সৌদি প্রো লিগে নতুন মৌসুমে টানা দুই হার দিয়ে মৌসুম শুরু হয় আল নাসরের। তবে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জাদুর ছোঁয়ায় পাল্টে গেছে দৃশ্যপট। টানা তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ৬ গোল দিয়ে ৮৫০ গোলের মাইলফলক গড়েছেন সিআরসেভেন।
শনিবার (২ সেপ্টেম্বর) সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে স্বাগতিক আল হাজমকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। দলের পক্ষে চতুর্থ গোলটি করে ক্যারিয়ারে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৮৫০ গোলের অনন্য এক মাইলফলক স্পর্শ করেন রোনালদো।
বর্তমান ফুটবল খেলা খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসি কেবল রোনালদোর কাছে আছেন। আর্জেন্টাইন অধিনায়কের ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৮১৮। অর্থাৎ রোনালদোকে ছুঁতে এলএমটেনকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
সৌদি প্রো লিগের নতুন মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন রোনালদো। রোববার রাতে আল হাজমে বিপক্ষে একটি গোল ছাড়াও আরো দুটিতে সহায়তা করেন সিআরসেভেন। ম্যাচের ৬০ মিনিটের মাথায় বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ উইঙ্গার। আর এই গোল করে ক্যারিয়ারে ৮৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। আল নাসরের হয়ে এ নিয়ে ৩০ ম্যাচে ২৬তম গোলের দেখা পেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
মাইলফলক ছোঁয়া গোলের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তাও দিয়েছেন রোনালদো। সেখানে তিনি লিখেছেন, ‘আরও একটি দলীয় পারফরম্যান্স। আমরা উন্নতি করছি। এগিয়ে চলো আল নাসর।’ এরপরই মাইলফলক তিনি আরও লিখেছেন, ‘৮৫০তম ক্যারিয়ার গোল এবং আরও আসছে।’
রোনালদো-মানের আল নাসরের জয়ের রাতে বিধ্বস্ত হয়েছে ফিরমিনো-মাহরেজের আল আহলি। আল আহলিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল ফাতেহ। তবে রাতের আরেক ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছে স্টিভেন জেরার্ডের আল ইত্তিফাক। দলটির হয়ে জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার মুসা দেম্বেলে।
মন্তব্য করুন