ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম শিরোপার আরও কাছে মোহামেডান

শিরোপা জয়ের আরো কাছে মোহামেডান।  ছবি : সংগৃহীত
শিরোপা জয়ের আরো কাছে মোহামেডান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের কাজটা আগেই এগিয়ে রেখেছিল মোহামেডান। সন্ধ্যায় তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে ২-০ গোলে হারিয়ে ঐতিহ্যবাহী ক্লাবটির পেশাদার লিগের প্রথম শিরোপার পথ আরও চওড়া করল বসুন্ধরা কিংস।

১৩ ম্যাচ থেকে মোহামেডানের সংগ্রহ ৩৪ পয়েন্ট। এতদিন আবাহনীর সঙ্গে মোহামেডানের ব্যবধান ছিল চার পয়েন্টের। শুক্রবার (০২ মে) ধানমন্ডির ক্লাবটির হারের ফলে সেটা ৭ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। শিরোপার দৌড়ে মোহামেডান অনেকটা এগিয়ে গেলেও দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে ব্যবধান কমে এসেছে। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংসের সংগ্রহ ২৪ পয়েন্ট। শীর্ষ তিন দলের লিগে বাকি আছে ৫ ম্যাচ। এ অবস্থায় অলৌকিক কিছু না ঘটলে পেশাদার লিগের প্রথম লিগ শিরোপার স্বাদ পেতে যাচ্ছে মোহামেডান। ২০০৭ সালে শুরু হওয়া এ লিগে এখন পর্যন্ত শিরোপা জিতেছে আবাহনী (৬), বসুন্ধরা কিংস (৫), শেখ জামাল ধানমন্ডি ক্লাব (৩) ও শেখ রাসেল ক্রীড়া চক্র (১)। এ সময়ের মধ্যে চারবার রানার্সআপ হয়েছে মোহামেডান।

কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডান-বাংলাদেশ পুলিশের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর গোল চারটি হয়েছে। ৫২ মিনিটে মোহামেডানকে এগিয়ে দিয়েছিলেন নাইজেরিয়ান এমানুয়েল সানডে। ৬৫ মিনিটে দানিলো কুইপাপার পেনাল্টি গোলে স্কোরলাইন ১-১ করেছিল পুলিশ। ৮৮ মিনিটে মুজাফফর মুজাফফরভের পেনাল্টি গোলে ফের এগিয়ে যায় মোহামেডান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ঐতিহ্যবাহী ক্লাবটিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। এমানুয়েল সানডে ম্যাচে জোড়া গোল করে চেইখ সানে ও আল-আমিনকে টপকে গোলদাতা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন। শীর্ষে আছেন স্যামুয়েল বোয়েটাং (১৩), দ্বিতীয় স্থানে আছেন সুলেমান দিয়াবাতে (৯)। সানডের গোলসংখ্যা ৮।

বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের দুই অর্ধে দুটি গোল হয়েছে। দুটি গোলই করলেন জাতীয় দলের উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিম। ১৬ মিনিটে দলকে এগিয়ে নেন সিরাজগঞ্জ থেকে উঠে আসা এ ফুটবলার। ৪৯ মিনিটে দ্বিতীয় গোল করে নিভু নিভু হয়ে জ্বলতে থাকা আবাহনীর শিরোপার সম্ভাবনায় জল ঢালেন সেই ফয়সাল আহমেদ ফাহিমই। ম্যাচের যোগ করা সময়ে বিবাদে জড়িয়ে তিন লাল কার্ড পান দুই দলের তিন ফুটবলার। বসুন্ধরা কিংসের সোহেল রানা ও সাদ উদ্দিন এবং আবাহনীর ডিফেন্ডার শাহিন আহমেদ মিয়া মার্চিং অর্ডার পান। ফেডারেশন কাপ ফাইনালে টাইব্রেকারে হারের দুই দিনের ব্যবধানে কিংসের কাছে আরেকটি হারের তেতো স্বাদ পেল আবাহনী।

গাজীপুরে ফরটিজ-ওয়ান্ডারার্স ম্যাচে প্রথমার্ধ শেষে নির্ধারিত সময়ও গোলশূন্যভাবে শেষ হয়। যোগ করা সময়ে ইউসুফ সিফাতের গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ওয়ান্ডারার্স। টানা সাত ম্যাচ হারের পর জয় পেল ক্লাবটি। সর্বশেষ জয় ছিল ২৭ ডিসেম্বর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

এ জয়ের পরও লিগ টেবিলের নবম স্থানেই থাকল ঢাকা ওয়ান্ডারার্স। ১৩ ম্যাচ থেকে ক্লাবটির সংগ্রহ ৭ পয়েন্ট। একমাত্র চট্টগ্রাম আবাহনী আছে ক্লাবটির পরের স্থানে। ম্যাচ হারা ফরটিজ এফসি ১৩ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন আছেন ইমরান খান, সাক্ষাতের পর জানালেন বোন উজমা

মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

১১

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

১২

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

১৩

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

১৪

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

১৫

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

১৬

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১৮

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

১৯

সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি, সংঘর্ষের ছবি নেওয়ায় শিক্ষার্থীদের মারমুখী আচরণ

২০
X