২০২৪-২৫ মৌসুম শেষে ব্যালন ডি’অর নিয়ে আলোচনা যখন চূড়ায়, তখন স্পষ্ট হয়ে উঠছে—সবকিছু ঠিকঠাক চললে এবারের বর্ষসেরা ফুটবলারের মুকুট উঠছে পিএসজির ওসমান ডেম্বেলের মাথায়। তবে প্রশ্নটা এখন আর ‘কে জিতবে?’ নয়, বরং ‘কার পাওয়া উচিত?’
এই প্রশ্নই উসকে দিয়েছে এক গভীর বিশ্লেষণ—অ্যাডজাস্টেড পরিসংখ্যান, ম্যাচের গুরুত্ব, ট্রফি, প্রভাব—সব মিলিয়ে চারজন ফুটবলারের নাম উঠে আসছে বারবার। তারা হলেন: ওসমান ডেম্বেলে, মোহাম্মদ সালাহ, রাফিনিয়া ও আশরাফ হাকিমি।
ট্রফির ঘরভর্তি ডেম্বেলে
ডেম্বেলের মৌসুম যেন এক পরিপূর্ণ রূপকথা।
তবে এখানেই শেষ নয়। ডেম্বেলে মাত্র ২,৯০০ মিনিট খেলেই যা করেছেন, অনেকে তা ৪,০০০ মিনিটেও করতে পারেননি। মাথাপিছু পারফরম্যান্সে তিনিই সেরা।
সালাহ, রাফিনিয়া ও হাকিমির পাল্টা যুক্তি
মোহাম্মদ সালাহ (লিভারপুল):
রাফিনিয়া (বার্সেলোনা):
আশরাফ হাকিমি (পিএসজি):
পরিসংখ্যান যা অন্যভাবে ভাবায়
ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার ‘টিম অফ দ্য মান্থ’-এ মৌসুমজুড়ে ডেম্বেলের নাম এসেছে মাত্র একবার! সেখানে
অর্থাৎ মিডিয়ার চোখে সালাহ ও ফন ডাইকের অবদান অনেক বেশি দৃশ্যমান।
ডেম্বেলের পক্ষে প্রধান যুক্তি
লেখকের ব্যালন ডি’অর র্যাঙ্কিং:
ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনের চোখে ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে এগিয়ে :
তাহলে কাকে দেওয়া উচিত?
যদি প্রশ্ন হয় ‘কে গত মৌসুমের সেরা খেলোয়াড়?’—তবে সালাহ বা রাফিনিয়া এগিয়ে। যদি প্রশ্ন হয় ‘কে দলকে জেতানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে?’—তবে ডেম্বেলে সবার আগে। আর যদি ভাবি, ‘ডান দিকের ফুলব্যাক হিসেবে কে একাই একটা উইং চালিয়েছেন?’—তবে হাকিমিই ব্যতিক্রম।
অর্থাৎ, ব্যালন ডি’অর পুরস্কারটি আপনি কীভাবে মূল্যায়ন করেন, সেটাই নির্ধারণ করবে আপনার ভোট।
ডেম্বেলে হয়তো জিতবেন, কিন্তু এই বছর ব্যালন ডি’অর ভোট দেওয়া সহজ হবে না। চারজনই আলাদা দৃষ্টিকোণে অনন্য। তবে একটি বিষয় নিশ্চিত—এই মৌসুমের ব্যালন ডি’অর লড়াই স্মরণীয় হয়ে থাকবে ফুটবল ইতিহাসে।
আপনি হলে কার নাম লিখতেন ব্যালন ডি’অর ব্যালটে?
মন্তব্য করুন