স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ
ইউরো বাছাই

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের আটে আট

রোনালদোর জোড়া গোলে বড় জয় পর্তুগালের।  ছবি: সংগৃহীত
রোনালদোর জোড়া গোলে বড় জয় পর্তুগালের। ছবি: সংগৃহীত

আগের ম্যাচেই নিশ্চিত হয়েছে আগামী বছরে জার্মানিতে হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টিকিট। তাই ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের জন্য এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার মাত্র। তবে ইউরো বাছাইয়ের নিয়মরক্ষার ম্যাচেই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে ২০১৬ সালের শিরোপাজয়ীরা। আর এই জয়ে জোড়া গোল করেন সিআরসেভেন। দুদিন আগেও ইউরো বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের রাতেও জোড়া গোল করেছিলেন পর্তুগিজ কিংবদন্তি।

সোমবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১টায় ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে পর্তুগাল। ম্যাচটিতে ৫-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। যেখানে সব গোলই হয়েছে প্রথমার্ধে।

এ নিয়ে পর্তুগাল ইউরো বাছাইয়ে টানা আট ম্যাচ জিতল। ম্যাচটিতে দুরকম পর্তুগালকে দেখেছেন সমর্থকরা। প্রথমার্ধে পর্তুগালের শক্তিশালী আক্রমণে ছিন্নভিন্ন হয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরোপুরি উল্টো পর্তুগালকে দেখা গেছে।

ম্যাচের ৩ মিনিটেই পেনাল্টি পায় পর্তুগাল। পেনাল্টি থেকে গোল করার সহজ সুযোগ মিস করেননি রোনালদো। তার গোলে ৫ মিনিটেই ১-০–তে এগিয়ে পর্তুগাল। দলের হয়ে পরের গোলটিও করেন আল নাসর তারকা।

২০ মিনিটে জোয়াও ফেলিক্সের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এটি আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ১২৭তম গোল আর সব মিলিয়ে ৮৫৯তম। ৯ গোল নিয়ে বাছাই পর্বের গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। তার চেয়ে ১ গোল বেশি নিয়ে শীর্ষে বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু। গতকাল পর্তুগালের হয়ে বাকি ৩টি গোল এসেছে ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ক্যানসেলো, ফেলিক্সের কাছ থেকে।

৩৮ বছর বয়সী রোনালদো যে এখনই থামছে না, সেটা নিশ্চিত। নিজের ক্যারিয়ারকে আরও লম্বা করে ছুঁতে চান ১ হাজার গোলের মাইলফলকও। এমনকি এ নিয়ে তিনি মজা করে একটি বাজিও ধরেছেন। বাজিটি ধরেছেন এফসি পোর্তোর প্রেসিডেন্ট হোর্হে নুনো পিন্তোর সঙ্গে। জোড়া গোল করে উচ্ছ্বসিত রোনালদো ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানিয়েছেন, ‘আরেকটি জয় এবং পুরো দলই দুর্দান্ত খেলল। গ্রুপে শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে। এখনো শক্তিশালীভাবেই এগোচ্ছি।’

শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, সৌদি প্রো লিগে আল নাসরের হয়েও দারুণ ছন্দে আছেন রোনালদো। চলতি মৌসুমে দলটির হয়ে ১১ ম্যাচে ১১ গোল করেছেন। এখন ২০২৭ পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও শোনা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড মাথাব্যথা? দূর করবেন যেভাবে

প্রযোজকের কু-প্রস্তাবের শিকার পায়েল

যুবদল নেতা কিবরিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি আমিনুলের

চবির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / বিশ্ববিদ্যালয় দিবসে চালু ছিল ক্লাস-পরীক্ষা, হয়নি আলাদা আয়োজন 

আদালতের নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

পারিবারিক কলহ, স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

স্ত্রীসহ মহীউদ্দীন খান আলমগীরেরর ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ 

খুলনা শিশু হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ

অক্টোবর মাসে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, আহত ৫৮৯ 

হবিগঞ্জ হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি

১০

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, হিমেল হাওয়ার দাপট

১১

আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি, শিক্ষকের শূন্যপদের চাহিদা চাইল এনটিআরসিএ

১২

‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

১৩

দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড : ডিএমপি

১৪

বিদেশি তরুণীকে একা পেয়ে কুপ্রস্তাব-অশালীন আচরণ, যুবক গ্রেপ্তার

১৫

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতালের র‍্যালি 

১৬

মারা গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী

১৭

এবার পিএসজির কাছে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি এমবাপ্পের

১৮

ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

১৯

মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে কাগজপত্র

২০
X