বুন্দেসলিগায় শীর্ষস্থান না পেলেও চ্যাম্পিয়নস লিগে ঠিকই শীর্ষস্থান দখল করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাতে তাদের কাছে পরাজিত হয়েছে ড্যানিশ ক্লাব কোপেনহেগেন। তাতে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
কোপেনহেগের বিপক্ষে বায়ার্নের জয় পেয়েছে ২-১ গোলে। কোপেনহেগেনের মাঠে বায়ার্নের হয়ে গোল করেছেন জামাল মুসিয়ালা ও ম্যাথিস টেল। কোপেনহেগেনের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস লেরাজার।
প্রতিপক্ষের মাঠে ৫৫ মিনিটেই পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। স্বাগতিকদের এগিয়ে নেন লুকাস লেরাজার। তবে ৬৭ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান জামাল মুসিয়ালা। আর ৮৩ মিনিটে জয়সূচক গোলটি করেন ম্যাথিস টেল। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বায়ার্ন।
অন্যদিকে আগের ম্যাচেই বড় ব্যবধানে জেতা আর্সেনাল দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে। ফরাসি ক্লাব লেঁসের কাছে তারা হেরেছে ২-১ গোলে।
প্রতিপক্ষের মাঠে অবশ্য প্রথমে এগিয়ে যাক গানাররাই। ১৪ মিনিটে দলকে লিড এনে দেন গ্যাব্রিয়েল জেসুস। তবে ২৫ মিনিটে আদ্রিয়ান থমাসন এবং ৬৯ মিনিটে এলিয়ে ওয়াহির গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে লেঁস।
তবে হারের চেয়েও আর্সেনালকে ভোগাবে দলের সেরা তারকা ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকার ইনজুরি। ম্যাচের ৩৪ মিনিটে ইনজুরির কারণে উঠে যেতে হয় এই উইঙ্গারকে। অন্যদিকে অনান্য ম্যাচে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। পিএসভির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সেভিয়া।
মন্তব্য করুন