স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর পক্ষে কি আসলেই হাজার গোল করা সম্ভব?

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

৪০ বছর বয়সেও পর্তুগালের গোলমেশিন ও বিশ্ব ফুটবলের অন্যতম বড় কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো যেন থামার নামই জানেন না। ৬ সেপ্টেম্বর ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড় করিয়েছেন ৯৪২-এ। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি আগেই হয়েছিলেন, তবে এখন সামনে আরেকটি অবিশ্বাস্য মাইলফলক—হাজার গোলের স্বপ্ন।

আর কত লাগবে?

হাজার গোল ছুঁতে রোনালদোর দরকার আর মাত্র ৫৮ গোল। প্রথম দেখায় সংখ্যা হয়তো বড় মনে হতে পারে, কিন্তু রোনালদোর সাম্প্রতিক ফর্ম বলছে, এটি অসম্ভব নয়। গত মৌসুমে (২০২৪/২৫) তিনি করেছেন ৪৩ গোল। চলতি মৌসুমে (২০২৫/২৬) সেপ্টেম্বর পর্যন্তই গোল করেছেন ৫টি।

অর্থাৎ প্রতি মৌসুমে যদি গড়ে ২৫–৩০ গোল করেও যান, তবে আগামী ২ থেকে ৩ মৌসুমের মধ্যেই হাজার গোল স্পর্শ করা সম্ভব। তবে এক্ষেত্রে বড় প্রশ্ন থেকে যাচ্ছে বয়সের।

বয়স বনাম ফিটনেস

রোনালদোর বয়স এখন ৪০ বছর ৭ মাস। সাধারণত এই বয়সের অনেক আগেই ফুটবলাররা ‍বুটজোড়া তুলে রাখেন, তবে রোনালদো ব্যতিক্রম। নিখুঁত ফিটনেস, কঠোর ডায়েট এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তাকে এখনও প্রতিযোগিতামূলক রাখছে। সৌদি প্রো লিগের তুলনামূলক সহজ প্রতিপক্ষও তার গোলসংখ্যা বাড়াতে বাড়তি সহায়তা করছে।

রোনালদোর আল-নাসরের সঙ্গে বর্তমান চুক্তি আছে ২০২৭ সালের জুন পর্যন্ত। অর্থাৎ অন্তত আরও দুই মৌসুম তিনি সৌদি ক্লাবে খেলবেন নিশ্চিত। এই সময়ে গড়ে ২৫–৩০ গোল করলেই মাইলফলক হাতের নাগালে চলে আসবে। আর যদি প্রয়োজন হয়, সামান্য চুক্তি বাড়ালেই তার সামনে খুলে যাবে নতুন ইতিহাসের দরজা।

পেলের নামের পাশে প্রায়ই হাজার গোলের দাবি শোনা যায়, কিন্তু সেখানে অনানুষ্ঠানিক ও প্রীতি ম্যাচও ধরা হয়েছে। রোনালদো সেই বিতর্কে যাচ্ছেন না—তার সব গোলই অফিশিয়াল ম্যাচের পরিসংখ্যান। ফলে তিনি যদি হাজার গোলের কীর্তি গড়েন, সেটিই হবে ফুটবল ইতিহাসে প্রথম সত্যিকারের হাজার গোল।

রোনালদোর সামনে এখন আর মাত্র একটিই চ্যালেঞ্জ—সময় ও ধৈর্য। বয়স যতই বাড়ুক, ফিটনেস ও গোল করার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তিনি রচনা করতে পারেন ফুটবলের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায়। হাজার গোলের মাইলফলক কি তবে রোনালদোর নামেই লেখা থাকবে? এই প্রশ্নের উত্তর দিবে সময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল সাগর, শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’

আ.লীগের অর্থপাচারের মাশুল জনগণকে দিতে হচ্ছে : রাশেদ প্রধান 

দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

বিএনপি ক্ষমতায় গেলে যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা করা হবে : মুরাদ

টাঙ্গাইলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফরহাদ ইকবালের সমর্থনে রিকশা র‌্যালি

খড়ের মাঠ দখল নিয়ে ২ বাহিনীর গোলাগুলি, নিহত ২

বেসিসের সহায়ক কমিটি গঠন

বৃহত্তর সুন্নী জোটের জরুরি সভা অনুষ্ঠিত, যা বললেন জোটের নেতারা

সরকারি অর্থে বিদেশ ভ্রমণসহ যেসব ব্যয় বন্ধ থাকবে

ঝটিকা মিছিল : আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১০

এআইইউবিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

১১

বগুড়ায় আজিজুল হক কলেজের লেক পরিষ্কার করল ছাত্রদল

১২

ইনানী নয়, কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবে জাহাজ

১৩

৮ দিন ধরে মুক্তা পানির উৎপাদন বন্ধ, আন্দোলনে প্রতিবন্ধী শ্রমিকরা

১৪

মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় মোন্থা, বাংলাদেশেও পড়বে প্রভাব

১৫

ভারতের মহড়া, আকাশসীমা বন্ধ ঘোষণা করল পাকিস্তান

১৬

জামায়াতের আন্দোলন মানেই শান্তি ও সুশৃঙ্খল : মাওলানা বিল্লাল

১৭

শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করল পুলিশ

১৮

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর

১৯

এল ক্লাসিকোয় আগুন জ্বেলে এখন সমালোচনার মুখে ইয়ামাল

২০
X