ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে যোগ হলো নতুন অধ্যায়। মনুমেন্টাল স্টেডিয়ামে শেষবারের মতো আনুষ্ঠানিক ম্যাচে নেমে মেসি উপহার দেন জোড়া গোল। মেসির জোড়া গোল ও লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা জিতেছে ৩-০ ব্যবধানে।
বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে একঝলক মাঠে দেখতে সব সময়ই মুখিয়ে থাকেন আর্জেন্টিনার সমর্থকরা। দেশের হয়ে তার প্রতিটি ম্যাচ মানেই যেন উৎসবের আমেজ। ২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসির জনপ্রিয়তা আরও বেড়েছে কয়েকগুণ। তার পায়ের জাদু উপভোগ করতে স্টেডিয়ামে হাজির হন হাজারো দর্শক, আর টিভি পর্দার সামনে চোখ রেখে বসে থাকেন কোটি ভক্ত।
আর্জেন্টিনার সমর্থকদের জন্য দুঃসংবাদ এই যে, বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে মেসির খেলা উপভোগ করার সুযোগ হচ্ছে না তাদের। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে তারকা এই ফুটবলার নিজেই জানিয়েছেন ইকুয়েডরের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবেন না তিনি।
মেসি জানান, কোচের সঙ্গে আলাপ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলেন, ‘আমি স্কালোনির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তে সহায়তা করেছেন। আমি সম্প্রতি ইনজুরি কাটিয়ে উঠেছি। আমরা ঠিক করেছি আরেকটা ম্যাচ খেলে ভ্রমণ না করে আমি বিশ্রাম নিই এবং সামনের গুরুত্বপূর্ণ সময়ের জন্য নিজেকে প্রস্তুত করি ‘
তিনি আরও বলেন, ‘ইনজুরির কারণে আমি ১৫ দিন বাইরে ছিলাম। সামনে একটা বড় সময় আসছে, আমি আশা করি ভালোভাবে মৌসুম শেষ করতে পারর এবং প্রাক-মৌসুম ভালোভাবে শুরু করব।’
মন্তব্য করুন