বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথমার্ধেই ছিটকে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৪ গোল হজম করেছে জামাল ভূঁইয়ারা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মেলবোর্নের অ্যামি পার্কে ৩টায় শুরু হয়েছে ম্যাচে মিচেল ডিউকের জোড়া গোলের পাশাপাশি হ্যারি সোট্টার, ও ব্রান্ডন বোরেল্লোর গোলে ৪-০ তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
মেলবোর্নের রেক্টেনগুলার স্টেডিয়ামে সকারুদের বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটেই বাংলাদেশের জালে বল পাঠিয়ে উল্লাস করে স্বাগতিকরা। হেডের সাহায্যে গোল করেন হ্যারি সোট্টার। ২০ মিনিটে আবারও গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার গোলদাতা ব্রান্ডন বেরোল্লো। বারবার বাংলাদেশের ডিফেন্স লাইনে আক্রমণ চালিয়ে আরও দুইবার গোল আদায় করে নেয় অস্ট্রেলিয়া। এবার জোড়া গোল করেন ফরোয়ার্ড মিচেল ডিউক। ৫ মিনিটের ব্যবধানে দুইবার বাংলাদেশের জালে বল জড়ায় এই সকারু তারকা।
মন্তব্য করুন