উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে ৩৬ মিনিটের সময় হ্যামস্ট্রিং চোটে পড়ে মাঠ ছাড়েন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। দীর্ঘ ৬৩ দিনপর পরে ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আবারও চোটে পড়েছেন ম্যানসিটি অধিনায়ক।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে ইপিএলের প্রথম ম্যাচে নবাগত বার্নলির বিপক্ষে চোটাক্রান্ত মাঠ ছাড়েন ডি ব্রুইনা। মৌসুমের শুরুতে কিছুদিনের জন্য ছিটকে গেছেন ম্যানসিটি তারকা এমনটাই জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ইন্টার মিলানের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন ডি ব্রুইনা। দুই মাস পর কমিউনিটি শিল্ডের ফাইনালে আর্সেনালের বিপক্ষে মাঠে ফেরেন ম্যানসিটি অধিনায়ক। তবে গ্যানারদের বিপক্ষে বদলি হিসেবে খেলেন তিনি। ইপিএলের প্রথম ম্যাচে নবাগত বার্নলির বিপক্ষে শুরুর একাদশে ফেরেন বেলজিয়ান তারকা। হলান্ডের জোড়া গোলে ৩-০ তে জয় পেলেও মাত্র ২৩ মিনিটে আবারও চোটের কাছে হার মানেন ডি ব্রুইনা।
গত বছরের মতো এ বছরও বেশ কয়েক দফা চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যান ডি ব্রুইনা। চলতি বছরের ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে চোটে পড়ে ৪টি ম্যাচ মিস করেন সিটি অধিনায়ক।
ম্যানসিটির অধিনায়কের চোট প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘দুর্ভাগ্যবশত ডি ব্রুইনা আবারও চোট পেয়েছে, এবারও কিছুদিন মাঠের বাইরে থাকবেন তিনি। তবে চোটের মাত্রার ওপর নির্ভর করছে, কত দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে।’
২০২২-২৩ মৌসুমে সিটিজেনদরে হয়ে ১০টি গোল করার পাশাপাশি আরও ৩১টি গোল করতে সহায়তা করেন কেভিন ডি ব্রুইনা।
মন্তব্য করুন