বিশ্ব ফুটবলের দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন—ইউরোপের সেরা স্পেন আর দক্ষিণ আমেরিকার সেরা আর্জেন্টিনা। এই দুই শক্তির মুখোমুখি লড়াই মানেই ফুটবল দুনিয়ার অন্যরকম উৎসব। সেই উৎসবের মঞ্চ এবার হতে পারে দোহা, কাতারের সেই লুসাইল স্টেডিয়ামে—যেখানে ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ছুঁয়েছিল তৃতীয় শিরোপার স্বপ্নপূরণের চূড়া। এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
স্পেন-আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি নির্ধারিত হয়েছে আগামী ২৮ মার্চে, যা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর মধ্যেই আয়োজনের প্রস্তুতি চলছে। এই তারিখেই বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচগুলো নির্ধারিত থাকলেও, ফিফা চাইছে এই মহারণকে দিতে পূর্ণ অগ্রাধিকার। ফলে ওই দিনে অন্য কোনো আন্তর্জাতিক ম্যাচ রাখার পরিকল্পনা নেই।
ম্যাচটি আয়োজন নিয়ে শুরু থেকেই ছিল নানা জল্পনা—মায়ামি, রিয়াদ কিংবা ইউরোপের কোনো শহর। তবে স্পেনের ফুটবল সদর দপ্তর লাস রোজাস থেকে পাওয়া ইঙ্গিত বলছে, সবচেয়ে জোরালো সম্ভাবনা এখন দোহার। কারণ শুধু ভৌগোলিক দূরত্ব বা আবহাওয়া নয়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর স্থায়ী বাসস্থানও কাতারের রাজধানী, যা এই সিদ্ধান্তে বাড়তি প্রভাব ফেলতে পারে।
ফিনালিসিমার এই সংস্করণে আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। ২০২২ সালের জুনে তারা লন্ডনের ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে জিতেছিল প্রথম ফিনালিসিমা। লুসাইল স্টেডিয়ামে আবারও সেই স্বপ্নের দলকে দেখা গেলে, সেটি হবে যেন ইতিহাসের প্রতিধ্বনি—যে মাঠে লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেরা ছুঁয়েছিল বিশ্বকাপের সোনালি মুহূর্ত।
অন্যদিকে, স্পেনের জন্য এটি হবে প্রথমবারের মতো ফিনালিসিমায় অংশ নেওয়ার সুযোগ। ইউরোপীয় চ্যাম্পিয়ন হিসেবে তারা এখন দুর্দান্ত ফর্মে—২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে টানা জয় তুলে নিচ্ছে লা রোহা। তাই আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটি শুধু এক শিরোপার লড়াই নয়, বরং বর্তমান বিশ্বের দুই সেরা দলের শ্রেষ্ঠত্ব যাচাইয়ের মঞ্চও হতে যাচ্ছে।
যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে আগামী মার্চেই লুসাইল স্টেডিয়াম আবারও সাক্ষী হবে এক নতুন ইতিহাসের—যেখানে স্পেনের দক্ষতা আর আর্জেন্টিনার আবেগের সংঘাতে ফুটবল ভক্তরা খুঁজে পাবেন বিশ্বকাপ ফাইনালের মতোই রোমাঞ্চ।
মন্তব্য করুন