স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৭:৩২ এএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

আনচেলত্তির অভিষেক ম্যাচে ব্রাজিলের হতাশার পারফরম্যান্স

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হলো ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তির। কিন্তু ইতালিয়ান এই কোচের প্রথম ম্যাচেই দেখা মিলল এক নিষ্প্রাণ ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইপর্বের ১৫তম রাউন্ডে ইকুয়েডরের মাঠে গোলশূন্য ড্র করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো ৯০ মিনিটে মাত্র দুটি অন টার্গেট শট নিতে পেরেছে আনচেলত্তির দল, যা তাদের আক্রমণভাগের দুর্বলতা ও ছন্দহীনতা স্পষ্ট করে দিয়েছে।

এই ড্রয়ের ফলে ব্রাজিলের পয়েন্ট দাঁড়ালো ২২। এখনো তারা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। যদিও এখনো একই রাউন্ডে কলম্বিয়া যদি পেরুকে হারাতে পারে, তাহলে ব্রাজিল পঞ্চম স্থানে নেমে যেতে পারে। অপরদিকে, ইকুয়েডর ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পিছনে।

ইউরোপের নামি ক্লাবগুলোর সফল কোচ কার্লো আনচেলত্তি প্রথমবারের মতো ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে মাঠে নামলেন। স্যুট-টাই পরে ডাগআউটে দাঁড়িয়ে গাম চিবানো, হাত নেড়ে ইশারায় খেলোয়াড়দের নির্দেশনা দেওয়া- সবই দেখা গেল এই অভিজ্ঞ কোচের মাঝে। তবে শেষ মুহূর্তে রেফারি যখন ব্রাজিলের একটি সম্ভাবনাময় আক্রমণ থামিয়ে ম্যাচের শেষ বাঁশি বাজান, তখন তীব্র প্রতিবাদ করতে দেখা যায় তাকে।

গুয়াকুইলের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই বেশ নিষ্প্রভ ছিল। ইকুয়েডর কিছুটা বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও, প্রথম বড় সুযোগ আসে ব্রাজিলের দিক থেকে। ২১ মিনিটে এস্তেভাও বল কাড়েন, রিচার্লিসনকে পাস দেন, সেখান থেকে বল আসে গার্সনের কাছে। গার্সন নিজে শট না নিয়ে বল বাড়ান ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশ্যে, যার শট ছিল দুর্বল।

৩০ মিনিটে আবার সুযোগ পান ব্রাজিল। ভিনিসিয়ুসের ডানদিক দিয়ে আক্রমণে ইকুয়েডরের রক্ষণভাগের ভুলে বল আসে ভ্যান্ডারসনের কাছে। কিন্তু তিনি শট না নিয়ে বল থামানোর চেষ্টা করেন এবং শেষমেশ বল হারান।

ইকুয়েডরের পক্ষ থেকে ৩৭ মিনিটে ইয়োবোয়ার দূরপাল্লার শটটি ব্রাজিল গোলরক্ষক আলিসন দুই দফায় রক্ষা করেন। এরপর আর কোনো বড় সুযোগ তৈরি হয়নি।

ব্রাজিল আগামী মঙ্গলবার (৬ জুন) সাও পাওলোতে নিজেদের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে ব্রাসিলিয়া সময় রাত ৯:৩০টায় (বাংলাদেশ সময় সকাল ৬:৩০টা)। অন্যদিকে, একই দিনে রাত ১০:৩০টায় ইকুয়েডর মুখোমুখি হবে পেরুর বিপক্ষে, লিমাতে।

এই নিষ্প্রভ ড্র অনেক প্রশ্নের জন্ম দিয়েছে আনচেলত্তির অভিষেক ম্যাচেই। সামনের ম্যাচে ঘরের মাঠে প্যারাগুয়ের বিরুদ্ধে কী জবাব দেয় ব্রাজিল, এখন সেটাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর লুট / ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারকে দুষলেন জামায়াত নেতা

ফ্যান চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

নতুন নাটকে আইনা আসিফ

বাংলাদেশ এখন অর্থনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত : আমির খসরু

সিলেটের পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

ডিজিটাল ডিভাইস থেকে চোখ সরছে না, হতে পারে বিপদ

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা কতটুকু?

আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ / বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তরুণদের মূল্যায়ন কতটা জরুরি? 

রেলপথ অবরোধে আটকা ৮টি ট্রেন, ভয়াবহ শিডিউল বিপর্যয়

পাকিস্তান সীমান্তে দুপক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

১০

জেসিকাকে ওরকার খেয়ে ফেলার দাবি ভুয়া, ভিডিওটি এআই নির্মিত

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১২

আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৩

অবশেষে প্রকাশ্যে এলো ‘দেবী চৌধুরানী’র টিজার

১৪

আড়তে মেলে ইলিশ, পাতে ওঠে না সবার

১৫

নির্বাচনের সময় উপদেষ্টা থাকবেন না আসিফ মাহমুদ

১৬

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

১৭

শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে, যান চলাচল বন্ধ

১৮

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবার খেলবেন স্কটল্যান্ডের হয়ে

১৯

কিশোরগঞ্জে ২ কলেজের নাম পরিবর্তন

২০
X