জার্মান ঘরোয়া লিগ বুন্দেস লিগায় বায়ার্ন মিউনিখকে গোলবন্যায় ভাসিয়েছে এইনট্র্যাক্ট ফ্রাঙ্কফুর্ট। নিজেদের ঘরের মাঠে বাভারিয়ানদের পাত্তায় দেইনি স্বাগতিক ফ্রাঙ্কফুর্ট। পাঁচ গোলের লজ্জার ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে টমাস টুখেলের শিস্যরা।
শনিবার (৯ ডিসেম্বর) ফ্রাঙ্কফুর্টের ডাচেস ব্যাংক পার্কে স্বাগতিকদের কাছে ৫-১ গোলের লজ্জার ব্যবধানে হেরেছে বায়ার্ন মিউনিখ।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। ১২ মিনিটের মাথায় বাভারিয়ানদের জালে গোল করেন মার্মৌশ। ৩১ মিনিটের সময় আবারও গোল হজম করে ম্যানুয়েল নয়ার বাহিনী। এরিক এবিম্বে লক্ষ্যভেদ করে ২-০ তে লিড এনে দেন ফ্রাঙ্কফুর্টকে। ৫ মিনিটের ব্যবধানে ৩-০ তে পিছিয়ে পড়ে বায়ার্ন। এবার গোল করেন সুইডিশ মিডফিল্ডার হুগো লারসন। ৪৪ মিনিটে গোল করে ব্যবধান কমান জার্মান মিডফিল্ডার জশুয়া কিমিখ। ৩-১ ব্যবধানে পিছিয়ে বিরতিতে যায় বায়ার্ন মিউনিখ।
বিরতি থেকে ফিরে এসে ফ্রাঙ্কফুর্টের রক্ষণে আক্রমণের গতি বাড়ায় বায়ার্ন। কিন্তু কাঙ্খিত গোলের সুযোগ তৈরি করতে পারেনি কেইন - সানেরা। উল্টো ম্যাচের ৫০ মিনিটে চতুর্থ গোল হজম করে ম্যানুয়েল নয়ার। নিজের জোড়া গোল পূরণ করেন ফরাসি তারকা এবিম্বে। ৬০ মিনিটের মাথায় পঞ্চম গোল খায় বায়ার্ন। বাভারিয়ানদের জালে বলে জড়ান জার্মান মিডফিল্ডার আসগার নাফ। বাকি ৩০ মিনিটে চেষ্টা করেও ব্যাবধান কমাতে পারেনি বায়ার্ন। শেষ পর্যন্ত ৫-১ গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা।
এ হারে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রইলো বায়ার্ন মিউনিখ। সমান সংখ্যক ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে জাভি আলোনসোর বেয়ার লেভারকুসেন।
মন্তব্য করুন