২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়েছে। বাছাইপর্বের প্রথম দুই ম্যাচেই বলিভিয়া এবং পেরুকে হারিয়ে শুভসূচনা করেছে ব্রাজিল। আগামী মাসে অনুষ্ঠেয় দুই ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়রকে অন্তর্ভুক্ত করে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রোববার (২৪ সেপ্টেম্বর) আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়া ভিনিসিয়ুস জুনিয়র দলে ফিরেছে।
গোলখরায় ভোগা রিচার্লিসনও জায়গা পেয়েছেন ২৩ সদস্যের সেলেসাও শিবিরে। তবে সাবেক বান্ধবীকে নির্যাতনের অভিযোগে তদন্তাধীন অ্যান্টনি ও জুয়ার অভিযোগে লুকাস পাকুয়েতার এবারও জায়গা মেলেনি দিনিজের স্কোয়াডে। এ দুই তারকা ছাড়াও দলে জায়গা পায়নি চেলসির অভিজ্ঞ সেন্টারব্যাক থিয়েগো সিলভা।
আগামী ১৩ ও ১৮ অক্টোবর তারা যথাক্রমে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে।
ব্রাজিল স্কোয়াড:
গোলকিপার: এডারসন (ম্যানসিটি), অ্যালিসন (লিভারপুল), লুকাস পেরি (বোতাফাগো);
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), রেনান লোদি (মার্শেই), গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), ভেন্ডারসন (মোনাকো), কাইয়ো হেনরিক (মোনাকো);
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানইউ), জোয়েলিনটন (নিউক্যাসল), রাফায়েল ভেইগা (পালমেইরাস), গারসন (ফ্ল্যামেঙ্গো);
স্ট্রাইকার: গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), মাথিয়ুস কুনহা (উলভারহ্যাম্পটন), নেইমার জুনিয়র (আল হিলাল), রিচার্লিসন (টটেনহ্যাম), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) এবং ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
মন্তব্য করুন