রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর পক্ষে কি আসলেই হাজার গোল করা সম্ভব?

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

৪০ বছর বয়সেও পর্তুগালের গোলমেশিন ও বিশ্ব ফুটবলের অন্যতম বড় কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো যেন থামার নামই জানেন না। ৬ সেপ্টেম্বর ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড় করিয়েছেন ৯৪২-এ। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি আগেই হয়েছিলেন, তবে এখন সামনে আরেকটি অবিশ্বাস্য মাইলফলক—হাজার গোলের স্বপ্ন।

আর কত লাগবে?

হাজার গোল ছুঁতে রোনালদোর দরকার আর মাত্র ৫৮ গোল। প্রথম দেখায় সংখ্যা হয়তো বড় মনে হতে পারে, কিন্তু রোনালদোর সাম্প্রতিক ফর্ম বলছে, এটি অসম্ভব নয়। গত মৌসুমে (২০২৪/২৫) তিনি করেছেন ৪৩ গোল। চলতি মৌসুমে (২০২৫/২৬) সেপ্টেম্বর পর্যন্তই গোল করেছেন ৫টি।

অর্থাৎ প্রতি মৌসুমে যদি গড়ে ২৫–৩০ গোল করেও যান, তবে আগামী ২ থেকে ৩ মৌসুমের মধ্যেই হাজার গোল স্পর্শ করা সম্ভব। তবে এক্ষেত্রে বড় প্রশ্ন থেকে যাচ্ছে বয়সের।

বয়স বনাম ফিটনেস

রোনালদোর বয়স এখন ৪০ বছর ৭ মাস। সাধারণত এই বয়সের অনেক আগেই ফুটবলাররা ‍বুটজোড়া তুলে রাখেন, তবে রোনালদো ব্যতিক্রম। নিখুঁত ফিটনেস, কঠোর ডায়েট এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তাকে এখনও প্রতিযোগিতামূলক রাখছে। সৌদি প্রো লিগের তুলনামূলক সহজ প্রতিপক্ষও তার গোলসংখ্যা বাড়াতে বাড়তি সহায়তা করছে।

রোনালদোর আল-নাসরের সঙ্গে বর্তমান চুক্তি আছে ২০২৭ সালের জুন পর্যন্ত। অর্থাৎ অন্তত আরও দুই মৌসুম তিনি সৌদি ক্লাবে খেলবেন নিশ্চিত। এই সময়ে গড়ে ২৫–৩০ গোল করলেই মাইলফলক হাতের নাগালে চলে আসবে। আর যদি প্রয়োজন হয়, সামান্য চুক্তি বাড়ালেই তার সামনে খুলে যাবে নতুন ইতিহাসের দরজা।

পেলের নামের পাশে প্রায়ই হাজার গোলের দাবি শোনা যায়, কিন্তু সেখানে অনানুষ্ঠানিক ও প্রীতি ম্যাচও ধরা হয়েছে। রোনালদো সেই বিতর্কে যাচ্ছেন না—তার সব গোলই অফিশিয়াল ম্যাচের পরিসংখ্যান। ফলে তিনি যদি হাজার গোলের কীর্তি গড়েন, সেটিই হবে ফুটবল ইতিহাসে প্রথম সত্যিকারের হাজার গোল।

রোনালদোর সামনে এখন আর মাত্র একটিই চ্যালেঞ্জ—সময় ও ধৈর্য। বয়স যতই বাড়ুক, ফিটনেস ও গোল করার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তিনি রচনা করতে পারেন ফুটবলের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায়। হাজার গোলের মাইলফলক কি তবে রোনালদোর নামেই লেখা থাকবে? এই প্রশ্নের উত্তর দিবে সময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশবাহী অ্যাম্বুলেন্স পড়ে গেল খালে

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে : চরমোনাই পীর

পুত্রশোক সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

সিলেটে ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত

প্রবাসী খুনের ঘটনায় পুলিশ হেফাজতে দুই নারী-পুরুষ

সংস্কারের এক বছরেই ভেঙে গেছে সড়ক

রাকসু নির্বাচনে ৯২৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

হবিগঞ্জে কূপে গ্যাসের সন্ধান, ১০ বছরে মিলবে ৪৭০০ কোটি টাকার গ্যাস

বাড়ি ছাড়ার কারণ জানালেন ক্রিকেটার নাসুমের বাবা

১০

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক নিখোঁজ

১১

জাপানের কাছে ভরাডুবির পর পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ

১২

চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?

১৩

জাপার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ

১৪

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, হাজার জনের বিরুদ্ধে মামলা

১৫

এশিয়া কাপের জন্য ভারতের জার্সি উন্মোচন

১৬

রাকসুতে নির্বাচন করবেন জুলাইয়ে চোখ হারানো দ্বীপ মাহবুব

১৭

ময়মনসিংহে জাপা নেতা গ্রেপ্তার

১৮

ঢাবির ৫ ছাত্রী হলে ছাত্রশিবির প্যানেলের প্রজেকশন মিটিং

১৯

তুরস্কে ৪.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

২০
X