আফগানিস্তানের বিপক্ষে আর্ন্তজাতিক প্রীতি ফুটবলে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজকের এই ম্যাচ দিয়ে আর্ন্তজাতিক অঙ্গনে পথচলা বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধে গোলশূন্য ড্র করেছে জামাল ভূঁইয়ারা।
রোববার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমার্ধে কোনো গোল ছাড়াই শেষ করেছে দুদল।
কিংস অ্যারেনায় ম্যাচের ৭ম মিনিটের সময় রাকিব ক্রস করলেও বলের নাগাল পাননি মোরসালিন। ১৬তম মিনিটে ফ্রি-কিক পেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক জামালের ফ্রিকিক থেকে বল পান মোরসালিন। তার প্রচেষ্টা অবশ্য রুখে দেন আফগান ডিফেন্ডার। ২৬তম মিনিটে ডি-বক্সের আফগান ওয়ালিজাদার জোরালো শট তারিক কাজী পা দিয়ে দিক পরিবর্তন করে দেন। প্রথমার্ধে কোনো দলই কাঙ্খিত গোল আদায় করতে পারেনি।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো (গোলকিপার), তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, জাঁমাল ভূইয়া, সোহেল রানা, সোহেল রানা, মোঃ হৃদয়,রাকিব হোসেন ও শেখ মোরসালিন।
মন্তব্য করুন