শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৯:৫৬ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ভুটানকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৯ সালে সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজরা। তবে কয়েকবার সেরা চারের কাছাকাছি গিয়েও ব্যর্থতায় খেলা হয়নি সেমিফাইনাল। অবশেষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে হারিয়ে বহুল কাঙ্ক্ষিত সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

আজ বুধবার রাত ৮টায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে জামাল ভুঁইয়ারা। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেন শেখ মোরসালিন ও রাকিব হোসাইন। ভুটানের ডিফেন্ডার ফুন্টশো জিগমে আত্মঘাতী গোলটি করেন। এ ছাড়া ভুটানের পক্ষে সেন্ডা দর্জি একমাত্র গোলটি করেন।

ভুটানের বিপক্ষে ড্র করলেই চলবে সমীকরণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে ভুটানের কাছে এক গোলে হারলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকত লাল-সবুজদের। তবে প্রথমে গোল হজম করলে সেমি থেকে বাদ পড়ার সম্ভাবনা উঁকি দেয় ক্যাবরেরা বাহিনীর। তবে মোরসালিন ও রাকিবের গোলে দুর্দান্তভাবে ভুটানকে উড়িয়ে দেয় বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে আক্রামণ-পাল্টা আক্রমণ করে দুই দলের ফুটবলাররা। ম্যাচের ৩ মিনিটের মাথায় প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। গোলপোস্ট থেকে ক্ষিপ্রতায় বের হয়ে এসে হেডে বল ক্লিয়ার করেন ভুটান গোলকিপার। এর ৬ মিনিট পরেই আচমকা দূরপাল্লার শটে ভুটানকে এগিয়ে নেন সেন্ডা দর্জি।

পিছিয়ে পরে বাংলাদেশ দল আক্রমণের ঝড় তোলে ভুটানের রক্ষণে। ২১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ শটে গোল করে সমতায় ফেরান মুরসালিন। ৩০ মিনিটে রাকিবের শট ভুটানের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে গেলে ২-১ গোলের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় গোলের ৬ মিনিট পর রাকিব দুর্দান্ত গোল করে বাংলাদেশকে ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যায় জামাল ভূঁইয়ার দল।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে চেষ্টা করে ভুটান। তবে তাদের সব প্রচেষ্টা তপু বর্মন-বিশ্বনাথ ঘোষদের জমাট রক্ষণে ব্যর্থ হয়ে যায়। বাংলাদেশ দলও গোলের সুযোগ তৈরি করেছিল। তবে ফিনিশিং দুর্বলতায় স্কোরলাইন বাড়াতে পারেনি বাংলাদেশ দল। অতিরিক্ত সময়ের শেষ বাশি বাজানোর সঙ্গে সঙ্গেই বাংলাদেশ শিবির উল্লাসে ফেটে পড়ে। এরই সঙ্গে ২০০৯ সালের পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ দল।

আগামী শনিবার বেঙ্গালুরুতে বিকেল ৪টায় প্রথম সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১০

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১১

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১২

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৩

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৪

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৫

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৬

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৭

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৮

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৯

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

২০
X