স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন নেইমার

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান ‍ফুটবল তারকা নেইমারের ফুটবল ক্যারিয়ার যতটা ঝলমলে, বিতর্ক ততটাই ঘিরে থাকে তাকে। সর্বশেষ সমালোচনা এসেছে তারই দেশের এক সাংবাদিকের মুখ থেকে— যেখানে অভিযোগ, হুইস্কি, এনার্জি ড্রিংক আর রাতভর গেম খেলার নেশায় নাকি ডুবে থাকেন নেইমার। তবে এবার চুপ থাকেননি নেইমার। সেই সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন এই ফরোয়ার্ড।

৩৩ বছর বয়সী সান্তোস তারকার প্রতিনিধি প্রতিষ্ঠান এনআর স্পোর্টস নেইমারের বিরুদ্ধে আনা সেই অভিযোগগুলোকে বলেছেন ‘বেপরোয়া, মানহানিকর ও মিথ্যা’।

ঘটনার সূত্রপাত হয় যখন সাংবাদিক রদলফো গোমেস নিজের ইউটিউব চ্যানেল ফুটেবোটেকো-তে দাবি করেন, ‘নেইমার হুইস্কি আর এনার্জি ড্রিংকে আসক্ত। শীশা খান, আর ভোর চার-পাঁচটার আগে ঘুমাতে যান না।’

গোমেস আরও দাবি করেন, নেইমারের এই অভ্যাসের কারণে সান্তোসের অনুশীলন সূচি পর্যন্ত বদলাতে হচ্ছে। এমনকি নতুন কোচ হুয়ান পাবলো ভোজভোদা নাকি ইচ্ছাকৃতভাবে সকালে ট্রেনিং শুরু করতে চান, যাতে নেইমারের সমস্যা প্রকাশ্যে আসে।

অভিযোগের জবাবে নেইমারের প্রতিনিধি প্রতিষ্ঠান জানিয়েছে, ‘এই ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তবে নেইমার নিজে বিষয়টি রসিকতার সুরে উড়িয়ে দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি এনার্জি ড্রিংকের ক্যানের ছবি পোস্ট করে লিখেছেন, ‘রেড বুলে আসক্ত। দারুণ এক জিনিস।’

এদিকে ইনজুরি-পীড়িত ক্যারিয়ারের আরেকটি অধ্যায়ে এখন নেইমার সাইডলাইনে। চলতি মাসে সান্তোসের অনুশীলনে চোট পান তিনি, ধরা পড়ে কোয়াড্রিসেপসের গ্রেড-টু টিয়ার। নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে।

এছাড়াও এর আগে পিএসজিতে পা ভেঙেছেন, গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছেন, আল-হিলালে থাকাকালীন হাঁটুর লিগামেন্টের গুরুতর চোটে পড়েছেন। সান্তোসে ফেরার পরও ইতোমধ্যে তিনবার আলাদা আলাদা মাংসপেশীর ইনজুরিতে ভুগছেন।

ক্লাব পর্যায়ের এই বিশৃঙ্খলার মাঝেই গত আগস্টে ৬-০ গোলে হারের পর উত্তেজিত সান্তোস সমর্থকরা খেলোয়াড়দের ঘিরে ধরেন অনুশীলন মাঠে। চোখের জল ধরে রাখতে পারেননি নেইমার। পরে স্বীকার করেছিলেন, “আমি লজ্জিত। সমর্থকদের ক্ষোভের জায়গা আছে। তবে এই অভিজ্ঞতা ছিল ভীষণ কষ্টকর।”

জাতীয় দলেও দীর্ঘদিন অনুপস্থিত নেইমার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে এক বছরের জন্য ছিটকে যান। তবে নতুন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আশা দেখাচ্ছেন, ফিট থাকলে নেইমারকে বিশ্বকাপে অবশ্যই চান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনে ভ্রমণ কখনোই বন্ধ করা হয়নি : পরিবেশ উপদেষ্টা 

যেভাবে মিলবে টানা ১৬ দিনের ছুটি

পকেটে দীর্ঘক্ষণ মোবাইল রাখলে কি পুরুষের শুক্রাণু কমে যায়? 

ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না : রিজভী

ইসরায়েলের সঙ্গে তৃতীয় অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন

হাসিনার ষড়যন্ত্র রুখতে পূজামণ্ডপ পাহারা দেবে বিএনপি : সরওয়ার 

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

এনসিএলে সিলেট চট্টগ্রামের জয়

ডাকসু নির্বাচনে দায়িত্বে থেকেও অনিয়মের অভিযোগ সাদা দলের দ্বিচারিতা : ইউটিএল

নেতানিয়াহুর ভাষণে জাতিসংঘে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা

১০

নবীজির (সা.) প্রিয় ফল কী ছিল, জেনে নিন

১১

মরদেহ সৎকারে গিয়ে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

১২

১২ দলীয় জোট / নির্বাচন ও জুলাই সনদ নিয়ে কয়েকটি দলের সঙ্গে বৈঠক

১৩

কবজিবিহীন হাত দিয়ে ঘুষি মেরে ইট-পাথর ভাঙেন শামীম

১৪

গ্রিন ডট লিমিটেডের স্নাকি নাইট অনুষ্ঠিত

১৫

এবার খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত বেড়ে চার

১৭

দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জে বাংলাদেশ সনাতন পার্টির বস্ত্র বিতরণ

১৮

৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের এডহক কমিটি গঠন

১৯

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, বহু প্রাণহানির শঙ্কা

২০
X