২০২৬ বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি তিন বছর। তবে এখনই শুরু হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। ইতিমধ্যেই শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রথম ম্যাচ খেলে ফেলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এক দিন পর শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টায় খেলতে নামছে ব্রাজিল। এ ম্যাচের আগে দেখে নেওয়া যাক, মুখোমুখি পরিসংখ্যানে দুদলের মধ্যে এগিয়ে কারা।
ব্রাজিল ও বলিভিয়া সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল ১৯৩০ সালে। প্রথম দেখায় তো বটেই, প্রথম ৬টি ম্যাচেই টানা জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯৬৩ সালে প্রথম জয়ের মুখ দেখে বলিভিয়া।
দুদল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩২ ম্যাচে। যেখানে জয়ের পাল্লা হেলে ব্রাজিলের দিকে। নেইমারদের ২৩ জয়ের বিপরীতে বলিভিয়ার জয় মাত্র ৫ ম্যাচে। ৪টি ম্যাচ ড্র হয়।
মুখোমুখি দেখায় দুদলের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি সেলেসাওদের। ১৯৭৭ সালে ৮-০ ব্যবধানে জিতেছিল তারা। এর আগে ১৯৫৩ সালে বলিভিয়াকে ৮-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। বলিভিয়ার সবচেয়ে বড় ব্যবধানে জয়টি ৩-১ ব্যবধানে।
সার্বিক পরিসংখ্যান ব্রাজিলকে স্বস্তি দিলেও সবশেষ দুই ম্যাচ থেকে আত্মবিশ্বাস পেতে পারে বলিভিয়া। সবশেষ দুই ম্যাচেই যে ব্রাজিলের সঙ্গে ড্র করতে সক্ষম হয় তারা। দুটি ম্যাচই ড্র হয় গোলশূন্যভাবে।
মন্তব্য করুন