আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবং ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের মধ্যে বন্ধুত্বটা সবার জানা। বার্সেলোনায় থাকতে এই বন্ধুত্বের সূত্রপাত। নেইমার দল ত্যাগ করার পরেও সেটিতে কোনো ভাটা পড়েনি। শেষে তো পিএসজিতে দুজন আবার এক হলেন।
এই বন্ধুত্বকে স্মরণীয় করে রাখতে পিএসজি ছাড়ার আগে তার কাছের বন্ধু নেইমারকে একটি উপহার দিয়ে আসেন মেসি। নেইমারের উপহারটি আবার মেসির পাওয়া পিএসজি সভাপতির কাছ থেকে। নেইমার কিন্তু মেসির দেওয়া উপহারের উপযুক্ত ব্যবহার করেছেন। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিক্রি করে দিয়েছে বন্ধুর দেওয়া উপহার।
ফ্রান্সের সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’ জানায়, ফরাসি লিগে মেসির শেষ ম্যাচ ছিল ৩ জুন। ওই দিন শেষ ম্যাচ উপলক্ষে ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি মেসি ও সার্জিও রামোসকে স্মারক উপহার দেন। মেসি পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরে খেলেছেন—এই জার্সি নম্বরকে সোনালি রঙে ভাস্কর্য বানিয়ে মেসির হাতে তুলে দেন ফরাসি ক্লাবটির সভাপতি। রামোসও একই রকম উপহার পান নাসের আল খেলাইফির কাছ থেকে। পিএসজি ছাড়ার আগে ক্লাবটিতে ৪ নম্বর জার্সি পরে খেলেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
রামোস উপহারটি নিজের কাছে রাখলেও মেসি রাখেননি। দিয়ে দেন কাছের বন্ধু নেইমারকে। ব্রাজিলিয়ান তারকা সেটি দারুণভাবেই কাজে লাগিয়েছেন। ব্রাজিলে নেইমারের নিজের নামে ফাউন্ডেশন আছে। সেই ফাউন্ডেশন থেকে বিভিন্ন দাতব্য কাজ করে থাকেন নেইমার। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করেন। মেসির দেওয়া সেই উপহার এ জন্যই নিলামে তুলেছিলেন নেইমার।
চরা দামেই বিক্রি হয় ভাস্কর্যটি। ১ লাখ ৫৮ হাজার ইউরোয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা এই ভাস্কর্যটি কিনে নেন ব্রাজিলের সংবাদকর্মী, ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো।
মন্তব্য করুন