স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ
ইউরো বাছাই

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের আটে আট

রোনালদোর জোড়া গোলে বড় জয় পর্তুগালের।  ছবি: সংগৃহীত
রোনালদোর জোড়া গোলে বড় জয় পর্তুগালের। ছবি: সংগৃহীত

আগের ম্যাচেই নিশ্চিত হয়েছে আগামী বছরে জার্মানিতে হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টিকিট। তাই ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের জন্য এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার মাত্র। তবে ইউরো বাছাইয়ের নিয়মরক্ষার ম্যাচেই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে ২০১৬ সালের শিরোপাজয়ীরা। আর এই জয়ে জোড়া গোল করেন সিআরসেভেন। দুদিন আগেও ইউরো বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের রাতেও জোড়া গোল করেছিলেন পর্তুগিজ কিংবদন্তি।

সোমবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১টায় ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে পর্তুগাল। ম্যাচটিতে ৫-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। যেখানে সব গোলই হয়েছে প্রথমার্ধে।

এ নিয়ে পর্তুগাল ইউরো বাছাইয়ে টানা আট ম্যাচ জিতল। ম্যাচটিতে দুরকম পর্তুগালকে দেখেছেন সমর্থকরা। প্রথমার্ধে পর্তুগালের শক্তিশালী আক্রমণে ছিন্নভিন্ন হয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরোপুরি উল্টো পর্তুগালকে দেখা গেছে।

ম্যাচের ৩ মিনিটেই পেনাল্টি পায় পর্তুগাল। পেনাল্টি থেকে গোল করার সহজ সুযোগ মিস করেননি রোনালদো। তার গোলে ৫ মিনিটেই ১-০–তে এগিয়ে পর্তুগাল। দলের হয়ে পরের গোলটিও করেন আল নাসর তারকা।

২০ মিনিটে জোয়াও ফেলিক্সের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এটি আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ১২৭তম গোল আর সব মিলিয়ে ৮৫৯তম। ৯ গোল নিয়ে বাছাই পর্বের গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। তার চেয়ে ১ গোল বেশি নিয়ে শীর্ষে বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু। গতকাল পর্তুগালের হয়ে বাকি ৩টি গোল এসেছে ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ক্যানসেলো, ফেলিক্সের কাছ থেকে।

৩৮ বছর বয়সী রোনালদো যে এখনই থামছে না, সেটা নিশ্চিত। নিজের ক্যারিয়ারকে আরও লম্বা করে ছুঁতে চান ১ হাজার গোলের মাইলফলকও। এমনকি এ নিয়ে তিনি মজা করে একটি বাজিও ধরেছেন। বাজিটি ধরেছেন এফসি পোর্তোর প্রেসিডেন্ট হোর্হে নুনো পিন্তোর সঙ্গে। জোড়া গোল করে উচ্ছ্বসিত রোনালদো ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানিয়েছেন, ‘আরেকটি জয় এবং পুরো দলই দুর্দান্ত খেলল। গ্রুপে শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে। এখনো শক্তিশালীভাবেই এগোচ্ছি।’

শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, সৌদি প্রো লিগে আল নাসরের হয়েও দারুণ ছন্দে আছেন রোনালদো। চলতি মৌসুমে দলটির হয়ে ১১ ম্যাচে ১১ গোল করেছেন। এখন ২০২৭ পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও শোনা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের ৬ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

চাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা

‘আপু’ ডাকায় রোগীকে অভিভাবকসহ বের করে দিলেন চিকিৎসক

বাকৃবিতে গবেষণার জন্য আনা ১৪ ভেড়া চুরি

পাকিস্তানকে হ্যান্ডশেকের জায়গায় খেলায় মন দিতে বললেন কপিল দেব

ইসলামী দলগুলোর কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল

তবে কি বন্ধ হয়ে যাচ্ছে মণিহার সিনেমা হল?

সব নীতি ভঙ্গ করে আরেক অঞ্চলে হামলা করল ইসরায়েল

যবিপ্রবিতে অধ্যাপক পদে ‘পছন্দের প্রার্থীকে’ নিয়োগ দিতে নতুন নীতিমালা!  

এবার সারওয়ার আলমসহ সরকারি ৫ কর্মকর্তাকে শোকজ

১০

ব্রিটেনের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ালেন ট্রাম্প

১১

সন্তানের ভরণপোষণ না দেওয়ায় জেলে ব্রাজিল ফুটবলার

১২

রাজনীতি শুরুতেই মামলায় জড়ালেন থালাপতি বিজয়

১৩

ওয়াশিংটনে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

১৪

ঢাকা বারের আয়োজনে জন্মাষ্টমী উৎসব উদযাপন

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত

১৬

নতুন সংবিধানের জন্য গণপরিষদের নির্বাচনের দাবিতে এনসিপি নেতা শিশিরের বিক্ষোভ

১৭

সোশ্যাল মিডিয়াতে সরকারের বিষোদ্গার, ডা. নেয়ামতের বিরুদ্ধে মামলা

১৮

নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : এহসানুল হুদা

১৯

আখাউড়া দিয়ে ভারতে গেল ১ হাজার ১৯২ কেজি ইলিশ

২০
X