স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শেফিল্ডকে হারিয়ে স্যার ববিকে শেষ শ্রদ্ধা ম্যানইউর   

জয় দিয়ে স্যার ববিকে শ্রদ্ধা জানাল ইউনাইটেড। ছবি: সংগৃহীত
জয় দিয়ে স্যার ববিকে শ্রদ্ধা জানাল ইউনাইটেড। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে রাত একটায় মাঠে নেমেছিল আসরের সর্বোচ্চ শিরোপাজয়ী দল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যাচে নামার আগেই বড় শোক সংবাদ পায় রেড ডেভিলরা। শনিবার (২১ অক্টোবর) মারা যান ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ও বিশ্বকাপজয়ী ইংলিশ ফুটবলার স্যার ববি চার্লটন। ক্লাব কিংবদন্তিকে উপযুক্ত সম্মান জানানোর জন্য হলেও শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে জয়টা বড় দরকার ছিল এই মৌসুমে ধুঁকতে থাকা রেড ডেভিলদের। আহামরি ভালো না খেললেও প্রতিপক্ষের মাঠ থেকে ঠিকই জয় নিয়েই ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয় দিয়েই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে পেরেছে ব্রুনো ফার্নান্দেজ-রাশফোর্ডরা।

শনিবার (২১ অক্টোবর) ব্রামাল লেনে পয়েন্ট তালিকার তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের পক্ষে স্কট ম্যাকটোমিনে ও ডিয়েগো ডালোত গোল করেন। শেফিল্ডের পক্ষে একটি গোল শোধ করেন ওলি ম্যাকবার্নি।

শেফিল্ডের মাঠে এদিন খেলা শুরুর আগে স্যার ববি চার্লটনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করা হয়। ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ বিশ্বকাপজয়ী চার্লটন ইংলিশ ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তিদের একজন। ক্লাবের এই কিংবদন্তির প্রতি শোকের আবহটা ইউনাইটেডের খেলোয়াড়দের অভিব্যক্তিতেই পরিষ্কার বোঝা যাচ্ছিল।

ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ব্রুনো ফার্নাদেজ ডি-বক্সের ভেতরে প্রথমে বুক দিয়ে বল নামান স্কট ম্যাকটোমিনে। এরপর নিচু ভলি শটে গোলরক্ষককে ফাঁকি দেন এই স্কটিশ। আগের ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

গোলটা অবশ্য ছয় মিনিটের বেশি ধরে রাখতে পারেনি ইউনাইটেড। ইউনাইটেডকে এগিয়ে দেওয়া ম্যাকটোমিনেই নিজেদের ডি-বক্সে প্রতিপক্ষের শট ঠেকাতে গিয়ে হাতে বল লাগান। ফলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিকে আন্দ্রে ওনানাকে পরাস্ত করে গোল করেন ম্যাকবার্নি।

৪৪ মিনিটে এগিয়ে যেতে পারত ইউনাইটেড, কিন্তু ফার্নান্দেজের নেওয়া ফ্রি-কিক বারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হয় শেফিল্ড। সুযোগ মিস করে ইউনাইটেডও। কিন্তু ৭৭ মিনিটে আর হতাশ হতে হয়নি রেড ডেভিলদের। ভিক্টর লিন্ডেলফের পাস থেকে বল পেয়ে ডানপাল্লার দূরপাল্লার বাঁকানো শটে দারুণ এক গোল করেন দিয়াগো দালত।

এই জয়ে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে শেফিল্ড। এখনও কোনো জয় পায়নি তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে অবৈধ ফিশ ও পোলট্রি ফিড কারখানায় অভিযান, জরিমানা লাখ টাকা

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

আ.লীগ নেতার গোয়ালঘরে মিলল অস্ত্রসহ ২ রাউন্ড গুলি

নতুন নিষেধাজ্ঞা কি থামাতে পারবে ইরানের পরমাণু অভিযাত্রা?

৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, সতর্কতা জারি

আন্দালিব পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা

যুদ্ধবিরতির পর মাঠে ফিরছে পিএসএল, পিসিবি দিল তারিখ

বিশ্বের সবচেয়ে স্বীকৃত সন্ত্রাসী মোদি : পাকিস্তান

পাবনায় চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

যুবদল নেতার ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল

১০

প্রবাসীদের জন্য সৌভাগ্যের দুয়ার খুলল দুবাইয়ে

১১

স্বামীসহ আ.লীগ নেত্রী জিন্নাত সোহানা গ্রেপ্তার

১২

ভারতের হামলায় কত সেনা হারাল পাকিস্তান?

১৩

টেস্ট চ্যাম্পিনশিপ ফাইনালের স্কোয়াড দিল অস্ট্রেলিয়া

১৪

মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ, শুনানি বিকেলে

১৫

উচ্চশব্দে হর্ন বাজানো কেন্দ্র করে সংঘর্ষ

১৬

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

১৭

ম্যারাডোনা না মেসি—কাকে বেছে নিলেন স্কালোনি?

১৮

নদীতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

১৯

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

২০
X