ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হামজা-সামিতকে নিয়ে কেমন হবে লাইনআপ

হামজা চৌধুরী ও সামিত সোম। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী ও সামিত সোম। ছবি : সংগৃহীত

হামজা চৌধুরীর পর সামিত সোমকে পাচ্ছে বাংলাদেশ, বাড়ছে হ্যাভিয়ের ক্যাবরেরার রসদ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কানাডায় বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলারকে পাওয়া যাবে। তাতে বাংলাদেশের মাঝমাঠ শক্তিশালী হচ্ছে। আক্রমণভাগে ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি লাল-সবুজদের আরও সমৃদ্ধ করবে। বাড়ছে কৌতূহল—কেমন হবে বাংলাদেশের লাইনআপ!

কৌতূহলটা বেশি মাঝমাঠ এবং আক্রমণভাগ নিয়ে। হামজা চৌধুরী আসার আগে এ পজিশনে মোহাম্মদ হৃদয়, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়রের পাশে কখনো চন্দন রায় কখনো জামাল ভূঁইয়াকে খেলতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে জামাল ভূঁইয়ার গেম টাইম কমে এসেছে। খুব একটা খেলার সুযোগ না পাওয়া ডেনমার্ক প্রবাসী এ ফুটবলারের সুযোগ আরও কমে আসবে। কারণ, হামজা চৌধুরীর মতো সামিত সোমও মাঝমাঠের খেলোয়াড়। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী এবং কানাডা প্রবাসী সামিত সোমের পাশে মোহাম্মদ হৃদয়কে হয়তো দেখা যাবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। তাদের সঙ্গী হতে পারেন দুই সোহেল রানার একজন।

এখানে বড় প্রশ্ন হচ্ছে, একাধিক পজিশনে খেলার দক্ষতাসম্পন্ন হামজা চৌধুরীকে মাঝমাঠের কোন পজিশনে খেলাবেন হাভিয়ের ক্যাবরেরা? মাঝমাঠের ডিফেন্সিভ কিংবা সেন্ট্রাল—দুই পজিশনেই খেলতে পারেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপের প্রমোশনের প্লে-অফের প্রতীক্ষায় থাকা ২৭ বছর বয়সী মিডফিল্ডার। বিভিন্ন ম্যাচে তাকে রাইটব্যাক হিসেবে খেলতে দেখা গেছে। বাংলাদেশের রক্ষণের তুলনায় সমস্যা বেশি মাঝমাঠ ও আক্রমণভাগে। সে দৃষ্টিকোণ থেকে হামজা চৌধুরীকে হয়তো সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলাবেন হাভিয়ের ক্যাবরেরা। সামিত সোমকে সেন্ট্রাল কিংবা অ্যাটাকিং মিডফিল্ড—দুই বিভাগে খেলানো যেতে পারে।

মাঝমাঠে দুজনের সৃজনশীলতার সুযোগ কাজে লাগাতে ফাহমিদুল ইসলাম আক্রমণভাগে থাকলে দূর হতে পারে বাংলাদেশের গোল স্কোরিংয়ের চিরায়ত সমস্যা। সেক্ষেত্রে শেখ মোরসালিন, মুজিবুর রহমান জনি ও শাহরিয়ার ইমনের খেলার সুযোগ কমে আসতে পারে। সাম্প্রতিক সময়ে ঘরোয়া এবং আন্তর্জাতিক ফুটবলে আক্রমণভাগে রাকিব হোসেন ছিলেন দূরন্ত। বসুন্ধরা কিংসের এ উইঙ্গারের সঙ্গে ফাহমিদুল ইসলামের রসায়ন মিলে গেলে তা হবে বাংলাদেশের জন্য দারুণ বিষয়।

কিন্তু মিডফিল্ড ও আক্রমণভাগে কাকে খেলানো হবে, তা পুরোপুরি নির্ভর করে প্রতিপক্ষ এবং ম্যাচের গতিপ্রকৃতির ওপর। কোচের ম্যাচ কৌশলের ওপর খেলোয়াড় বিন্যাস নির্ভর করে। হামজা চৌধুরী ও সামিত সোমের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ স্কোয়াডে রসদ বেড়েছে বটে, প্রকৃত সুফল পেতে হলে প্রয়োজন বিভিন্ন পজিশনের খেলোয়াড়দের সঠিক মিশ্রণ। এ জায়গায় হ্যাভিয়ের ক্যাবরেরা কেমন করবেন, তার ওপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, কোনো দল বা ব্যাক্তি নয় : জুলাই ঐক্য 

‘গণরুম-গেস্টরুম মুক্ত ঢাবি দিয়ে গেলাম, তোমরা রক্ষা করিও’

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় কত টাকা পেয়েছিলেন মুন্নি

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএস প্রশাসন ক্যাডার উল্লাস পাল

গত ২৪ ঘণ্টায় বিশ্বের বড় ১০ খবর

ঢাবিতে গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা 

২০২৬ বিশ্বকাপে সূর্যই প্রতিপক্ষ? সময় পরিবর্তনের আহ্বান ফিফপ্রোর

সেপটিক ট্যাংকে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ, দেবর আটক

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত 

‘সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াত গ্রহণ করবে না’

১০

মায়ামি ছেড়ে ‘লোনে’ ইউরোপে ফিরছেন মেসি!

১১

স্ত্রী তালাক দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা, অতঃপর...

১২

৫ লাখ ‘ওয়ার্ক পারমিট ভিসা’ দেবে ইতালি

১৩

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

১৪

সমুদ্রতীরবর্তী ক্যাফেতে বোমা হামলা, বহু নিহত

১৫

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার কাছে কিসের গুরুত্ব বেশি

১৬

হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে খেলোয়াড়দের ছাঁটাই করল আয়াক্স

১৭

জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

১৮

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আসাদুর রহমান

১৯

বাংলাদেশে টয়োটার নতুন উদ্যোগ, বিক্রয়োত্তর সেবায় থাকবে নিরবচ্ছিন্ন সুবিধা

২০
X