ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদে আরও চার বছর থাকার নতুন চুক্তিতে স্বাক্ষর করার পরেই খবর বের হয়েছিল যে লস ব্লাঙ্কোসের আরেক প্রতিভাবান ব্রাজিলিয়ান রদ্রিগোও একই পথে এগোচ্ছেন। রিয়াল অবশেষে তা নিশ্চিত করল। ভিনিসিয়ুসের পর আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর সঙ্গেও নতুন চুক্তি সম্পন্ন করল রিয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম ক্লাবটিতে ২০২৮ সাল পর্যন্ত খেলবেন এই তরুণ। বিবৃতি দিয়ে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে রিয়াল।
রদ্রিগোর আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৫ সালে। বিবিসির খবর অনুযায়ী, নতুন চুক্তিতে রদ্রিগোর ‘রিলিজ ক্লজ’ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো।
মাত্র ১৮ বছর বয়সে ২০১৯ সালে রিয়ালে নাম লেখান রদ্রিগো। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে পাঁচ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৯টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৩৯টি।
কার্লো আনচেলত্তির দলের হয়ে ২০২১-২২ মৌসুমে রেয়ালের চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রদ্রিগোর। সেমিফাইনালে বদলি হিসেবে নেমে নিশ্চিত পরাজয়ের ম্যাচে জয় এনে দিয়েছিলেন। করেছিলেন লড়াইয়ের ভাগ্য নির্ধারণী কয়েকটি গোল। এ ছাড়া দলটির হয়ে দুটি লা লিগা সহ মোট ৮টি শিরোপা জিতেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।
চলতি মৌসুমে অবশ্য খুব একটা ছন্দে নেই রদ্রিগো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে জালের দেখা পেয়েছেন মাত্র দুইবার, আর সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন একটি।
মন্তব্য করুন