শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর পক্ষে কি আসলেই হাজার গোল করা সম্ভব?

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

৪০ বছর বয়সেও পর্তুগালের গোলমেশিন ও বিশ্ব ফুটবলের অন্যতম বড় কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো যেন থামার নামই জানেন না। ৬ সেপ্টেম্বর ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড় করিয়েছেন ৯৪২-এ। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি আগেই হয়েছিলেন, তবে এখন সামনে আরেকটি অবিশ্বাস্য মাইলফলক—হাজার গোলের স্বপ্ন।

আর কত লাগবে?

হাজার গোল ছুঁতে রোনালদোর দরকার আর মাত্র ৫৮ গোল। প্রথম দেখায় সংখ্যা হয়তো বড় মনে হতে পারে, কিন্তু রোনালদোর সাম্প্রতিক ফর্ম বলছে, এটি অসম্ভব নয়। গত মৌসুমে (২০২৪/২৫) তিনি করেছেন ৪৩ গোল। চলতি মৌসুমে (২০২৫/২৬) সেপ্টেম্বর পর্যন্তই গোল করেছেন ৫টি।

অর্থাৎ প্রতি মৌসুমে যদি গড়ে ২৫–৩০ গোল করেও যান, তবে আগামী ২ থেকে ৩ মৌসুমের মধ্যেই হাজার গোল স্পর্শ করা সম্ভব। তবে এক্ষেত্রে বড় প্রশ্ন থেকে যাচ্ছে বয়সের।

বয়স বনাম ফিটনেস

রোনালদোর বয়স এখন ৪০ বছর ৭ মাস। সাধারণত এই বয়সের অনেক আগেই ফুটবলাররা ‍বুটজোড়া তুলে রাখেন, তবে রোনালদো ব্যতিক্রম। নিখুঁত ফিটনেস, কঠোর ডায়েট এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তাকে এখনও প্রতিযোগিতামূলক রাখছে। সৌদি প্রো লিগের তুলনামূলক সহজ প্রতিপক্ষও তার গোলসংখ্যা বাড়াতে বাড়তি সহায়তা করছে।

রোনালদোর আল-নাসরের সঙ্গে বর্তমান চুক্তি আছে ২০২৭ সালের জুন পর্যন্ত। অর্থাৎ অন্তত আরও দুই মৌসুম তিনি সৌদি ক্লাবে খেলবেন নিশ্চিত। এই সময়ে গড়ে ২৫–৩০ গোল করলেই মাইলফলক হাতের নাগালে চলে আসবে। আর যদি প্রয়োজন হয়, সামান্য চুক্তি বাড়ালেই তার সামনে খুলে যাবে নতুন ইতিহাসের দরজা।

পেলের নামের পাশে প্রায়ই হাজার গোলের দাবি শোনা যায়, কিন্তু সেখানে অনানুষ্ঠানিক ও প্রীতি ম্যাচও ধরা হয়েছে। রোনালদো সেই বিতর্কে যাচ্ছেন না—তার সব গোলই অফিশিয়াল ম্যাচের পরিসংখ্যান। ফলে তিনি যদি হাজার গোলের কীর্তি গড়েন, সেটিই হবে ফুটবল ইতিহাসে প্রথম সত্যিকারের হাজার গোল।

রোনালদোর সামনে এখন আর মাত্র একটিই চ্যালেঞ্জ—সময় ও ধৈর্য। বয়স যতই বাড়ুক, ফিটনেস ও গোল করার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তিনি রচনা করতে পারেন ফুটবলের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায়। হাজার গোলের মাইলফলক কি তবে রোনালদোর নামেই লেখা থাকবে? এই প্রশ্নের উত্তর দিবে সময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

১০

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১১

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১২

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১৩

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৪

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৫

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৬

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৭

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৮

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৯

এই আলো কি সেই মেয়েটিই

২০
X