২০২২-২৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে ম্যানচেস্টার সিটি। গতবারের সেই জয়রথ নতুন মৌসুমেই চলমান রয়েছে সিটিজেনদের। ইংলিশ লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে রদ্রির শেষ মুহূর্তের গোলে শেফিল্ডকে হারিয়ে টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
রোববার (২৭ আগস্ট) ইপিএলের অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক শেফিল্ড ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারায় ম্যানসিটি। সিটির হয়ে নরওয়ের আর্লিং হলান্ড এবং স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি গোল করেন। স্বাগতিকদের হয়ে স্কোরশিটে নাম তোলেন জেডন বোগলে।
ম্যাচের অনেকটা সময় ব্যর্থতার বৃত্তে বন্দি ছিলেন ম্যানসিটির গোলমেশিন আর্লিং হলান্ড। প্রথমার্ধের ৩৭ মিনিটের সময় পেনাল্টি মিস করেন গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। অবশ্য বিরতির পর ৬৩ মিনিটে গ্রেলিশের পাস থেকে সিটিজেনদের ১-০ গোলে এগিয়ে নেন হলান্ড। ম্যাচের ৭১ মিনিটে আবারও শেফিল্ডের জালে বল পাঠান নরওয়ে স্ট্রাইকার। তবে অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি।
ম্যানসিটির আক্রমণের বিপরীতে ৮৫ মিনিটে ম্যাচের সমতা আনে স্বাগতিক শেফিল্ড। ডি-বক্সের ভেতর থেকে কোণাকুণি শটে ১-১ ব্যবধান করেন ইংলিশ রাইটব্যাক জেডেন বোগলে। শেফিল্ড যখন ড্র করার জন্য রক্ষণাত্মক খেলা শুরু করে, তখনই আরও একবার ম্যানসিটিকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন রদ্রি। বাকি সময়ে কোনো দল আর গোল করতে পারেনি। ফলে তিন ম্যাচ থেকে জয় তুলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন