স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গোলের সহজ সুযোগ মিস করে পিচকে দুষলেন নেইমার

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সান্তোস অধ্যায় এখনো প্রত্যাশা পূরণ করতে পারেনি। সৌদি আরব ছেড়ে ভিলা বেলমিরোতে ফেরার পর থেকে তিনি দলের ত্রাতা হয়ে উঠতে পারছেন না। বরং অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচে দুইটি অবিশ্বাস্য সুযোগ নষ্ট করে সমালোচনার শিকার হলেন। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়লেও সান্তোস রয়ে গেছে অবনমনের শঙ্কায়—২২ ম্যাচে মাত্র ২৩ পয়েন্ট তাদের সংগ্রহ।

ম্যাচের শুরুতেই নেইমারের পা যেন থমকে গেল। মাত্র ছয় মিনিটে বক্সের ভেতর বল পেয়ে গেলেন ফাঁকায়, কিন্তু শটটি গেল সরাসরি গোলরক্ষক এভারসনের হাতে। বিরতির ঠিক আগে আবারও সোনালী সুযোগ মিস করেন তিনি। লাউতারো দিয়াজ দুর্দান্ত পাস সাজালেও নেইমার ছয় গজ বক্সের ভেতর বল ঠিকমতো পায়ে লাগাতে পারলেন না, বল গড়িয়ে চলে গেল তাঁর পায়ের ফাঁক দিয়ে।

দ্বিতীয়ার্ধে ইগর গোমেস গোল করে মিনেইরোকে এগিয়ে দেন। তবে ম্যাচের শেষদিকে টিকিনহো সয়ারেসের পেনাল্টিতে সমতা ফেরায় সান্তোস। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করে নেওয়াও তাদের অবস্থার তেমন উন্নতি করতে পারেনি।

ম্যাচ শেষে নেইমার ক্ষোভ উগরে দেন মাঠের মান নিয়ে। আগে তিনি বলেছিলেন সিনথেটিক টার্ফে খেলতে চান না, পরে সিদ্ধান্ত পাল্টালেও এখন আবার সমালোচনায় সরব। ইনস্টাগ্রামে লেখেন, ‘প্রমাণিত, সিনথেটিক টার্ফ আসলেই বাজে!’ সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি।

এদিকে ইউরোপে বসে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন। ‘তাকে ১০০% ফিট থাকতে হবে, ৮০% নয়। প্রতিভা যথেষ্ট নয়, জাতীয় দলে সেরাদের পাশাপাশি ফিটনেসও জরুরি। নেইমার নিঃসন্দেহে ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়, তবে ফিটনেস ছাড়া তাকে বিশ্বকাপে নেওয়া সম্ভব নয়,’ বলেন অভিজ্ঞ ইতালীয় কোচ।

সাম্প্রতিক সময়ে চিলি ও বলিভিয়ার বিপক্ষে দলে না থাকায় নেইমার নিজেও বলেছেন, ‘এটা কোচের সিদ্ধান্ত। আমার শারীরিক অবস্থা নিয়ে কিছু নয়। আমি বাদ, তাই এখন জাতীয় দলকে সমর্থন করব।’

আনচেলত্তি অবশ্য তাড়াহুড়ো করছেন না, জানালেন, ‘তার লক্ষ্য হওয়া উচিত আগামী জুনে পুরোপুরি প্রস্তুত হওয়া। অক্টোবর, নভেম্বর কিংবা মার্চে না খেললেও সমস্যা নেই।’

নেইমারের প্রতিভা অস্বীকারের সুযোগ নেই। তবে সুযোগ হাতছাড়া আর সিনথেটিক টার্ফে ক্ষোভ—এসবই এখন ভিলা বেলমিরোতে তার প্রত্যাবর্তনকে ঘিরে হতাশা বাড়িয়ে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তরঙ্গ দৃশ্যে বাধ্য হয়ে কেঁদেছিলেন এই অভিনেত্রী

শোকজের প্রতিক্রিয়ায় যা জানালেন সিলেটের ডিসি সারওয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ

নতুন বেতন কাঠামোতে যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে

জকসু ও বৃত্তি আদায়ে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিবিরের

প্রাক্তনকে স্বপ্ন দেখছেন? কারণ কী

কুবিতে নতুন ১৮ বিভাগ চালুর সুপারিশ

ইয়ুথ ভলানটিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাকসু প্রার্থী দ্বীপ

চট্টগ্রামে সড়কে ঝরল ৪ তাজা প্রাণ

গয়নার লোভে বিয়ে করতে চাইতাম : সুদীপা চ্যাটার্জি

১০

আলোচিত এসপি সফিউল্লার ভাইয়ের মৃত্যু নিয়ে গুঞ্জন

১১

কাতার হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে রুবিওর বৈঠক

১২

৩ ইসলামি দলের কর্মসূচি ঘোষণা

১৩

কুবিতে বিকেল ৫টার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৪

নির্বাচন বানচালকারীরা আপনার কাছাকাছি রয়েছে, প্রধান উপদেষ্টাকে ফারুক

১৫

ছবিগুলো কার তোলা জানি না, ফেসবুক পোস্টে কুসুম

১৬

নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেল

১৭

বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা

১৮

কবরস্থানে ককটেল বিস্ফোরণ

১৯

সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত

২০
X