স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৮:০৬ পিএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিলেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের সফলতম কোচদের একজন, কার্লো আনচেলত্তি এবার শুরু করতে যাচ্ছেন তার কোচিং ক্যারিয়ারের এক নতুন অধ্যায়—এইবার ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে। লা লিগা ২০২৪/২৫ মৌসুম শেষে ২৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন তিনি, এমনটাই নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF)।

৬৫ বছর বয়সী ইতালিয়ান এই কোচ দীর্ঘদিনের ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন এমন এক সময়, যখন ক্লাবটি ট্রফিহীন এক মৌসুম শেষ করছে। গত রোববার এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে ৪-৩ ব্যবধানে হেরে শিরোপার দৌড়ে কার্যত ছিটকে গেছে লস ব্লাঙ্কোস। মৌসুমে আর মাত্র তিন ম্যাচ বাকি, এবং বার্সার থেকে সাত পয়েন্ট পিছিয়ে আনচেলত্তির দল—এমন অবস্থায় আবারও শূন্য হাতে মৌসুম শেষ হচ্ছে, যা ২০১৯ সালের পর প্রথমবার।

তবে আনচেলত্তি বিদায় নিচ্ছেন এক ঐতিহাসিক কোচ হিসেবে। দুই দফায় রিয়ালের দায়িত্ব নিয়ে তিনি জিতেছেন মোট ১৫টি ট্রফি, যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা ডাবলও। তার বিদায় মানেই এক যুগের অবসান।

সিবিএফ-এর বিবৃতি অনুযায়ী, ‘কার্লো আনচেলত্তি একজন কিংবদন্তি। এই ঐতিহাসিক মুহূর্তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দল এবং ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে সফল কোচ একত্রিত হচ্ছে। আমরা তার নেতৃত্বে এক নতুন সফল যুগের অপেক্ষায় আছি।’

সিবিএফ ধন্যবাদ জানিয়েছে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকেও, চুক্তি থাকা সত্ত্বেও আনচেলত্তিকে ছাড় দেওয়ার জন্য। রিয়ালের সঙ্গে তার চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত।

আনচেলত্তি দায়িত্ব নিচ্ছেন দরিভাল জুনিয়রের জায়গায়, যাকে মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর ছাঁটাই করা হয়। বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে, ১৪ ম্যাচে ৫টি হারলেও এখনও ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে সেলেসাওদের সামনে।

আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচ হবে জুনে—বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। আর বড় চ্যালেঞ্জ হবে ২০২৬ বিশ্বকাপ।

তিন দশকের কোচিং ক্যারিয়ারে আনচেলত্তি কাজ করেছেন জুভেন্টাস, এসি মিলান, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও চেলসির মতো ক্লাবের সঙ্গে। তিনি একমাত্র কোচ, যিনি ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও স্পেন—সব বড় পাঁচটি লিগেই শিরোপা জিতেছেন।

এদিকে আনচেলত্তির উত্তরসূরি হিসেবে রিয়ালের দায়িত্ব নিতে যাচ্ছেন তারই সাবেক শিষ্য, জাবি আলোনসো। গত সপ্তাহে তিনি ঘোষণা দিয়েছেন, চলতি মৌসুম শেষে ছেড়ে দেবেন জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। রিয়াল চায়, ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই তাকে দায়িত্বে আনতে।

ইউরোপের রাজা এবার লাতিন আমেরিকার মঞ্চে—কার্লো আনচেলত্তির হাত ধরে কি ঘুচবে ব্রাজিলের দুই দশকের বিশ্বকাপ খরা? এখন সেটিই দেখার অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

গাজা চুক্তিতে তুরস্ক কী করবে, সে বিষয়ে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

 নিখোঁজের পর বাড়ি ফিরে দেখেন বাবা-ভাইসহ অনেকে বেঁচে নেই 

বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেন

জমিয়ত থেকে বহিষ্কার নাসির উদ্দিন মুনির

রাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

বিশেষ সহকারী ডা. সায়েদুরের পদত্যাগ ও ফেরার কারণ

খালেদা জিয়ার কবরে সমমনা জোটের ফুলেল শ্রদ্ধা

খালেদা জিয়ার জানাজায় মৃত্যুবরণকারী নিরবের পরিবারের পাশে তারেক রহমান

জনসংখ্যা বাড়াতে চীনে গর্ভনিরোধক পণ্যের দাম বাড়ছে

১০

২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড 

১১

ডাকসু প্রতিনিধিদের যে বার্তা দিলেন তারেক রহমান

১২

অবসর নিয়ে সিদ্ধান্ত জানালেন সাবিনা

১৩

থার্টিফার্স্ট উদ্‌যাপনের সময় সুইজারল্যান্ডে ৪০ জনের মৃত্যু

১৪

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

১৫

মামলা সত্ত্বেও বরখাস্ত প্রধান শিক্ষককে পুনরায় নিয়োগের উদ্যোগ

১৬

রেললাইনে মিলল নিখোঁজ রুবেলের রক্তাক্ত মরদেহ 

১৭

সার্কের চেতনা এখনো জীবিত : প্রধান উপদেষ্টা

১৮

সুপার ওভারের নাটকে রংপুরকে হারাল রাজশাহী

১৯

বাড়ি-গাড়ি নেই আখতারের, নগদ আছে ১৩ লাখ টাকা 

২০
X