এএফসি কাপে ভারতীয় জায়ান্ট মোহনবাগানের বিপক্ষে খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মূলত ভিসা না পাওয়াতেই প্রতিবেশী দেশটিতে প্রতিযোগিতার গ্রুপপর্বের ম্যাচে অংশগ্রহণ করতে পারছেনা কিংস। আজ রাতেই কলকাতা যাওয়ার কথা ছিল দলটির।
শনিবার (২১ অক্টোবর) রাতে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ জানিয়েছেন ভারতে যেতে পারছেন না তারা, কারণ এখনো আমরা কিংস ভিসা পায়নি। আগামী ২৪ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্টারের বিপক্ষে ফিরতি ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ওড়িশার ভুবনেশ্বর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। একই দিনে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে আথিতেয়তা দেবে স্বাগতিক উড়িষ্যা এফসি।
গতকাল রাতে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত দুই পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন এএফসিতে। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমরা ইতোমধ্যেই আমাদের টিকিট বুক করেছি এবং ফ্লাইটটি ২২ অক্টোবর ২০২৩ তারিখে নির্ধারিত সময়ে ছাড়ার কথা ছিল। এ বিষয়ে সমস্ত পক্ষকে জানানো হয়েছিল। আমাদের থাকার ব্যবস্থাও বুক করা আছে। অগ্রিম অর্থ প্রদানের মাধ্যমে বুকিং করা হয়েছিল। যা এখন পরিবর্তন করাও সম্ভব নয়। আমরা যদি ভিসা না পাই, তাহলে মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে খেলায় অংশ নিতে ভারতে যেতে পারব না।’
কিন্তু সময়মতো ভিসা না পাওয়ায় ভারতে যেতে পারছেন কিংসের ফুটবলাররা। এমনকি কবে নাগাদ ভিসা পাবেন, তারও কোনো নিশ্চয়তা নেই। বসুন্ধরা কিংস জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মাধ্যমেও বারবার অনুরোধ করার পরও ভিসা জটিলতা কাটেনি।
মন্তব্য করুন