স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

লাল কার্ডের জন্য ক্ষমা চাইলেন রুডিগার

আন্তোনিও রুডিগার। ছবি : সংগৃহীত
আন্তোনিও রুডিগার। ছবি : সংগৃহীত

কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের পর হতাশায় ভেঙে পড়েছিল রিয়াল মাদ্রিদ। আর সেই হতাশাকে আরও গভীর করেছে শেষ মুহূর্তের উত্তপ্ত দৃশ্যপট। ম্যাচের ১২০তম মিনিটে রেফারির সঙ্গে অসদাচরণ ও মাঠে বস্তু নিক্ষেপের ঘটনায় লাল কার্ড দেখেন রিয়ালের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

রুডিগার লিখেছেন, ‘গত রাতের আচরণের কোনো অজুহাত নেই। আমি খুবই দুঃখিত। দ্বিতীয়ার্ধ থেকে আমরা দারুণ খেলেছিলাম। ১১১ মিনিট পর্যন্ত আমি দলকে সাহায্য করেছি। কিন্তু শেষ মুহূর্তে আমি ভুল করেছি। রেফারি এবং যাদের আমি হতাশ করেছি, সবার কাছে ক্ষমা চাইছি।’

লা কার্তুজা স্টেডিয়ামে ফাইনালটি যখন অতিরিক্ত সময়ে গড়ায়, তখনই ঘটে নাটকীয় মুহূর্ত। জুলেস কুন্দে বার্সেলোনাকে এগিয়ে দেন ৩-২ ব্যবধানে। এরপর শেষ সময়ে একটি সিদ্ধান্ত রিয়ালে বিপক্ষে যাওয়ায় রুডিগার, যিনি এর আগে বদলি হয়েছিলেন, রাগের মাথায় তার চিকিৎসার জন্য ব্যবহৃত বরফের ব্যাগ ছুড়ে মারেন। যদিও সেটি রেফারির কাছে পৌঁছায়নি, তবুও আগ্রাসী আচরণের জন্য তাকে লাল কার্ড দেখানো হয়। রেফারি রিকার্দো দে বুরগোস বেনগোএচিয়া তার রিপোর্টে উল্লেখ করেন, রুডিগারকে কোচিং স্টাফের কয়েকজন মিলে শান্ত করতে বাধ্য হন।

রুডিগার ছাড়াও রিয়ালের আরও দুই খেলোয়াড়, লুকাস ভাসকেস ও জুড বেলিংহামও লাল কার্ড দেখেন। ভাসকেসকে লাল কার্ড দেখানো হয় মাঠে ঢুকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায়, আর বেলিংহামকে লাল কার্ড দেখানো হয় আগ্রাসী ভঙ্গিতে রেফারির দিকে এগিয়ে আসায়।

ভিডিওতে দেখা যায়, রুডিগার মাঠের বাইরে থাকা অবস্থায় বরফের ব্যাগ ছুড়ে ফেলতে যান এবং কোচিং স্টাফরা তাকে শান্ত করার চেষ্টা করছেন।

ম্যাচের আগে থেকেই চরম উত্তেজনা বিরাজ করছিল। রিয়াল মাদ্রিদ তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, প্রশিক্ষণ এবং ফটোসেশন বয়কট করেছিল রেফারি দে বুরগোস এবং ভিএআর কর্মকর্তা পাবলো গনসালেস ফুয়ের্তেসের কিছু মন্তব্যের প্রতিবাদে। রিয়াল অভিযোগ করেছিল, সংশ্লিষ্ট রেফারিরা ক্লাবের প্রতি "শত্রুতা এবং বিদ্বেষ" প্রদর্শন করেছেন।

কোপা দেল রে হার, সঙ্গে চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায় — এই মুহূর্তে কোচ কার্লো আনচেলত্তি ও রিয়াল মাদ্রিদ দল দুইয়ের ওপরই চাপ বাড়ছে। সামনে গুরুত্বপূর্ণ লা লিগা ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন অপেক্ষা করছে সান্তিয়াগো বার্নাব্যুর রাজপুত্রদের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোর অনলাইন রিচার্জে ধস, ৪ ঘণ্টায় ৭ লাখ হিট 

নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত : উপদেষ্টা শারমীন

শহুরে ব্যস্ততায় স্বস্তি দিতে আমিন মোহাম্মদ এগ্রোর প্রাকৃতিক পিকনিক স্পট

জীবাশ্ম জ্বালানি ছাড়াই কপ-৩০ চুক্তি, শক্তি রূপান্তর কি তাহলে থমকে গেল?

এমআইইউর ফার্মেসি বিভাগের ৪০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কৃষকরাই বাংলাদেশের প্রাণ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এলিট গ্রাহকদের জন্য রবির বিশেষ আয়োজন

গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণজোয়ার

শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল জামায়াত

নারীর শক্তিই আমাদের বিজয়ের শক্তি : সেলিমা রহমান

১০

বাউলশিল্পীর বিচার দাবি খতমে নবুওয়তের

১১

খালেদা জিয়ার শারীরিক সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক

১২

সীমান্তের জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

১৩

বিইউএফটির সঙ্গে ৪ শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

১৪

জবাইখানার পাশ থেকে তরুণের মরদেহ উদ্ধার

১৫

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

১৬

ইশরাক হোসেন / দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই বিএনপির মূল লক্ষ্য

১৭

ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান

১৮

বিমানবন্দরে আগুন লাগার কারণ উঠে এল প্রতিবেদনে

১৯

কালবেলার হাতে তানজিন তিশার ভয়েস রেকর্ড

২০
X