ফুটবলে সাধারণত কোনো দলের এক থেকে দুজন আনুষ্ঠানিক অধিনায়ক থাকে যাদের কাজ মাঠে দলকে নেতৃত্ব দেওয়া। তবে কখনো কি শুনেছেন কোনো দলের পাঁচজন অধিনায়কের কথা! গত মৌসুমে ইউরোপিয়ান ট্রেবল জেতা ম্যানচেস্টার সিটির অধিনায়ক সংখ্যা এবার একজন না দুইজন না পাঁচজন।
সিটির সেই পাঁচ অধিনায়কের একজন ডিফেন্ডার কাইল ওয়াকার নিশ্চিত করেছেন যে, তিনি, কেভিন ডি ব্রুইন, রদ্রি, রুবেন দিয়াস এবং বার্নাদো সিলভা এই মৌসুমে ম্যানচেস্টার সিটির অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার নিশ্চিত করেছেন যে, প্রাক্তন অধিনায়ক ইল্কায় গুন্দোয়ান বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য ক্লাব ছেড়ে যাওয়ার পরে অধিনায়কত্বের আর্মব্যান্ডটি পাঁচজনের নেতৃত্বের গ্রুপের মধ্যে ভাগ করা হবে। মানে তাদের মধ্যে যে কোনো একজন মাঠে নেতৃত্ব দিবেন।
এই মৌসুমে জোর গুঞ্জন ছিল যে, ওয়াকার ম্যানচেস্টার সিটি থেকে বায়ার্ন মিউনিখে যোগদানের জন্য একটি চুক্তিতে পৌঁছেছিলেন। তবে, ইংল্যান্ডের এই ডিফেন্ডার শেষ পর্যন্ত ইংল্যান্ডে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন যে, তার হৃদয় পরিবর্তন হয়েছে এবং একটি নতুন দুই বছরের চুক্তি স্বাক্ষর করেন ট্রেবলজয়ীদের সাথে।
আগামীকাল রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে তার দলের চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচের আগে কথা বলতে গিয়ে, ওয়াকার বলেছেন- ‘অধিনায়কের ভোট এসেছে এবং পাঁচজন অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। আমরা এই সিজনের জন্য দলকে নেতৃত্ব দেব এবং নিশ্চিত করব যে, প্রত্যেকেই সিটির জার্সির জন্য নিজের সেরাটা দিচ্ছে।’
এটা (অধিনায়কের আর্মব্যান্ড পরা) এমন কিছু যা করতে পেরে আমি খুব সম্মানিত। খেলোয়াড়দের এই বিশেষ দলটিকে নেতৃত্ব দেওয়াটা একটি সম্মানের বিষয়।
‘আমি এটি চালিয়ে যাব এবং আশা করি, মাঠ এবং মাঠের বাইরে উদাহরণ দিয়ে নেতৃত্ব দিব যাতে আমরা গত মৌসুমের মতো এবারও ট্রফি ঘরে তুলতে পারি।’
সিটি নিজেদের চ্যাম্পিয়নস লিগ ট্রফি ধরে রাখার উদ্দেশ্যে আগামীকাল রাত ১টায় রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হবে।
মন্তব্য করুন