লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার—একসময় ইউরোপ কাঁপানো এই ত্রয়ীকে একসাথে আবারও দেখা যেতে পারে উত্তর আমেরিকার মাটিতে। বার্সেলোনার কিংবদন্তি ত্রয়ী এমএসএন-কে পুনরায় একত্রিত করতে এবার মরিয়া যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি।
ডেভিড বেকহ্যামের মালিকানাধীন এই এমএলএস ক্লাব ইতিমধ্যেই মেসির সাবেক সতীর্থ সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবাকে দলে নিয়েছে। তবে মৌসুম শেষে শেষ আলবা-বুসকেটস ফুটবলকে বিদায় জানানোয়, ক্লাব এখন নতুন করে তারকা আক্রমণভাগ গড়ার পরিকল্পনায় নেমেছে। মেসি ও সুয়ারেজ থাকছেনই, আর সেই আক্রমণভাগের বামপ্রান্তে নেইমারকে আনতে এখন জোরালো প্রচেষ্টা চালাচ্ছে ইন্টার মায়ামি।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হলেই আগামী জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন নেইমার। ইউরোপীয় ক্লাব ফুটবলে দীর্ঘ সময় কাটানোর পর ব্রাজিলে ফিরে এলেও সান্তোসে প্রত্যাবর্তন তার প্রত্যাশামতো হয়নি। ক্লাবটি এখন সিরি এ লিগের অবনমন অঞ্চলের কাছাকাছি, আর নেইমারের ইনজুরি ও মাঠের বাইরের বিতর্কে পুরো মৌসুমটাই কেটেছে ঝামেলায়।
৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার খারাপ সময় অবশ্য সৌদি আরবের আল-হিলালে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয়। ইনজুরি ও অনিয়মিত পারফরম্যান্সের কারণে তিনি এখন জাতীয় দল থেকেও বাইরে। ফলে ক্যারিয়ারে নতুন করে আলো ছড়ানোর সুযোগ হিসেবে এমএলএসে মেসি-সুয়ারেজদের পাশে খেলা হতে পারে তার জন্য বড় টার্নিং পয়েন্ট।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এমএসএন ত্রয়ী মিলে যা করেছেন, তা ইতিহাসে অমর হয়ে আছে। ওই তিন মৌসুমে তারা বার্সেলোনাকে জিতিয়েছিলেন দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি কোপা দেল রে, একটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ। সেই সময় তারা একত্রে করেছিলেন ৩৬৪ গোল ও ১৭৪ অ্যাসিস্ট—যা আজও বিশ্বের যে কোনো আক্রমণভাগের জন্য অনুপ্রেরণা।
এখন যদি সেই ত্রয়ী আবারও যুক্ত হয় মায়ামিতে, তবে বেকহ্যামের ক্লাবের জন্য সেটি শুধু মার্কেটিং সাফল্যই নয়, বরং মাঠেও হতে পারে এমএলএস ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগ।
২০২৬ সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। তাই আগামী বছর দেশটির লিগে নিয়মিত খেলা নেইমারের জন্য ব্রাজিল দলে ফেরার সুযোগও তৈরি করতে পারে। কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল দলে এখনো ফিরতে পারেননি তিনি, যেখানে রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, মার্টিনেল্লি কিংবা এস্তেভাওয়ের মতো তরুণরা নিয়মিত জায়গা দখল করে নিয়েছেন।
তবে নেইমার যদি এমএলএসে মেসি-সুয়ারেজদের পাশে ফিরে আসেন এবং তার পুরনো ছন্দে খেলতে পারেন, তাহলে ব্রাজিলের দরজাও তার জন্য আবার খুলে যেতে পারে।
একসময় ইউরোপ জয় করা এমএসএন—এবার কি যুক্তরাষ্ট্রে ফুটবল উন্মাদনা ফিরিয়ে আনবে? উত্তরটা সময়ই দেবে, তবে ইন্টার মায়ামির পরিকল্পনা নিঃসন্দেহে বিশ্ব ফুটবলে সবচেয়ে আলোচিত কাহিনিগুলোর একটি হয়ে উঠেছে।
মন্তব্য করুন