গত কয়েক দিন ধরে নারী কেলেঙ্কারিতে বিপর্যস্ত স্প্যানিশ ফুটবল অঙ্গন। স্পেনের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার জেনিফার হেরমোসোকে চুমু দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেস। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌন ভিডিও ছড়ানোর অভিযোগে রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলের তিন খেলোয়াড়কে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রিয়ালের যুব একাডেমি লা ফাব্রিকা তিনজন ফুটবলারকে গ্রেপ্তার করেছে স্পেন পুলিশ। আটককৃত খেলোয়াড়দের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে। তবে কোন তিনজনকে আটক করা হয়েছে, তাদের নাম প্রকাশ করা হয়নি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল কনফিডেনশিয়াল’ তদন্তকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে ঘটনাটি প্রথম প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি দাবি করেছে, রিয়াল ‘সি’ দলের এক খেলোয়াড়কে কেন্দ্র করে তদন্ত এগোচ্ছে। ১৬ বছর বয়সী মেয়েটির সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপনের ভিডিও করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপর মেয়েটির অনুমতি ছাড়াই সে বাকি খেলোয়াড়দের হোয়াটসঅ্যাপে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে এল কনফিডেনশিয়াল।
সিভিল গার্ড পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী মেয়েটির মা এ মাসের শুরুতে ক্যানারি দ্বীপপুঞ্জের পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর রিয়ালের অনুশীলনের মাঠ লা কান্তোরা থেকে তিন ফুটবলারকে আটক স্পেন পুলিশ।
সংস্থাটির মুখপাত্র জানান, ‘অপ্রাপ্তবয়স্ক একজন মেয়ের যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে রিয়াল মাদ্রিদের তিনজন খেলোয়াড়ের বিরুদ্ধে। সে জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মুঠোফোনে তল্লাশি চালানো হয় এবং জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।’
বিবৃতিতে রিয়াল জানিয়েছে, রিয়াল ‘বি’ (কাস্তিয়া) দলের একজন এবং ‘সি’ দলের তিন খেলোয়াড় হোয়াটসঅ্যাপে যৌন ভিডিও ছড়ানোর অভিযোগে সিভিল গার্ড পুলিশের বিবৃতির ঘটনা সম্পর্কে অবগত রয়েছে তারা। পুরো ঘটনা ভালো করে জানার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ক্লাব কর্তৃপক্ষ।
মন্তব্য করুন