স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০২:৩৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অরের দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে!

ব্যালন ডি’অর ট্রফি। ছবি : সংগৃহীত
ব্যালন ডি’অর ট্রফি। ছবি : সংগৃহীত

২০২৪-২৫ মৌসুম শেষে ব্যালন ডি’অর নিয়ে আলোচনা যখন চূড়ায়, তখন স্পষ্ট হয়ে উঠছে—সবকিছু ঠিকঠাক চললে এবারের বর্ষসেরা ফুটবলারের মুকুট উঠছে পিএসজির ওসমান ডেম্বেলের মাথায়। তবে প্রশ্নটা এখন আর ‘কে জিতবে?’ নয়, বরং ‘কার পাওয়া উচিত?’

এই প্রশ্নই উসকে দিয়েছে এক গভীর বিশ্লেষণ—অ্যাডজাস্টেড পরিসংখ্যান, ম্যাচের গুরুত্ব, ট্রফি, প্রভাব—সব মিলিয়ে চারজন ফুটবলারের নাম উঠে আসছে বারবার। তারা হলেন: ওসমান ডেম্বেলে, মোহাম্মদ সালাহ, রাফিনিয়া ও আশরাফ হাকিমি।

ট্রফির ঘরভর্তি ডেম্বেলে

ডেম্বেলের মৌসুম যেন এক পরিপূর্ণ রূপকথা।

  • লিগ ওয়ানে ২১ গোল, ৬ অ্যাসিস্ট
  • চ্যাম্পিয়নস লিগে ৮ গোল, ৬ অ্যাসিস্ট
  • পিএসজির ট্রেবল জয়ে সবচেয়ে বড় অবদান
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে কেন্দ্রীয় ফরোয়ার্ড হয়ে ভয়ংকর ফর্মে ছিলেন

তবে এখানেই শেষ নয়। ডেম্বেলে মাত্র ২,৯০০ মিনিট খেলেই যা করেছেন, অনেকে তা ৪,০০০ মিনিটেও করতে পারেননি। মাথাপিছু পারফরম্যান্সে তিনিই সেরা।

সালাহ, রাফিনিয়া ও হাকিমির পাল্টা যুক্তি

মোহাম্মদ সালাহ (লিভারপুল):

  • সর্বোচ্চ ৫৪ গোল+অ্যাসিস্ট
  • কঠিনতম লীগ প্রিমিয়ার লিগে, যেখানে ম্যাচজয়ের লড়াই প্রতি সপ্তাহে
  • লিভারপুলের আক্রমণভাগে একক নেতৃত্ব, গোলমুখে সর্বোচ্চ প্রভাব

রাফিনিয়া (বার্সেলোনা):

  • অ্যাডজাস্টেড পারফরম্যান্সে সবার উপরে
  • শুধুমাত্র আক্রমণ নয়, বার্সার হাই প্রেসিংয়েও প্রধান অবদান
  • ১৭ গোল ও ডান দিক থেকে ক্রমাগত ভয় তৈরি

আশরাফ হাকিমি (পিএসজি):

  • ডিফেন্ডার হিসেবে আক্রমণে এত প্রভাবশালী কেউই ছিলেন না
  • ডানদিকে ভয়ংকর রান, কাটব্যাক, সুযোগ তৈরি
  • পরিসংখ্যানে ডিফেন্ডারদের মধ্যে ৫০% বেশি অবদান তার

পরিসংখ্যান যা অন্যভাবে ভাবায়

ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার ‘টিম অফ দ্য মান্থ’-এ মৌসুমজুড়ে ডেম্বেলের নাম এসেছে মাত্র একবার! সেখানে

  • সালাহ: ৪৩ ভোট
  • ফন ডাইক: ৪২
  • হাকিমি: ২৬
  • ডেম্বেলে: ২৩

অর্থাৎ মিডিয়ার চোখে সালাহ ও ফন ডাইকের অবদান অনেক বেশি দৃশ্যমান।

ডেম্বেলের পক্ষে প্রধান যুক্তি

  • দলের সেরা সময়ের নায়ক ছিলেন ডেম্বেলে
  • গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দুর্দান্ত (লিভারপুল, ফাইনাল)
  • কম সময় খেলেও সর্বোচ্চ উৎপাদন
  • পিএসজি ইতিহাস গড়ে, আর তার কেন্দ্রে ডেম্বেলেই

লেখকের ব্যালন ডি’অর র‍্যাঙ্কিং:

ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনের চোখে ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে এগিয়ে :

  • ১) ওসমান ডেম্বেলে (পিএসজি)
  • ২) মোহাম্মদ সালাহ (লিভারপুল)
  • ৩) রাফিনিয়া (বার্সেলোনা)
  • ৪) আশরাফ হাকিমি (পিএসজি)
  • ৫) ভার্জিল ফন ডাইক (লিভারপুল)
  • ৬) লামিন ইয়ামাল (বার্সেলোনা)
  • ৭) রবার্ট লেভানডভস্কি (বার্সেলোনা)
  • ৮) হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
  • ৯) পেদ্রি (বার্সেলোনা)
  • ১০) জুলিয়ান আলভারেজ (অ্যাথলেটিকো মাদ্রিদ)

তাহলে কাকে দেওয়া উচিত?

যদি প্রশ্ন হয় ‘কে গত মৌসুমের সেরা খেলোয়াড়?’—তবে সালাহ বা রাফিনিয়া এগিয়ে। যদি প্রশ্ন হয় ‘কে দলকে জেতানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে?’—তবে ডেম্বেলে সবার আগে। আর যদি ভাবি, ‘ডান দিকের ফুলব্যাক হিসেবে কে একাই একটা উইং চালিয়েছেন?’—তবে হাকিমিই ব্যতিক্রম।

অর্থাৎ, ব্যালন ডি’অর পুরস্কারটি আপনি কীভাবে মূল্যায়ন করেন, সেটাই নির্ধারণ করবে আপনার ভোট।

ডেম্বেলে হয়তো জিতবেন, কিন্তু এই বছর ব্যালন ডি’অর ভোট দেওয়া সহজ হবে না। চারজনই আলাদা দৃষ্টিকোণে অনন্য। তবে একটি বিষয় নিশ্চিত—এই মৌসুমের ব্যালন ডি’অর লড়াই স্মরণীয় হয়ে থাকবে ফুটবল ইতিহাসে।

আপনি হলে কার নাম লিখতেন ব্যালন ডি’অর ব্যালটে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ সেরা ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার

‘গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমিসহ কয়েকজনের’

আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

রিউমর স্ক্যানার / পুরোনো ভিডিওকে গোপালগঞ্জের বলে প্রচার করলেন জয়

এনসিপির সমাবেশে হামলার নিন্দা / দুষ্কৃতিকারীরা দেশকে আবারও অস্থিতিশীল করতে চায় : সমমনা জোট

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় হেফাজতের বিবৃতি

একযোগে গণঅধিকার পরিষদের ১২ নেতার পদত্যাগ

‘একাত্তরের পরাজিত শক্তির ওপর ভর করে ভুল পথে হাঁটছেন’

ফ্যাসিবাদ রুখতে সরকারকে কঠোর হতে হবে: ইউট্যাব

১০

সাতক্ষীরায় ‘জুলাই শহীদ দিবস’ কর্মসূচিতে আমন্ত্রণ পাননি সংগঠকরা

১১

মাছের প্রজেক্টে দফায় দফায় হামলা, ৫ কোটি টাকা ক্ষতি দাবি

১২

এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার

১৩

সারা দেশে জামায়াতের কর্মসূচি ঘোষণা

১৪

জুলাই শহীদ দিবসে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা সভা

১৫

রাজবাড়ীতে একই দিনে দুই দলের কর্মসূচি, অস্থিরতার শঙ্কা

১৬

একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : টিটু

১৭

রক্তের গ্রুপ অনুযায়ী কোন খাবার খাবেন, দেখে নিন

১৮

সিরিজ জয়ের পর যা বললেন লিটন

১৯

ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি

২০
X