স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

অভিষেকেই গিউইয়ের গোলে বার্সার জয়

অভিষিক্ত এই তরুণই জিতিয়েছে বার্সাকে। ছবি: সংগৃহীত
অভিষিক্ত এই তরুণই জিতিয়েছে বার্সাকে। ছবি: সংগৃহীত

বার্সেলোনার লা মাসিয়া একাডেমির খ্যাতি রয়েছে জগৎজুড়েই। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভিদের মতো বিশ্ববিখ্যাত ফুটবলার বেরিয়ে এসেছে এই ক্লাবের একাডেমি থেকে তাই কাতালান জায়ান্টদের হয়ে খেলার স্বপ্ন অনেক ফুটবলারই দেখে থাকে। বিশেষ করে লা মেসিয়া একাডেমিতে বেড়ে ওঠা তরুণদের তো অবশ্যই। মার্ক গিউইয়েরও ছিল। কিন্তু নিজের অভিষেকে প্রথম স্পর্শেই গোল করবেন, আর সেই গোলে দল জিতবে—এতটা দুঃসাহসী স্বপ্ন তার কখনোই ছিল না।

মঙ্গলবার রাত ১টায় বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এটিই ঘটেছে গিউইয়ের সঙ্গে। লা লিগা অভিষেকের ৩৩ সেকেন্ডেই বার্সেলোনাকে গুরুত্বপূর্ণ এক গোল এনে দিয়েছেন ১৭ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যাচের ৮০ মিনিটে দেওয়া গিউইয়ের গোলে বার্সা ১-০ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে।

এটি লিগে বার্সেলোনার সপ্তম জয়। ১০ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সা, ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ দুটি স্থানে রিয়াল মাদ্রিদ ও জিরোনা।

ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে চোটের কারণে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় ফ্রেঙ্কি ডি ইয়ং, পেদ্রি ও রবার্ট লেভানডভস্কিকে ছাড়াই মাঠে নেমেছে কাতালান জায়ান্টরা। এরপরও অবশ্য জোয়াও ফেলিক্স, ফেরান তোরেস, ফারমিন লোপেজদের নিয়ে গড়া আক্রমণভাগ বিলবাও রক্ষণে ভয় ধরিয়ে দেয়। ম্যাচের ১০ মিনিটে ফেলিক্সের একটি শট বারে লেগে ফিরে আসে। দুবার তাকে গোলবঞ্চিত করেন বিলবাওয়ের স্প্যানিশ গোলকিপার উনাই সিমোন। জাভি হার্নান্দেজের দলকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত।

লোপেজের বদলি হয়ে নামার ৩০ সেকেন্ড পরেই ফেলিক্সের কাছ থেকে বল পেয়েই ডান পায়ের শটে বল জালে জড়ান গিউই। ১৭ বছর ২৯১ দিন বয়সী গিউই চলতি শতাব্দীতে লা লিগায় বার্সেলোনার হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা।

ম্যাচ শেষে লা মেসিয়া একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণ ইস্পোর্টস ৩-কে বলেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে শ্বাস নিতে পারছি না! এটা অকল্পনীয়। সারাটা জীবন সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি আজ ঘুমাতেই পারব না।’

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ জাভিও গিউইকে অভিনন্দন দিয়েছেন। পেয়েছেন প্রশংসাবাণীও, ‘আমি ওকে বলেছিলাম তুমি একটা সুযোগ পাবে। সে একটা সুযোগই পেয়েছে, আর সেটাই কাজে লাগিয়েছে। আমার মনে হয়েছে সে এই পর্যায়ে খেলার জন্য প্রস্তুত। আমি মার্কের জন্য খুবই খুশি। সে পরিশ্রমী। বলে প্রথম স্পর্শেই গোল করাটা অসাধারণ ব্যাপার। আমি ওকে অভিনন্দন জানিয়েছ। ওর এখন কেমন অনুভূতি হচ্ছে বুঝতেই পারছেন। খুব সম্ভবত এটা এখন পর্যন্ত ওর জীবনের সেরা দিন।’

এ সপ্তাহে বার্সেলোনার পরের ম্যাচ চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিগের প্রথম এল ক্লাসিকো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী

সেলস অ্যাডমিন বিভাগে নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৫

নাসির গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

রাজধানীতে আজ কোথায় কী

২০ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে ইবনে সিনা

২০ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্মদিন আজ

১০

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত, আহত ৪

১১

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

১২

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

১৩

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

১৪

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

১৫

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

১৬

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

১৭

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

১৮

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

১৯

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

২০
X