স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:২৪ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

সিদ্ধান্ত বদলে মেসির শহরে যাচ্ছেন স্কালোনি

লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার সমর্থকদের জন্য কিছু স্বস্তির খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। মান-অভিমান ভুলে কোপা আমেরিকার ড্রর জন্য লিওনেল মেসির শহর মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এতে কিছুটা হলে স্বস্তি ফিরেছে আর্জেন্টাইন সমর্থকদের হৃদয়ে।

এই তো কিছুদিন আগে কথা। ঐতিহাসিক মারাকানায় বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়ায় আনন্দে মাতোয়ারা ছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। কিন্তু সে সময় বোমা ফাটান দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। সেই বোমার শব্দে কেঁপে ওঠে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের হৃদয়।

যার কৌশলে বদলে গেছে তাদের প্রিয় দল, জিতেছে বিশ্বকাপসহ সম্ভাব্য সব আন্তর্জাতিক শিরোপা, সেই কোচই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছিল, দেশটির ফুটবল প্রধান ক্লদিও তাপিয়ার মধ্যে মতবিরোধের কারণে জাতীয় দলের কোচের দায়িত্বে আর থাকতে চাইছেন না।

এই মতবিরোধের কারণে আগামী মাসে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে যাচ্ছেন না আর্জেন্টাইন এই কোচ। আগামী বছর জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকার পরের আসর। এর আগে আগামী ৭ ডিসেম্বর মায়ামিতে প্রধান এবং কোচের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ড্র। গত মৌসুম শেষে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। ফলে বর্তমানে পুরো পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ফলে কোপা আমেরিকার ড্র’র জন্য মেসির শহরে যাচ্ছেন স্কালোনি।

তবে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া, ড্র অনুষ্ঠানে গেলেও যাচ্ছেন না মেসি-ডি মারিয়াদের মাস্টারমাইন্ড। গণমাধ্যমটি আরও জানায়, এমনকি স্কালোনির দুই সহকারী পাবলো আইমার এবং ওয়াল্টার স্যামুয়েলও যাচ্ছেন না সেই ড্র অনুষ্ঠানে।

তবে নিজের আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন স্কালোনি। আর্জেন্টিনার পক্ষ থেকে কোপা আমেরিকার ড্র-তে অংশ নেবেন তিনি। এমন তথ্য জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক সাংবাদিক। যদিও দীর্ঘদিন পর গণমাধ্যমে কথা বলেছেন স্কালোনি নিজেও।

বোবো টিভিতে সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান ভেরিকে সাক্ষাৎকার দেনন আর্জেন্টাইন কোচ। সেখানে খুলে বলেছেন অনেক অজানা কথা। বিশ্বকাপের সময়ে তীব্র মানসিক চাপ ছিলেন। এজন্য ক্লান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। ফলে শারীরিক কিছুটা অসুস্থও হয়ে পড়েছেন তিনি। স্কালোনি জানান, বিশ্বকাপের থেকে ‘হার্পিস’ রোগে ভুগছেন তিনি। এটি আলসারের মতোই একটি পেটের রোগ।

দায়িত্ব নেওয়ার ছয় মাস পরই টের পেয়েছেন, জাতীয় দলকে কোচিং করানো কতটা চ্যালেঞ্জিং। তিনি বলেন ‘জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়ে আপনার যা আছে সবকিছু দিয়ে খেলতে হয়, সম্পূর্ণ হৃদয় দিয়ে। জাতীয় দলে আসা এমন একটা আনন্দদায়ী পরিস্থিতি যা ক্লাব পর্যায়ের চাইতে সম্পূর্ণ আলাদা আবহের।’

এ সময়ে তিনি দলের প্রাণভোমরা মেসির ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘বিশ্বকাপ একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে আকর্ষণের বিষয়। মেসি তার পুরোটা হৃদয় দিয়ে খেলেছিল। সে পুরো অপ্রতিরোধ্য ছিল।’ মেসিকে খুব কাছ থেকে খেলতে দেখার অভিজ্ঞতা অন্যরকম, যা মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে জানান স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির ভবিষ্যত নিয়ে বলেন,‘মেসি দেখিয়েছে ফুটবলে সীমা বলতে কিছু নেই। মাঠের খেলা দারুণ উপভোগ করছে সে। আমিতো বলেই দিয়েছি যতদিন সম্ভব সে খেলাটা চালিয়ে যাক। তবে এটা নির্ভর করবে ওর সিদ্ধান্তের ওপর।’

আর্জেন্টিনার ড্রেসিং রুমে কিছু গুমট পরিস্থিতি রয়েছে। তার মধ্যে স্কালোনির প্রাণোচ্ছল কথাবার্তায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন আর্জেন্টাইন সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব

ড্যাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না, নিহত ৭১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

২০ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

ওসির স্বাক্ষর জাল করে ১০ লাখ টাকা আত্মসাৎ, পুলিশ সদস্যের নামে মামলা

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী?

টিভিতে আজকের খেলা

১০

চক্ষু বিশেষজ্ঞ বিভাগে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট

১১

দিনাজপুরে প্রজন্ম লীগ নেতা তৈবুর গ্রেপ্তার

১২

ইতালি যাওয়ার এক দিন পরই বাংলাদেশির মৃত্যু

১৩

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১৪

সেলস ম্যানেজার পদে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

১৫

ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

১৬

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৭

২০ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ 

১৯

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

২০
X