স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ
ইউরো বাছাই

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের আটে আট

রোনালদোর জোড়া গোলে বড় জয় পর্তুগালের।  ছবি: সংগৃহীত
রোনালদোর জোড়া গোলে বড় জয় পর্তুগালের। ছবি: সংগৃহীত

আগের ম্যাচেই নিশ্চিত হয়েছে আগামী বছরে জার্মানিতে হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টিকিট। তাই ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের জন্য এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার মাত্র। তবে ইউরো বাছাইয়ের নিয়মরক্ষার ম্যাচেই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে ২০১৬ সালের শিরোপাজয়ীরা। আর এই জয়ে জোড়া গোল করেন সিআরসেভেন। দুদিন আগেও ইউরো বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের রাতেও জোড়া গোল করেছিলেন পর্তুগিজ কিংবদন্তি।

সোমবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১টায় ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে পর্তুগাল। ম্যাচটিতে ৫-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। যেখানে সব গোলই হয়েছে প্রথমার্ধে।

এ নিয়ে পর্তুগাল ইউরো বাছাইয়ে টানা আট ম্যাচ জিতল। ম্যাচটিতে দুরকম পর্তুগালকে দেখেছেন সমর্থকরা। প্রথমার্ধে পর্তুগালের শক্তিশালী আক্রমণে ছিন্নভিন্ন হয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরোপুরি উল্টো পর্তুগালকে দেখা গেছে।

ম্যাচের ৩ মিনিটেই পেনাল্টি পায় পর্তুগাল। পেনাল্টি থেকে গোল করার সহজ সুযোগ মিস করেননি রোনালদো। তার গোলে ৫ মিনিটেই ১-০–তে এগিয়ে পর্তুগাল। দলের হয়ে পরের গোলটিও করেন আল নাসর তারকা।

২০ মিনিটে জোয়াও ফেলিক্সের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এটি আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ১২৭তম গোল আর সব মিলিয়ে ৮৫৯তম। ৯ গোল নিয়ে বাছাই পর্বের গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। তার চেয়ে ১ গোল বেশি নিয়ে শীর্ষে বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু। গতকাল পর্তুগালের হয়ে বাকি ৩টি গোল এসেছে ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ক্যানসেলো, ফেলিক্সের কাছ থেকে।

৩৮ বছর বয়সী রোনালদো যে এখনই থামছে না, সেটা নিশ্চিত। নিজের ক্যারিয়ারকে আরও লম্বা করে ছুঁতে চান ১ হাজার গোলের মাইলফলকও। এমনকি এ নিয়ে তিনি মজা করে একটি বাজিও ধরেছেন। বাজিটি ধরেছেন এফসি পোর্তোর প্রেসিডেন্ট হোর্হে নুনো পিন্তোর সঙ্গে। জোড়া গোল করে উচ্ছ্বসিত রোনালদো ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানিয়েছেন, ‘আরেকটি জয় এবং পুরো দলই দুর্দান্ত খেলল। গ্রুপে শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে। এখনো শক্তিশালীভাবেই এগোচ্ছি।’

শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, সৌদি প্রো লিগে আল নাসরের হয়েও দারুণ ছন্দে আছেন রোনালদো। চলতি মৌসুমে দলটির হয়ে ১১ ম্যাচে ১১ গোল করেছেন। এখন ২০২৭ পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও শোনা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

১০

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

১১

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১২

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৩

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১৪

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১৫

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১৬

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৭

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

১৮

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

১৯

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

২০
X