ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয়রথ ছুঁটেই চলছে টটেনহ্যাম হটস্পারের। ফুলহামকে হারিয়ে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে স্পার্সরা। এই জয় নিয়ে প্রতিযোগিতায় টানা ৯ ম্যাচ অপরাজিত রইলো অ্যাঞ্জ পস্টেকগলুর শিষ্যরা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ঘরের মাঠে ফুলহামকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক টটেনহ্যাম। দলের পক্ষে গোল দুটি করেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক হিউয়েন মিন সং ও ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসন।
হটস্পার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে টটেনহ্যাম। প্রথমার্ধে ৬৬ শতাংশ বলের দখল নিজেদের পাঁয়ে রাখে স্বাগতিকরা। ফুলহামের গোলপোস্ট লক্ষ্য করে চারবার শট নেন সন-রিচার্লিসনরা। ম্যাচের ৩৬ মিনিটে গোলের দেখা পায় স্পার্সরা। অধিনায়ক সন ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান। ১-০ তে এগিয়ে থেকেই বিরতি যায় টটেনহ্যাম।
বিরতি থেকে ফিরে স্বাগতিক ডিফেন্স লাইনে আক্রমণ চালায় ফুলহাম। তবে বারবার আক্রমণ প্রতিহত করে দেয় টটেনহ্যামের ক্রিশ্চিয়ান রোমারো ও পেড্রো পোরোরা। ম্যাচের ৫৪ মিনিটে স্কোরলাইন ২-০ গোলে লিড নেয় স্বাগতিকরা। এবার স্কোরশিটে নাম লেখান ইংরিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসন। বাকি সময়ে চেষ্টা করেও আর কোনো লক্ষ্যভেদ করতে পারেনি দুদল।
৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে টটেনহ্যাম। সমান ২১ পয়েন্ট নিয়ে যৌথ ভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।
মন্তব্য করুন