যদি প্রশ্ন করা হয়, সময়ের সেরা ফুটবলার কে? নিশ্চিত ভাবে জবাব আসবে লিওনেল মেসি। আর্জেন্টিনা তো বটেই অন্য দেশের সমর্থকেরা এক বাধ্য মেনে নেবেন এই উত্তর। তাকে বলা হয় ফুটবলারের খুদে জাদুকর।
ফুটবল মাঠে বল পায়ে তিনি যে কতটা ভয়ঙ্কর তা হাড়ে হাড়ে টের পেয়েছে অনেক শক্তিশালী প্রতিপক্ষ। তবে বিশ্বখ্যাত এই তারকাকে এবার দেখা যাবে অন্য ভূমিকায়। ভক্তরা এবার আর্জেন্টাইন অধিনায়ককে আবিষ্কার করবেন রুপালি পর্দায় অভিনয়ের মঞ্চে।
এর আগে বহুবার অভিনয়ে দেখা গেছে আর্জেন্টাইন মহাতারকাকে। তবে তা শুধুই বিজ্ঞাপনে সীমাবদ্ধ। কিন্তু এবার তাকে দেখা যাবে ওয়েব সিরিজে। জানা গেছে আর্জেন্টিনার একজন ফুটবলারের চরিত্রে দেখা যাবে মেসিকে।
আর্জেন্টাইন বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো হবে এই ওয়েব সিরিজটি। লস প্রোটেক্টরেস নামের এই সিরিজটি পরিচালনা করেছেন মার্ক কার্নেভালে।
গত মার্চে মুক্তি পায় এ সিরিজের প্রথম সিজন। আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাবে এর দ্বিতীয় সিজন। আর তখনই অভিনেতা হিসেবে অভিষেক হবে বিশ্বকাপের সেরা ফুটবলারের।
পরিচালক মার্ক কার্নেভালে জানিয়েছেন তিন জন ফুটবলারের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি এই সিরিজটি। কঠিন অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিভাবে দেউরিয়া হয়ে যান। আবার সেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে, তা থেকে মুক্তি পান সেই গল্পই তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজটিতে। এই গল্পে নিজের নাম ভূমিকাতেই অভিনয় করবেন মেসি।
সিজন টু এর প্রথম পর্বে দেখা গেছে, এই তিন ফুটবল এজেন্টের সঙ্গে বৈঠক করছেন মেসি। প্রতিভাবান ফুটবলার তুলে আনার নতুন একটি পরিকল্পনা করছেন তারা। তরুণ ফুটবলারদের এই প্রোজেক্টে কাজ করার জন্য মেসিকে প্রস্তাব দিচ্ছেন তারা।
বর্তমানে শুটিংয়ের জন্য প্যারিসে রয়েছেন তিনি। আরো বেশকিছুদিন এই অঞ্চলে চলবে শুটিংয়ের কাজ। জানা গেছে লাতিন আমেরিকার বেশিরভাগ দেশেই দেখা যাবে এই সিরিজটি। তবে ইউরোপ বা এশিয়ার কোনো দেশে এটি দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কয়েকদিন আগে ৩৬তম জন্মদিন পালন করা মেসির এটি প্রথম ওয়েব সিরিজ হলেও এর আগে অভিনয় জগতে কাজ করেছেন অনেক তারকা ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যামকে দেখা গেছে ভিডিও অ্যালবামে। আর জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হায়েস্টে অভিনয় করেছেন নেইমার।
মন্তব্য করুন