স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:২৪ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

সিদ্ধান্ত বদলে মেসির শহরে যাচ্ছেন স্কালোনি

লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার সমর্থকদের জন্য কিছু স্বস্তির খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। মান-অভিমান ভুলে কোপা আমেরিকার ড্রর জন্য লিওনেল মেসির শহর মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এতে কিছুটা হলে স্বস্তি ফিরেছে আর্জেন্টাইন সমর্থকদের হৃদয়ে।

এই তো কিছুদিন আগে কথা। ঐতিহাসিক মারাকানায় বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়ায় আনন্দে মাতোয়ারা ছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। কিন্তু সে সময় বোমা ফাটান দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। সেই বোমার শব্দে কেঁপে ওঠে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের হৃদয়।

যার কৌশলে বদলে গেছে তাদের প্রিয় দল, জিতেছে বিশ্বকাপসহ সম্ভাব্য সব আন্তর্জাতিক শিরোপা, সেই কোচই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছিল, দেশটির ফুটবল প্রধান ক্লদিও তাপিয়ার মধ্যে মতবিরোধের কারণে জাতীয় দলের কোচের দায়িত্বে আর থাকতে চাইছেন না।

এই মতবিরোধের কারণে আগামী মাসে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে যাচ্ছেন না আর্জেন্টাইন এই কোচ। আগামী বছর জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকার পরের আসর। এর আগে আগামী ৭ ডিসেম্বর মায়ামিতে প্রধান এবং কোচের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ড্র। গত মৌসুম শেষে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। ফলে বর্তমানে পুরো পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ফলে কোপা আমেরিকার ড্র’র জন্য মেসির শহরে যাচ্ছেন স্কালোনি।

তবে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া, ড্র অনুষ্ঠানে গেলেও যাচ্ছেন না মেসি-ডি মারিয়াদের মাস্টারমাইন্ড। গণমাধ্যমটি আরও জানায়, এমনকি স্কালোনির দুই সহকারী পাবলো আইমার এবং ওয়াল্টার স্যামুয়েলও যাচ্ছেন না সেই ড্র অনুষ্ঠানে।

তবে নিজের আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন স্কালোনি। আর্জেন্টিনার পক্ষ থেকে কোপা আমেরিকার ড্র-তে অংশ নেবেন তিনি। এমন তথ্য জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক সাংবাদিক। যদিও দীর্ঘদিন পর গণমাধ্যমে কথা বলেছেন স্কালোনি নিজেও।

বোবো টিভিতে সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান ভেরিকে সাক্ষাৎকার দেনন আর্জেন্টাইন কোচ। সেখানে খুলে বলেছেন অনেক অজানা কথা। বিশ্বকাপের সময়ে তীব্র মানসিক চাপ ছিলেন। এজন্য ক্লান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। ফলে শারীরিক কিছুটা অসুস্থও হয়ে পড়েছেন তিনি। স্কালোনি জানান, বিশ্বকাপের থেকে ‘হার্পিস’ রোগে ভুগছেন তিনি। এটি আলসারের মতোই একটি পেটের রোগ।

দায়িত্ব নেওয়ার ছয় মাস পরই টের পেয়েছেন, জাতীয় দলকে কোচিং করানো কতটা চ্যালেঞ্জিং। তিনি বলেন ‘জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়ে আপনার যা আছে সবকিছু দিয়ে খেলতে হয়, সম্পূর্ণ হৃদয় দিয়ে। জাতীয় দলে আসা এমন একটা আনন্দদায়ী পরিস্থিতি যা ক্লাব পর্যায়ের চাইতে সম্পূর্ণ আলাদা আবহের।’

এ সময়ে তিনি দলের প্রাণভোমরা মেসির ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘বিশ্বকাপ একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে আকর্ষণের বিষয়। মেসি তার পুরোটা হৃদয় দিয়ে খেলেছিল। সে পুরো অপ্রতিরোধ্য ছিল।’ মেসিকে খুব কাছ থেকে খেলতে দেখার অভিজ্ঞতা অন্যরকম, যা মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে জানান স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির ভবিষ্যত নিয়ে বলেন,‘মেসি দেখিয়েছে ফুটবলে সীমা বলতে কিছু নেই। মাঠের খেলা দারুণ উপভোগ করছে সে। আমিতো বলেই দিয়েছি যতদিন সম্ভব সে খেলাটা চালিয়ে যাক। তবে এটা নির্ভর করবে ওর সিদ্ধান্তের ওপর।’

আর্জেন্টিনার ড্রেসিং রুমে কিছু গুমট পরিস্থিতি রয়েছে। তার মধ্যে স্কালোনির প্রাণোচ্ছল কথাবার্তায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন আর্জেন্টাইন সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আরও এক নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যারা অন্যায় করেনি আমরা তাদের বুকে টেনে নেব : মির্জা ফখরুল

হায়ার বাংলাদেশের জাঁকজমকপূর্ণ পার্টনার কনভেনশন অনুষ্ঠিত

২২ বছর পর রাজশাহীতে আসছেন তারেক রহমান

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

প্রার্থীর মেয়ের ওপর হামলায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ

দুর্নীতিবাজকে ভোট  দিয়ে সুশাসনের স্বপ্ন দেখাই আত্মপ্রবঞ্চনা

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১০

ধর্মেন্দ্র পাচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ

১১

হজের কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানালেন ধর্ম উপদেষ্টা

১২

বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর

১৩

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৪

একই দলের প্রার্থী হয়ে লড়ছেন মামা-ভাগনে

১৫

নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে শান্তি ফেরাব : মির্জা ফখরুল

১৬

বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

১৭

নির্বাচনে বিএনপিকে দুটি চ্যালেঞ্জ নিতে হচ্ছে : রবিউল আলম

১৮

স্বামী জামায়াত আমিরের জন্য ভোট চাইলেন ডা. আমেনা বেগম

১৯

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য

২০
X