স্বাগতিক বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে নিজেদের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত রেখেছে। শনিবার (১৯ জুলাই) শ্রীলঙ্কাকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে তারা নিশ্চিত করেছে যে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে তারা।
আজকের ম্যাচে বাংলাদেশ দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপস্থাপন করে। প্রথম গোলটি আসে ২৫ মিনিটে, যখন কানন রানী বক্সের বাইরে থেকে এক ঝাঁকানো শটে গোল করেন। এরপর সুরমা জান্নাতের পোস্টে লেগে ফিরে আসা শট এবং ইনজুরি টাইমে পূজা দাসের গোলে প্রথমার্ধ ২-০ ব্যবধানে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে, বাংলাদেশ আরো আক্রমণাত্মক হয়ে উঠে এবং ৫৬ মিনিটে পূজা বিশ্বাসের গোলের পর, ৮৬ মিনিটে তৃষ্ণা রাণী আরও একটি গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। ম্যাচের শেষ মুহূর্তে আফিদা খন্দকার পেনাল্টি থেকে গোল করেন এবং বাংলাদেশ ৫-০ ব্যবধানে জয় লাভ করে।
এখন বাংলাদেশের নজর নেপালের বিপক্ষে পরবর্তী ম্যাচে। নেপাল আজ ৮-০ গোলের বিশাল ব্যবধানে ভুটানকে পরাজিত করেছে, ফলে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১২। বাংলাদেশের ১৫ পয়েন্ট রয়েছে এবং যদি তারা নেপালের বিরুদ্ধে ড্র করে, তাহলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে তারা, কারণ তারা ৬ ম্যাচ শেষে ১৬ পয়েন্টে পৌছাবে।
মন্তব্য করুন