স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার পিএসজির কাছে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি এমবাপ্পের

কিলিয়ান এমবাপ্পে।  ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও কিলিয়ান এমবাপ্পের দীর্ঘদিনের দ্বন্দ্ব এবার নতুন মাত্রা পেল। দুপক্ষই এখন একে অন্যের কাছে দাবি করছে আকাশছোঁয়া অঙ্কের ক্ষতিপূরণ—যা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আইনি ঝামেলাগুলোর একটি হয়ে দাঁড়াচ্ছে।

এমবাপ্পে অভিযোগ করছেন, তার চুক্তি পুনঃশ্রেণিবদ্ধ হওয়া উচিত ছিল স্থায়ী চুক্তি হিসেবে। সেই যুক্তিতে তিনি এখন দাবি করছেন ২৬০ মিলিয়ন ইউরো (প্রায় ৩০১ মিলিয়ন ডলার)—বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৭২০ কোটি টাকা (১ ডলার = ১২৪ টাকা)।

এর আওতায় থাকছে অবৈতনিক বেতন, বোনাস, সেভারেন্স, অন্যায়ভাবে বরখাস্তের ক্ষতিপূরণ এবং মানসিক নিপীড়নের অভিযোগ।

এর আগে তিনি দাবি করেছিলেন প্রায় ৫৫ মিলিয়ন ইউরো বকেয়া বেতন, যা তুলনায় অনেক কম।

ফরাসি জায়ান্ট ক্লাবটি আবার এমবাপ্পের বিরুদ্ধে দাবি করছে আরও বড় অঙ্কের ক্ষতিপূরণ—৪৪০ মিলিয়ন ইউরো (৫১০ মিলিয়ন ডলার), যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ হাজার ২৪০ কোটি।

এর মধ্যে রয়েছে—

  • ফ্রি ট্রান্সফারে চলে যাওয়ায় ট্রান্সফার ফি হারানোর ক্ষতি
  • আল হিলালের ৩০০ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করায়
  • চুক্তি ভঙ্গ, অসৎ আচরণ
  • ক্লাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা

পিএসজির ভাষ্য, এমবাপ্পে প্রায় ১১ মাস ধরে তার চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত গোপন রেখেছিলেন, ফলে ক্লাব ট্রান্সফারের সুযোগ পায়নি। তারা আরও দাবি করে, ২০২৩ সালের শেষ দিকে করা বেতন কমানোর চুক্তিও পরে এমবাপ্পে অস্বীকার করেছেন।

এদিকে এমবাপ্পের আইনজীবীরা বলেছেন—‘আইন যা অনুমতি দেয়, এমবাপ্পে শুধু সেটাই চাইছেন। একজন কর্মীর মতো তার অধিকার প্রয়োগ করতে চান।’

তারা পিএসজির কথিত ‘লফটিং’ অর্থাৎ মূল দলে থেকে বিচ্ছিন্ন রাখাকে নৈতিক হয়রানি হিসেবে তুলে ধরেছেন।

২০২৩-২৪ মৌসুমের শুরুর আগে চুক্তি বাড়াতে না চাওয়ার কারণে এমবাপ্পেকে প্রাক-মৌসুম প্রস্তুতি থেকে বাদ দেওয়া হয়। পরে আলোচনা হলে তিনি দলে ফেরেন। তবু সম্পর্ক আর আগের মতো হয়নি।

২০২৪ সালের গ্রীষ্মে তিনি ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন। সাত বছরে ক্লাবটির হয়ে ২৫৬ গোল করার পরও তার বিদায় ছিল অশান্ত।

এই হাইপ্রোফাইল মামলা এখন ফরাসি আদালতে। চূড়ান্ত রায় আসতে পারে আগামী মাসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

আকর্ষণীয় দাড়ি চাইলে প্রয়োজন বাড়তি যত্নের, রইল টিপস

নির্বাচন কবে, জার্মানির রাষ্ট্রদূতকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে মোট ভোটারের চূড়ান্ত সংখ্যা প্রকাশ

রাতে বিদেশযাত্রার অনুমতি চাইলেন স্বামী, সকালে না ফেরার দেশে

পুলিশের সামনে ছাত্রলীগের মিছিল, এসআই ক্লোজড

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেতা

পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে, সেনাবাহিনী কেন লক্ষ্যবস্তু?

‘শেখ হাসিনার ফাঁসি কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে’

‘ছেলের কথা শুনতে পারলে কলিজাটায় শান্তি লাগতো’

১০

প্রচণ্ড মাথাব্যথা? দূর করবেন যেভাবে

১১

প্রযোজকের কু-প্রস্তাবের শিকার পায়েল

১২

যুবদল নেতা কিবরিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি আমিনুলের

১৩

চবির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / বিশ্ববিদ্যালয় দিবসে চালু ছিল ক্লাস-পরীক্ষা, হয়নি আলাদা আয়োজন 

১৪

আদালতের নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

১৫

পারিবারিক কলহ, স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

১৬

স্ত্রীসহ মহীউদ্দীন খান আলমগীরেরর ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ 

১৭

খুলনা শিশু হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ

১৮

অক্টোবর মাসে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, আহত ৫৮৯ 

১৯

হবিগঞ্জ হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি

২০
X