বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে প্রত্যাশার চেয়ে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ জুলাই) ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে জামাল ভূঁইয়ার দল। আগের অবস্থান ছিল ১৮৩, এবার নেমে এসেছে ১৮৪-তে।
জুন মাসে অনুষ্ঠিত দুটি ম্যাচে মিশ্র ফলই যেন এই অবনতির মূল কারণ। প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে ভালো শুরু করলেও, ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-২ ব্যবধানে হারের ধাক্কা সামলাতে পারেনি লাল-সবুজের দল।
সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা। সবার প্রত্যাশা ছিল জয়, যা র্যাঙ্কিংয়ে ইতিবাচক পরিবর্তন আনতে পারত; কিন্তু শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় সমর্থকদের। অনেক সাবেক ফুটবলার এবং দেশের শীর্ষ কোচরা এই ব্যর্থতার জন্য স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে দায়ী করেছেন।
বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে স্পেন, এরপর ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। উয়েফা নেশন্স কাপ জয়ের সুবাদে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে পর্তুগাল। নেদারল্যান্ডস নেমে গেছে সাত নম্বরে। বেলজিয়াম আছে আগের মতোই আটে। জার্মানি ও ক্রোয়েশিয়া এক ধাপ করে এগিয়ে যথাক্রমে নয় ও দশে অবস্থান করছে।
দীর্ঘদিন ধরে উন্নতির জন্য সংগ্রাম করে আসা বাংলাদেশি ফুটবল দলের জন্য এই র্যাঙ্কিং নতুন করে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করতে পারে। তবে সামনে আরও ম্যাচ ও সম্ভাবনা রয়েছে। ফুটবলপ্রেমীরা এখন তাকিয়ে আছে, কবে আবার নতুন করে উড়তে পারবে লাল-সবুজের প্রিয় দল।
মন্তব্য করুন