ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম শিরোপার আরও কাছে মোহামেডান

শিরোপা জয়ের আরো কাছে মোহামেডান।  ছবি : সংগৃহীত
শিরোপা জয়ের আরো কাছে মোহামেডান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের কাজটা আগেই এগিয়ে রেখেছিল মোহামেডান। সন্ধ্যায় তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে ২-০ গোলে হারিয়ে ঐতিহ্যবাহী ক্লাবটির পেশাদার লিগের প্রথম শিরোপার পথ আরও চওড়া করল বসুন্ধরা কিংস।

১৩ ম্যাচ থেকে মোহামেডানের সংগ্রহ ৩৪ পয়েন্ট। এতদিন আবাহনীর সঙ্গে মোহামেডানের ব্যবধান ছিল চার পয়েন্টের। শুক্রবার (০২ মে) ধানমন্ডির ক্লাবটির হারের ফলে সেটা ৭ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। শিরোপার দৌড়ে মোহামেডান অনেকটা এগিয়ে গেলেও দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে ব্যবধান কমে এসেছে। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংসের সংগ্রহ ২৪ পয়েন্ট। শীর্ষ তিন দলের লিগে বাকি আছে ৫ ম্যাচ। এ অবস্থায় অলৌকিক কিছু না ঘটলে পেশাদার লিগের প্রথম লিগ শিরোপার স্বাদ পেতে যাচ্ছে মোহামেডান। ২০০৭ সালে শুরু হওয়া এ লিগে এখন পর্যন্ত শিরোপা জিতেছে আবাহনী (৬), বসুন্ধরা কিংস (৫), শেখ জামাল ধানমন্ডি ক্লাব (৩) ও শেখ রাসেল ক্রীড়া চক্র (১)। এ সময়ের মধ্যে চারবার রানার্সআপ হয়েছে মোহামেডান।

কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডান-বাংলাদেশ পুলিশের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর গোল চারটি হয়েছে। ৫২ মিনিটে মোহামেডানকে এগিয়ে দিয়েছিলেন নাইজেরিয়ান এমানুয়েল সানডে। ৬৫ মিনিটে দানিলো কুইপাপার পেনাল্টি গোলে স্কোরলাইন ১-১ করেছিল পুলিশ। ৮৮ মিনিটে মুজাফফর মুজাফফরভের পেনাল্টি গোলে ফের এগিয়ে যায় মোহামেডান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ঐতিহ্যবাহী ক্লাবটিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। এমানুয়েল সানডে ম্যাচে জোড়া গোল করে চেইখ সানে ও আল-আমিনকে টপকে গোলদাতা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন। শীর্ষে আছেন স্যামুয়েল বোয়েটাং (১৩), দ্বিতীয় স্থানে আছেন সুলেমান দিয়াবাতে (৯)। সানডের গোলসংখ্যা ৮।

বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের দুই অর্ধে দুটি গোল হয়েছে। দুটি গোলই করলেন জাতীয় দলের উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিম। ১৬ মিনিটে দলকে এগিয়ে নেন সিরাজগঞ্জ থেকে উঠে আসা এ ফুটবলার। ৪৯ মিনিটে দ্বিতীয় গোল করে নিভু নিভু হয়ে জ্বলতে থাকা আবাহনীর শিরোপার সম্ভাবনায় জল ঢালেন সেই ফয়সাল আহমেদ ফাহিমই। ম্যাচের যোগ করা সময়ে বিবাদে জড়িয়ে তিন লাল কার্ড পান দুই দলের তিন ফুটবলার। বসুন্ধরা কিংসের সোহেল রানা ও সাদ উদ্দিন এবং আবাহনীর ডিফেন্ডার শাহিন আহমেদ মিয়া মার্চিং অর্ডার পান। ফেডারেশন কাপ ফাইনালে টাইব্রেকারে হারের দুই দিনের ব্যবধানে কিংসের কাছে আরেকটি হারের তেতো স্বাদ পেল আবাহনী।

গাজীপুরে ফরটিজ-ওয়ান্ডারার্স ম্যাচে প্রথমার্ধ শেষে নির্ধারিত সময়ও গোলশূন্যভাবে শেষ হয়। যোগ করা সময়ে ইউসুফ সিফাতের গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ওয়ান্ডারার্স। টানা সাত ম্যাচ হারের পর জয় পেল ক্লাবটি। সর্বশেষ জয় ছিল ২৭ ডিসেম্বর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

এ জয়ের পরও লিগ টেবিলের নবম স্থানেই থাকল ঢাকা ওয়ান্ডারার্স। ১৩ ম্যাচ থেকে ক্লাবটির সংগ্রহ ৭ পয়েন্ট। একমাত্র চট্টগ্রাম আবাহনী আছে ক্লাবটির পরের স্থানে। ম্যাচ হারা ফরটিজ এফসি ১৩ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে

নারী সাংবাদিককে ধর্ষণে ৩ আসামির বিরুদ্ধে চার্জশিট 

গরু ও টাকা নিয়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

রাস্তায় নয়, কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করতে হবে : মির্জা ফখরুল

লামায় কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপন

আবারও ব্যাটিংয়ে ভরাডুবি বাংলাদেশের

নাফ নদীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

‘ভারতের মতো আমরাও পাকিস্তানের সঙ্গে হাত মেলাব না’

রাকিবের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে নতুন তথ্য জানালেন মাহি

বিএনপি অন্যায় জুলুমের রাজনীতি করে না : মেজর হাফিজ

১০

বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ৩০ ইউনিট

১১

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯

১২

শাহজালালে বিমান চলাচল স্থগিত, ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

আগুনের ঘটনায় ঢাকাগামী কোন ফ্লাইট কোথায় নামল

১৪

বন্দুক হাতে শিশু, ফেসবুকে ছবি ভাইরাল

১৫

জুলাই সনদে এনসিপি কেন স্বাক্ষর করেনি, জানালেন আখতার হোসেন

১৬

বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না : দুদু

১৭

বাড়ছে আগুনের তীব্রতা, সরিয়ে নেওয়া হচ্ছে বিমান

১৮

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গর্বিত স্পন্সর টেক জায়ান্ট ওয়ালটন

১৯

টেলিগ্রাম নিয়ে ভয়াবহ তথ্য!

২০
X