স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৭:৩২ এএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

আনচেলত্তির অভিষেক ম্যাচে ব্রাজিলের হতাশার পারফরম্যান্স

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হলো ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তির। কিন্তু ইতালিয়ান এই কোচের প্রথম ম্যাচেই দেখা মিলল এক নিষ্প্রাণ ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইপর্বের ১৫তম রাউন্ডে ইকুয়েডরের মাঠে গোলশূন্য ড্র করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো ৯০ মিনিটে মাত্র দুটি অন টার্গেট শট নিতে পেরেছে আনচেলত্তির দল, যা তাদের আক্রমণভাগের দুর্বলতা ও ছন্দহীনতা স্পষ্ট করে দিয়েছে।

এই ড্রয়ের ফলে ব্রাজিলের পয়েন্ট দাঁড়ালো ২২। এখনো তারা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। যদিও এখনো একই রাউন্ডে কলম্বিয়া যদি পেরুকে হারাতে পারে, তাহলে ব্রাজিল পঞ্চম স্থানে নেমে যেতে পারে। অপরদিকে, ইকুয়েডর ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পিছনে।

ইউরোপের নামি ক্লাবগুলোর সফল কোচ কার্লো আনচেলত্তি প্রথমবারের মতো ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে মাঠে নামলেন। স্যুট-টাই পরে ডাগআউটে দাঁড়িয়ে গাম চিবানো, হাত নেড়ে ইশারায় খেলোয়াড়দের নির্দেশনা দেওয়া- সবই দেখা গেল এই অভিজ্ঞ কোচের মাঝে। তবে শেষ মুহূর্তে রেফারি যখন ব্রাজিলের একটি সম্ভাবনাময় আক্রমণ থামিয়ে ম্যাচের শেষ বাঁশি বাজান, তখন তীব্র প্রতিবাদ করতে দেখা যায় তাকে।

গুয়াকুইলের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই বেশ নিষ্প্রভ ছিল। ইকুয়েডর কিছুটা বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও, প্রথম বড় সুযোগ আসে ব্রাজিলের দিক থেকে। ২১ মিনিটে এস্তেভাও বল কাড়েন, রিচার্লিসনকে পাস দেন, সেখান থেকে বল আসে গার্সনের কাছে। গার্সন নিজে শট না নিয়ে বল বাড়ান ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশ্যে, যার শট ছিল দুর্বল।

৩০ মিনিটে আবার সুযোগ পান ব্রাজিল। ভিনিসিয়ুসের ডানদিক দিয়ে আক্রমণে ইকুয়েডরের রক্ষণভাগের ভুলে বল আসে ভ্যান্ডারসনের কাছে। কিন্তু তিনি শট না নিয়ে বল থামানোর চেষ্টা করেন এবং শেষমেশ বল হারান।

ইকুয়েডরের পক্ষ থেকে ৩৭ মিনিটে ইয়োবোয়ার দূরপাল্লার শটটি ব্রাজিল গোলরক্ষক আলিসন দুই দফায় রক্ষা করেন। এরপর আর কোনো বড় সুযোগ তৈরি হয়নি।

ব্রাজিল আগামী মঙ্গলবার (৬ জুন) সাও পাওলোতে নিজেদের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে ব্রাসিলিয়া সময় রাত ৯:৩০টায় (বাংলাদেশ সময় সকাল ৬:৩০টা)। অন্যদিকে, একই দিনে রাত ১০:৩০টায় ইকুয়েডর মুখোমুখি হবে পেরুর বিপক্ষে, লিমাতে।

এই নিষ্প্রভ ড্র অনেক প্রশ্নের জন্ম দিয়েছে আনচেলত্তির অভিষেক ম্যাচেই। সামনের ম্যাচে ঘরের মাঠে প্যারাগুয়ের বিরুদ্ধে কী জবাব দেয় ব্রাজিল, এখন সেটাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা দাবি, ৩ জনকে পিটুনি 

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৭ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

সীমান্তে ২৪ ইলেকট্রিক ডিটোনেটর উদ্ধার

তথ্য পাচার কাণ্ডে সংশ্লিষ্টতা যবিপ্রবি প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ

মালদ্বীপে বিজয় দিবসের উপলক্ষে ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

ঘন কুয়াশায় পদ্মার চরে আটকে পড়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার

১১

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে রাতভর থাকার ঘোষণা

১২

ছেলের অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

১৩

ঘন কুয়াশায় যমুনা নদীতে নৌকা আটকা, আতঙ্কে বরযাত্রীসহ ৪০ যাত্রী

১৪

সুবর্ণচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৫

মালিকানা জটিলতায় থাকা চট্টগ্রামের কাছেই কুপোকাত নোয়াখালী

১৬

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা-ভাঙচুর

১৭

শনিবার শহীদ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

১৮

রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা

১৯

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের বার্তা

২০
X