ইউরোপ অধ্যায় শেষ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। দেশটির সংবাদমাধ্যম আল শারক আল-আওসাত জানিয়েছিল আল ইত্তিহাদ কোচ নুনো সান্তোস নাকি ব্যালন ডি’অর জয়ী তারকাকে দলে চাননি। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে আল ইত্তিহাদে সুখী নন সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। তবে প্রো লিগের প্রথম দুই ম্যাচে গোল না পেলেও তৃতীয় ম্যাচেই গোলের দেখা পেয়েছেন বেনজেমা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সৌদি প্রো লিগে আল রিয়াদকে ৪-০ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ। দলটির হয়ে প্রথম গোলটি করেন ফরাসি তারকা বেনজেমা। এই নিয়ে লিগে টানা তিন জয় তুলে নিয়েছে ইত্তিহাদ।
ম্যাচের ১৭ মিনিটের সময় সৌদি প্রো লিগে নিজের প্রথম গোলের দেখা পান করিম বেনজেমা। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও এদিন আর ভুল করেননি সাবেক রিয়াল তারকা। প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর বল পেয়ে তিন ডিফেন্ডার ও গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ান বেনজেমা। ২৫ মিনিটের সময় পেনাল্টি থেকে মরক্কোর আব্দেররাজাক হামদাল্লাহ গোল করে ২-০ তে লিড এনে দেন ইত্তিহাদকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১০ মিনিটের মাথায় আবারও গোল করেন ইত্তিহাদ স্ট্রাইকার।
তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল ইত্তিহাদ। দ্বিতীয়ার্ধের শেষে ৯৩ মিনিটে বেনজেমার পাস থেকে গোল করেন সৌদির সালেহ আল-আমরি। তার গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নুনো সান্তোসের দল।
মন্তব্য করুন