বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুর্নীতির তদন্ত করে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, সেটা বন্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করলেন কাজী মো. সালাউদ্দিন ও আবদুস সালাম মুর্শেদী। এ-সংক্রান্ত আবেদনে ব্যারিস্টার সুমনকে বিবাদী করা হয়েছে।
আবেদনের শুনানি হবে আগামীকাল। এ প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেছেন, ‘ফিফা থেকে যে পরিমাণ অর্থ এসেছে ও সরকারের কাছ থেকে বাফুফে যে অর্থ নিয়েছে— তা তদন্ত করে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে দুদককে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। সে তদন্ত যাতে না হতে পারে, সে জন্য এ আবেদন করা হয়েছে। আবেদনকারীরা আসলে সে আদেশের স্থগিতাদেশ চান।’ আলোচিত এ আইনজীবী আরও বলেন, ‘মানুষের মাঝে দুই নাম্বারি থাকলে তারা কোনো তদন্তে যেতে চান না।’
মন্তব্য করুন