

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় রাত দেড়টায় তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে এই ম্যাচে বেশ বড় পরিবর্তন নিয়েই মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সেনেগারে বিপক্ষে ব্রাজিলের ম্যাচে দলের অন্যতম প্রধান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের চোট আনচেত্তির ডিফেন্সে নতুন সমীকরণ এনে দিয়েছে। আর সেই পরিবর্তনের পথ ধরেই তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ডানপাশে প্রথম একাদশে জায়গা পাচ্ছেন রোমা রাইটব্যাক ওয়েসলি। তাকে জায়গা করে দিতে এদার মিলিতাওকে সরানো হচ্ছে সেন্টার–ব্যাক পজিশনে। পরিবর্তন কিছু হলেও, সাম্প্রতিক ম্যাচের আক্রমণাত্মক ধারাবাহিকতা ধরে রাখার প্রতিশ্রুতিই দিলেন কার্লো আনচেলত্তি।
লিলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “কিছু পরিবর্তনের কথা ভাবছি। আজকের অনুশীলন দেখে খেলোয়াড়দের পুনরুদ্ধার কেমন হলো সেটাও দেখতে হবে। সবাই ভালো আছে। দুর্ভাগ্যজনকভাবে গ্যাব্রিয়েলকে হারালাম, তাই ওয়েসলি ডানপাশে খেলবে। আমরা চাই আগের ম্যাচের সেই গতি, মানসিকতা ও কোয়ালিটিই বজায় থাকুক।”
আনচেলত্তি জানালেন, ৪-২-৪ ফরমেশন রাখা হলেও পরিস্থিতি দেখে ম্যাচের ভেতরেই বিকল্প পরিকল্পনার পরীক্ষা হতে পারে।
তিনি বলেন, “সামনে বেশি খেলোয়াড় রেখে সিস্টেমটা ভালো কাজ করেছে, কিন্তু আরও রক্ষণাত্মক সাজও মাথায় রাখতে হয়। আক্রমণভাগের খেলোয়াড়রা যদি ডিফেন্সে প্রয়োজনীয় কাজটা না করে, তাহলে দুটো পথ—খেলোয়াড় বদলানো বা সিস্টেম বদলানো।”
তিউনিসিয়া ম্যাচের আগে গণমাধ্যমকে শুধু ওয়ার্ম-আপ পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়। এ সময় ওয়েসলিকে দেখা যায় আগের ম্যাচের ৯ জন আউটফিল্ড শুরুর খেলোয়াড়ের সঙ্গেই। অসুস্থতার কারণে অংশ নেননি ডিফেন্ডার পাওলো হেনরিক।
ম্যাচের ঠিক আগে ড্রেসিং রুমে খেলোয়াড়দের সামনে একাদশ ঘোষণা করবেন আনচেলত্তি।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এডারসন; ওয়েসলি, এদার মিলিতাও, মারকুইনহোস, আলেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো গিমারাইস; এস্তেভাও, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।
মন্তব্য করুন