প্যারিস সেইন্ট–জার্মেইর (পিএসজি) মরক্কোর তারকা আশরাফ হাকিমি এক মৌসুমে রেকর্ড ভাঙা পারফরম্যান্সের পর দৃঢ়ভাবে বলেছেন, “এরকম ঐতিহাসিক মৌসুম কাটানোর পর ব্যালন ডি’অর জেত আমার প্রাপ্য।”
ফরাসি গণমাধ্যম কানাল+–কে দেওয়া সাক্ষাৎকারে পিএসজি’র ভাইস–ক্যাপ্টেন হাকিমি বলেন, “মানুষ যখন আমাকে ব্যালন ডি’অরের আলোচনায় রাখে, এটা স্বপ্নের মতো লাগে। আগে কখনো ভাবিনি। কিন্তু এমন একটি মৌসুমের পর আমি মনে করি, এর দাবিদার আমিও।”
২৬ বছর বয়সী এই রাইটব্যাক ২০২৪–২৫ মৌসুমে ৫৫ ম্যাচে করেছেন ২৭টি গোল অবদান—১১ গোল ও ১৬ অ্যাসিস্ট, যা ইউরোপিয়ান ফুটবলে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড। তিনি ভেঙেছেন দানি আলভেসের পুরনো রেকর্ডও। শুধু তাই নয়, হাকিমি ইতিহাস গড়েছেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার–ফাইনাল, সেমি–ফাইনাল এবং ফাইনাল—তিন পর্বেই গোল করা প্রথম ডিফেন্ডার হিসেবে।
পিএসজি এবার লিগ ওয়ান, ফ্রান্স কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ট্রফি দে শঁপিয়ন—সবকটি শিরোপা জিতেছে, আর এই সবকটির সাফল্যে বড় ভূমিকা ছিল হাকিমির। তিনি বলেন, ‘মানুষ ভাবে আমি হয়তো ফরোয়ার্ড বা মিডফিল্ডার, কিন্তু না—আমি ব্যাক–ফোরে খেলি, যেখানে রক্ষণ সামলানোই প্রথম দায়িত্ব। এই পরিসংখ্যান কোনো ‘স্বাভাবিক’ ডিফেন্ডারের নয়। যদি একজন ডিফেন্ডার এমন কিছু করতে পারে, তবে সে ফরোয়ার্ডের চেয়ে বেশি ব্যালন ডি’অরের দাবিদার।’
আগামী মৌসুম নিয়ে হাকিমির লক্ষ্য স্পষ্ট—চ্যাম্পিয়নস লিগে শিরোপা ধরে রাখা। প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি দেখছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে।
শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিক বিশ্রামের ওপরও জোর দিয়েছেন তিনি, ‘এ মৌসুমও হবে দীর্ঘ। মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতির চেয়ে বেশি জরুরি। ভাগ্য ভালো, পিএসজি’তে আমার চারপাশে এমন এক টিম আছে যারা সবসময় আমাকে সেরা রাখতে কাজ করে।’
লিগ ওয়ানের সেরা আফ্রিকান খেলোয়াড় হিসেবে মর্যাদাপূর্ণ ‘প্রি মারক–ভিভিয়েন ফো’ পুরস্কার জেতা হাকিমি এবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন জুড বেলিংহাম, ওসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল ও মোহাম্মদ সালাহর সঙ্গে।
এমন রেকর্ড ভাঙা মৌসুম শেষে প্রশ্নটা এখন একটাই—হাকিমির হাতেই কি উঠবে ২০২৫ ব্যালন ডি’অর?
মন্তব্য করুন