স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তবে কি আর্জেন্টিনার কোচের পদ ছাড়ছেন স্কালোনি

আর্জেন্টিনার কোচ স্কালোনি। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার কোচ স্কালোনি। ছবি : সংগৃহীত

সময়ের অন্যতম সফল কোচ তিনি। আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসানের নেপথ্যের নায়ক। তার অধীনে আর্জেন্টাইনরা উঠেছেন সাফল্যের চূড়ায়। কিন্তু ব্রাজিলের বিপক্ষে জয়ের পর তার এক কথা, চিন্তায় ফেলেছে সারা বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকে। তাহলে কি আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব ছিড়ে দিচ্ছেন লিওনেল স্কালোনি?

নিশ্চিত করে কিছু না বললেও এমন একটা ইঙ্গিত দিয়েছেন মেসিদের হেড কোচ। ব্রাজিলকে হারানোর পর তিনি যা বলেছেন তাতে তার বিদায় নেওয়ার ইঙ্গিতটা স্পষ্ট। বুধবার ভোরে লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। উত্তাপ ছড়ানো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রীতিমতো বোমা ফাটান স্কালোনি।

ইঙ্গিত দেন আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব ছাড়ার। মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের বাঁশি বাজার আগে উত্তেজনা ছড়ায় গ্যালারিতে। শুরু হয় দর্শকদের দাঙ্গা। আর্জেন্টাইন সমর্থকদের ওপর ব্রাজিলিয়ান পুলিশের লাঠিপেটা ভালোভাবে নেননি আর্জেন্টাইনরা।

ম্যাচেও এর উত্তাপ ছিল। মাঝে মাঝে তর্কে জড়িয়ে পড়ছিলেন ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলাররা। এমন এক উত্তাপময় ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবল আরও উত্তপ্ত করেছেন স্কালোনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি... আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়রা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।

এরপর স্কালোনি আরও বলেছেন, ‘খেলোয়াড়রা আমার কাজটা কঠিন করে তুলেছে। তাই আমাকে একটু ভাবতে হবে। পরে আমি ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।’

স্কালোনির অধীনে কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বেও দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ২০২৪ কোপা আমেরিকাতেও ফেবারিট আলবিসেলেস্তরা। এমন সময় কেন হুট করে দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন তা জানা যায়নি।

এদিকে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক সংবাদকর্মীর দাবি ম্যাচ শেষে তিনি সব কোচিং স্টাফদের সঙ্গে শেষবারের মতো একসঙ্গে ছবি তুলেছেন। ২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি।

এখন পর্যন্ত তার অধীনে ৬৬ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ৪৮ ম্যাচে জয়ের পাশপাশি হেরেছে মাত্র ৬টিতে। আর ড্র করেছেন ২২টি ম্যাচে। তার অধীনে বিশ্বকাপসহ কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতেছে আর্জেন্টিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন ছাত্র অধিকার পরিষদের নেতার 

ডাকসু-জাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে দাবি ইউটিএলের 

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

হানিয়া আমিরের পর ঢাকায় আসবেন ২ পাকিস্তানি গায়ক

৫ আগস্টের পর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ভিন্ন রূপ ধারণ করেছে : নীরব

আদালত চত্বরে নাটকীয়ভাবে আসামি অপহরণের চেষ্টা, আটক ১০

নীরব ঘাতক থাইরয়েড ক্যানসার, এই ৬ লক্ষণ দেখলেই সতর্ক হোন

রাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত : দুদু

ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে স্বর্ণের দাম

১০

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খাঁনের পোস্ট

১১

রাকসু নির্বাচন : ১৭ কেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ

১২

‘নিজের বিচারের দাবিতে’ কলেজ শিক্ষকের অবস্থান কর্মসূচি

১৩

জেলা আ.লীগের উপদেষ্টাসহ কারাগারে ২

১৪

‘উসকানিমূলক পোস্ট ও পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা’

১৫

এশিয়ার আরেক দেশে জেন-জি বিক্ষোভ শুরু

১৬

প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে আবু নাসের

১৭

 ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না’

১৮

গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

১৯

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

২০
X