স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের দলে ফরোয়ার্ডের সংখ্যা কম নয়। আর এই মৌসুমে বলতে গেলে তাদের কেউই ঠিক ওভাবে দলের জয়ে অবদান রাখতে পারছে না তবে ফরোয়ার্ডরা গোল না পেলেও কিন্তু রিয়াল মাদ্রিদের জয়রথ থেমে নেই। এই মৌসুমে লস ব্লাঙ্কোস শিবিরের জয়হীন না থাকার পেছনে অবশ্য কার্লো আনচেলত্তির দল ধন্যবাদ দিতে পারে এই মৌসুমেই রিয়ালের বিখ্যাত সাদা জার্সি গায়ে জড়ানো জুড বেলিংহামকে। তার গোলে চড়েই যে একের পর এক জয় তুলে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। এবার ইংলিশ ফুটবলারের গোলে মঙ্গলবার (২৪ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
ব্রাগার মাঠে প্রথমে লিড নেয় রিয়াল মাদ্রিদই। ১৬ মিনিটের সময় ব্রাজিলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে বল পেয়ে জাল ভেদ করেন রদ্রিগো। এরপর প্রথমার্ধে চেষ্টা করেও গোল পায়নি রিয়াল মাদ্রিদ। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মাদ্রিদের ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই রিয়ালকে প্রায় এগিয়ে দিয়েছিলেন দারুণ ছন্দে থাকা বেলিংহ্যাম। তবে ইংলিশ মিডফিল্ডারের শটে কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান ব্রাগা গোলরক্ষক।
মাদ্রিদের মিডফিল্ড কন্ট্রোলের কারণে ব্রাগা গোলের জন্য উল্লেখযোগ্য চাপ প্রয়োগ করতে পারছিল না। সেটিরই সুযোগ নিয়ে ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় রিয়াল। আগের গোলে বল জোগানো ভিনিসিয়ুস এবারও নেপথ্য নায়ক। তার অ্যাসিস্টে পাওয়া বল বক্সের মুখে দুই পা এগিয়ে নিচু শট নেন বেলিংহ্যাম, গোলরক্ষক ঝাঁপিয়েও সেই বলের নাগাল পাননি।
এ নিয়ে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই একবার করে জালের দেখা পেলেন এই ইংলিশ মিডফিল্ডার। লা লিগাতেও নিয়মিত গোল করে চলেছেন তিনি; ৯ ম্যাচে ৮ গোল করে বেলিংহ্যাম তালিকার শীর্ষে আছেন। অথচ তিনি একজন মিডফিল্ডার।
এরপর লড়াই জমিয়ে তোলে ব্রাগা। ঘরের মাঠে হার ঠেকাতে তারা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। রিয়ালে ডি-বক্সে সিমোন বান্সার পাস পেয়ে ঠান্ডা মাথায় জোরাল শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান ব্রাগার স্প্যানিশ আলভারো ফরোয়ার্ড দিয়ালো। রিয়ালও তারপর গোল পেতে পারত। ভিনিসিয়ুস একজনকে কাটিয়ে বল গন্তব্যে পৌঁছালেও অফসাইডে গাল বাতিল করে ভিএআর। ফলে ২-১ ব্যবধানের জয়ে সন্তুষ্ট থাকতে হয়ে আনচেলত্তির শিষ্যদের।
এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচেই জয় পেয়েছে রিয়াল। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তারা ‘সি’ গ্রুপের শীর্ষে আছে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি এবং তিনে থাকা ব্রাগার অর্জন ৩ পয়েন্ট।
মন্তব্য করুন