স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হলান্ডের জোড়া গোলে সবার আগে নকআউটপর্বে ম্যানসিটি 

সবার আগে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ছবি: সংগৃহীত
সবার আগে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ছবি: সংগৃহীত

আগের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ী তারা এই মৌসুমেও পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকেই আবার‌ও ইউরোপ সেরার মুকুট পরার সবচেয়ে বড় দাবিদার হিসেবে ধরা হচ্ছে। সেই দাবিকে আরও জোড়াল করে সবার আগে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পা রাখল সিটিজেনরা।

মঙ্গলবার (৭ নভেম্বর) ম্যাচের পুরোটা সময় ধরেই ইয়াং বয়েজের ওপর ছড়ি ঘোরায় ম্যানচেস্টার সিটি। একপেশে ম্যাচে অনায়াস জয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে জায়গা করে নিল হলান্ড-ফোডেনরা।

ম্যানচেস্টারের এতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলেতে হয়ে সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে।

জোড়া গোল করে যথারীতি ফের সিটির নায়ক আর্লিং হলান্ড। অন্য গোলটি করেন ফিল ফোডেন।

প্রথম চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সিটি। একই সময়ে হওয়া আরেক ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে লাইপজিগও। চার ম্যাচে তিন জয়ে তাদের ৯ পয়েন্ট। বেলগ্রেড ও ইয়াং বয়েজের ১ পয়েন্ট করে।

ঘরের মাঠে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারত সিটি। তরুণ ডিফেন্ডার রিকো লুইসের শট গোললাইন থেকে ফেরায় সফরকারীরা। একাদশ মিনিটে কাইল ওয়াকারের দুর্দান্ত শটও ফিরিয়ে দেন গোলরক্ষক। সপ্তদশ মিনিটে ওয়াকারের ফ্রি-কিক ঠেকানোর পর কাছ থেকে ফোডেনের শটও ব্যর্থ করে দেন তিনি।

২৩তম মিনিটে সফল স্পট কিকে সিটিকে গিয়ে নেন হলান্ড। মাথিয়াস নুনেস ইয়াং বয়েজের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

বিরতির আগে জ্যাক গ্রিলিশের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন হলান্ড। বক্সের বাইরে জায়গা বানিয়ে দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

ওই গোলের পরপরই আরেকটি ধাক্কা খায় ইয়াং বয়েজ। সিটির নাথান আকেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস মিডফিল্ডার সান্দ্রো লাউপার।

৬১তম মিনিটে হলান্ডকে তুলে নেন সিটির কোচ। তাই হ্যাটট্রিকের পথে ছুটতে পারেননি নরওয়ের তারকা। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি সিটিও।

পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য করা সিটি ৭১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে। অপরদিকে ইয়াং বয়েজ গোলে কোনো শটই নিতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X