিমিয়ার লিগসহ বেশ কয়েকটি শিরোপা জিতেছেন তিনি।
২০২২/২৩ ফুটবল মৌসুমে ম্যানসিটির হয়ে ৭টি গোল করেন সিলভা। এরমধ্যে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ গোল করেন এই ম্যানসিটি মিডফিল্ডার। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা, ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি ছাড়াও সৌদি আরবের ক্লাব আল হিলাল বেনার্দো সিলভাকে পেতে আগ্রহ প্রকাশ করে। বাৎসরিক ৮ কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছিল আল হিলাল।
মন্তব্য করুন