স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৮:৪১ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি সরে দাঁড়ানোয় ২০৩০ বিশ্বকাপের আয়োজক কারা!

২০৩০ সালে কোথায় বসবে 'গ্রেটেস্ট শো অন আর্থ'  খ্যাত বিশ্বকাপ । ছবি : সংগৃহীত
২০৩০ সালে কোথায় বসবে 'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত বিশ্বকাপ । ছবি : সংগৃহীত

প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করে কাতার। ইউরোপীয় গণমাধ্যমে নানা কটূক্তির পরও ২০২২ বিশ্বকাপ আয়োজনে বেশ সফলতা দেখায় আবর দেশটি। এতে ২০৩০ বিশ্বকাপ আয়োজনে তোড়জোড় শুরু করে সৌদি আরব। ঘরোয়া লিগকে ঢেলে সাজানোর পাশাপাশি তারকা ফুটবলারদের লিগে এনে বেশ আলোচনায়ও আসে দেশটি। কিন্তু হঠাৎ করেই ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্বকাপের আয়োজক হওয়ার বিড থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ক্লাব ফুটবলে ইউরোপের একচেটিয়া আধিপত্যে ভাগ বসাতে যাচ্ছে সৌদি। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে একের পর এক তারকা ফুটবলারদের কিনে, বিশ্বের নজর কাড়ার চেষ্টা করছে এশিয়ার দেশটি। রোনালদোর দেখাদেখি ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন করিম বেনজেমা ও এনগোলো কান্তে। প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে ফুটবলারদের এই তালিকা

এতে আকাশচুম্বী পারিশ্রমিকও গুনতে হচ্ছে দেশটিকে। লিগের অধিকাংশ ক্লাব রাষ্ট্রীয় মালিকানাধীন হওয়ায়, সরকারি কোষাগারেও চাপ বাড়ছে। আর সে চাপে পড়ে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে যাচ্ছে সৌদি।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের আয়োজক হতে, মিসর ও গ্রিসের সঙ্গে জোট বেঁধেছিল দেশটি। তবে বিশ্বকাপ আয়োজন অনেক ব্যয়বহুল। তাই সৌদি বাদে আগে থেকেই আগ্রহ কম ছিল অন্য দুই দেশের।

অবকাঠামোগত খরচ বহন করার শর্তে মিসর আর গ্রিসকে রাজি করেছিলেন সৌদি প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান। অবশ্য সে শর্তে গোটা টুর্নামেন্টের ৭৫ শতাংশ ম্যাচ সৌদিতে আয়োজন হওয়ার চুক্তি ছিল।

তিন দেশ ভিন্ন তিন মহাদেশের হওয়ায়, ভোটের লড়াই নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী ছিল সৌদি। তবে শীর্ষস্থানীয় বেশকিছু গণমাধ্যমের মতে, আনুষ্ঠানিকভাবে আয়োজক হওয়ার প্রস্তাব সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ ছাড়া ইউরোপে সবশেষ বিশ্বকাপ হয় ২০০৬ সালে জার্মানিতে। এরপর পাঁচ বিশ্বকাপের চারটিই হয়েছে ইউরোপের বাইরে। তাই ২০৩০ সালের বিশ্বকাপ ইউরোপে ফেরানোর ব্যাপারে ইতিবাচক ফিফা। তাই ২০৩০ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে খানিকটা এগিয়ে রয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো।

সৌদি আরব সরে যাওয়ায় কপাল খুলতে পারে লাতিন আমেরিকার চার দেশের। উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়েকে নিয়ে বিশ্বকাপের শতবর্ষী এই আসর করতে চায় আর্জেন্টিনা। ১৯৩০ সালে শুরু হয় বিশ্বকাপ ফুটবল। আয়োজক ছিল লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। সেই হিসাবে ২০৩০ সালে বিশ্বকাপ পা দেবে শতবর্ষে। প্রথম আসরের মতো শতবর্ষী আসরের আয়োজক হতে জোড় চেষ্টা চালাচ্ছে আর্জেন্টিনা নেতৃত্বাধীন লাতিন জোট।

সৌদি আরব সরে দাঁড়ানোয় এখন শতবর্ষী বিশ্বকাপ আয়োজনের দৌড়ে থাকছে দুই জোট। শেষ পর্যন্ত ২০৩০ বিশ্বকাপের আয়োজক হবে কারা, তা জানতে অপেক্ষা করতে হবে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আজহারির উদ্বেগ

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

১০

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১১

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১২

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১৩

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৪

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৬

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৭

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৮

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৯

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

২০
X